"হ্যাকিং" শব্দটিকে আমরা খারাপ ভাবে নিয়ে থাকি, তবে এটি সবসময়ই যে খারাপ হবে, এমন কোন কথা নেই। আমরা ওয়েবমেকারের মাধ্যমে হ্যাকিং বলতে যা বুঝাই, তা হল কোমর বেঁধে নেমে, কোন জিনিসকে আলাদাভাবে নিয়ে, সেটি কীভাবে কাজ করে বুঝে, মূল অংশগুলো দিয়ে কিছু নতুন ও সৃজনশীল জিনিষ তৈরি করা।
আপনি এক্সরে গগলস ব্যবহারের সময় একজন সাইবার আক্রমণকারীর মত সত্যি সত্যি কোন পেজের নিয়ন্ত্রন নিয়ে নেন না। এক্সরে গগলস প্রকৃতপক্ষে একটি পেজের প্রতিলিপি নিয়ে তা পরিবর্তন করে এবং পরিবর্তনের তালিকাসহ একটি সম্পূর্ণ নতুন ওয়েবপেজে স্থাপন করে।
গগলস সত্যিকার অর্থে আপনাকে পেজের সোর্স কোড দেখায়, যাতে করে আপনি এটি কীভাবে কাজ করে বুঝতে পারেন এবং আপনার ব্যক্তিগত ডিজিটাল কর্মদক্ষতা বাড়াতে পারেন।