Firefox-এর লোকেশন বার — যাকে URL বার, অ্যাড্রেস বার কিংবা Awesome Bar ও বলা হয় — আপনি যে পাতায় আছেন তার এড্রেসটি (URLটি) দেখায়। আপনার ব্রাউজিংয়ের ইতিহাস, বুকমার্ক, খোলা ট্যাব এবং অন্যান্য অনেক কিছু খুঁজতেও এটি সহায়তা করে। লোকেশন বারে লিখতে শুরু করামাত্র কিছু সাইটের একটি তালিকা চলে আসবে, তা থেকে পছন্দ করে নিতে পারবেন কোনটিতে আপনি যেতে চান।
নিচে দেওয়া কীবোর্ড শর্টকাট ব্যবহার করুন, তাহলে দ্রুত খুঁজতে পারবেন। নির্দিষ্ট কোন প্রকারের ফলাফল খোঁজার ক্ষেত্রে (যেমন, ধরুন, কোন বুকমার্ক কিংবা কোন ট্যাগ খুঁজতে) লোকেশন বারে প্রতিটি search term-এর পর স্পেস দিয়ে এই চিহ্ন ব্যবহার করলে সন্ধানে অপ্রয়োজনীয় ফলাফলের সংখ্যা কমে আসবে:
- ব্রাউজিংয়ের ইতিহাস থেকে কিছু খুঁজতে ^ ব্যবহার করুন।
- বুকমার্ক থেকে কিছু খুঁজতে * ব্যবহার করুন।
- ট্যাগ করা পাতা থেকে কিছু খুঁজতে + ব্যবহার করুন।
- খোলা আছে এমন ট্যাবের ভেতর থেকে কিছু খুঁজতে % ব্যবহার করুন।
- যেসব পাতায় কোন কিছু টাইপ করেছেন সেগুলোর ভেতর থেকে কিছু খুঁজতে ~ ব্যবহার করুন।
- কোন পাতার শিরোনাম থেকে কিছু খুঁজতে # ব্যবহার করুন।
- কোন ওয়েব অ্যাড্রেস (URL) থেকে কিছু খুঁজতে @ ব্যবহার করুন।
যেমন, Mozilla Firefox Support নাম দিয়ে বুকমার্ক করেছেন এমন কোন পাতা খুঁজতে হয়তো আপনি লিখবেন mozilla। ফলাফল আসবে, তবে সেগুলোর মধ্যে আপনার কাঙ্ক্ষিত পাতাটি নাও আসতে পারে।
তারচেয়ে বরং লিখুন mozilla *, এতে ফলাফল কেবল বুকমার্কের মধ্য থেকেই আসবে। অপ্রয়োজনীয় বাড়তি অনেক ফলই বাদ পড়ে যাবে।
এরপরও যদি অনেক বেশি ফলাফল আসছে দেখেন তাহলে আরও অদরকারি ফল ছেঁটে বাদ দিতে পারেন। mozilla * support # লিখুন। এবার আপনার বুকমার্ক করা পাতাগুলোর মধ্য থেকে যেগুলোর শিরোনামে mozilla আর support'আছে কেবল সেসব পাতাই ফলাফলে আসবে।