add-on আনইন্সটল করতে পারছেন না

Firefox Firefox শেষ আপডেট: 75% of users voted this helpful

'এড-অন্স নিষ্ক্রিয় করা অথবা মুছে ফেলা' অথবা 'Firefox এর সার্চ এবং হোম পেজে প্রদর্শিত টুলবার মুছে ফেলা' নামক নিবন্ধে দেওয়া নির্দেশ অনুসরণ করে যেসব extension অথবা theme মুছে ফেলা যায় না তাদেরকে আনইন্সটল কীভাবে করতে হয় তা এই নিবন্ধে ব্যাখ্যা করা হয়েছে।

  • কোন plugin আনইন্সটল করতে না পারলে 'Manually uninstalling a plugin' নামের নিবন্ধটি দেখুন।
দ্রষ্টব্য: Refresh Firefox ফিচার আপনার প্রয়োজনীয় তথ্য সংরক্ষিত রেখে Firefox কে প্রাথমিক অবস্থায় ফিরিয়ে নেওয়ার মাধ্যমে অনেক সমস্যার সমাধান করতে পারে। দীর্ঘ ও জটিল ট্রাবলশুটিং পদ্ধতি অবলম্বন করার আগে এটি চেষ্টা করে দেখতে পারেন।

Firefox-এর Safe Mode থেকে আনইনস্টল করা

Add-ons Manager ব্যবহার যদি করতে না পারেন কিংবা নির্দিষ্ট কোন add-on-এর Remove বাটন যদি ধূসর হয়ে যায় তাহলে হয়ত সেটিকে Firefox-এর Safe Mode থেকে আনইন্সটল করতে হবে।

  1. New Fx Menuমেনু বাটনে ক্লিক করুন, Help-29 হেল্পে ক্লিক করুন
    New Fx Menuমেনু বাটনে ক্লিক করুন, Help-29 হেল্পে ক্লিক করুন এবং Restart with Add-ons Disabled... নির্বাচন করুন। Firefox সেফ মোড ডায়লগ নিয়ে শুরু হবে।
    নোট: আপনি Firefox শুরু করার সময় shift কী চেপে ধরে সেফ মোডে Firefox শুরু করতে পারেন।কী চেপে ধরুন option Firefox খোলা পর্যন্ত। Firefox বন্ধ করুন এবং তারপর আপনার Terminal এ: firefox -safe-mode কোড চালান,
    আপনাকে Firefox ইনস্টলেশন পাথ উল্লেখ করে দিতে হতে পারে (e.g. /usr/lib/firefox)
  2. Firefox-এর Safe Mode dialog-এর Continue in Safe ModeStart in Safe Mode বাটনে ক্লিক করুন।

Safe Mode-এ Firefox চালু হবার পর দেখুন add-onটি মুছে দেওয়া যায় কি না; তারপর Firefox পুনরায় চালু করুন।

Windows Control Panel থেকে আনইনস্টল করা

কিছু add-on অন্যান্য প্রোগ্রামের দ্বারা ইনস্টল হয়। Windows Control Panel থেকে হয়তো add-onটি আনইনস্টল করতে পারবেন:

অন্যান্য সফটওয়্যার দ্বারা ইনস্টল হওয়া extension

মাঝে মাঝে অন্যান্য সফটওয়্যার ইন্সটল বা হালনাগাদ করার সময় extension যোগ হয়ে যায় যা Firefox-এর Add-ons Manager থেকে মুছে দেওয়া যায় না, কারণ সেটির Remove বাটন অকার্যকর হয়ে থাকে।

যে সফটওয়্যারটি Firefox-এ এই extension যোগ করেছে তার ভেতর এটি মুছে ফেলার অপশন থাকতে পারে। আরও তথ্য জানতে আপনার সেই সফটওয়্যার প্রদানকারীর সমর্থন সাইট ভিজিট করা উচিত। বিকল্প হিসেবে, extensionটি যদি আপনি ব্যবহার করতে ইচ্ছুক না হন তবে Firefox Add-ons Manager থেকে extensionটি নিষ্ক্রিয় করে দিতে পারে। তা করতে extensionটি নির্বাচন করে সেটির Disable বাটনে ক্লিক করুন। Firefox পুনরায় চালু করার পর extensionটি নিষ্ক্রিয় হয়ে থাকবে।

Microsoft .NET Framework Assistant

Microsoft .NET Framework component ব্যবহার করে এমন প্রোগ্রাম যদি আপনার থাকে তাহলে এমন হতে পারে যে কোন Microsoft আপডেট Microsoft .NET Framework Assistant নামের একটি extension ইন্সটল করেছে।

Extensionটি মুছে ফেলতে অনুগ্রহ করে 'How to remove the .NET Framework Assistant for Firefox' নিবন্ধে প্রদত্ত নির্দেশ অনুসরণ করুন।

Java Quick Starter

Java-র সফটওয়্যার ইন্সটল করা থাকলে extension-এর তালিকায় Java Quick Starter extensionটির দেখা পেতে পারেন। এটির Remove বাটন নিষ্ক্রিয়।

এই extensionটি মুছে ফেলতে 'Oracle's Java Quick Starter' নিবন্ধের নির্দেশ অনুসরণ করে Java Quick Starter নিষ্ক্রিয় করুন। এই কাজ করার সময় Firefox বন্ধ করার দরকার হতে পারে।

Firefox চালু করার পর দেখবেন Java Quick Starter extensionটি মুছে গেছে।

নিজে (manually) আনইন্সটল করা

ওপরে উল্লেখ করা নির্দেশ মেনে যদি Firefox থেকে extension মোছা না যায় তাহলে নিজের হাতেও (manually) তা করতে পারেন। এর জন্য প্রথমে যে ফোল্ডারে সব extension ইন্সটল করা রয়েছে সেখানে যেতে হবে:

  1. আপনার প্রোফাইল ফোল্ডার খুলুন:

    Fx57menuমেনু বাটনে ক্লিক করে Help হেল্প-এ ক্লিক করুন এবং Troubleshooting Information নির্বাচন করুন। মেনু Help হতে, Troubleshooting Information নির্বাচন করুন। ট্রাবলশুটিং ইনফরমেশন ট্যাব খুলবে।

    • Application Basics এর নিচে Open FolderShow in FinderOpen Directory এ ক্লিক করুন। আপনার প্রোফাইলসহ একটি উইন্ডো খুলবে।আপনার প্রোফাইল ফোল্ডারটি খুলবে।
    দ্রষ্টব্যঃ আপনি যদি Firefox চালু বা ব্যবহার করতে না পারেন তবে Finding your profile without opening Firefox দেখুন।

  2. প্রোফাইল ফোল্ডারের ভেতর থাকা extensions ফোল্ডারটি খুলুন। extensions ফোল্ডারটির ভেতর আপনার ইন্সটল করা প্রতিটি extension আর theme-এর জন্য ফোল্ডার বা XPI ফাইল রয়েছে।
  3. যে extensionটি আনইন্সটল করতে চান সেটির সাথে কোন্ ফোল্ডার বা XPI ফাইল জড়িত তা বোঝার জন্য আবার Firefox-এর Troubleshooting Information-এ যান।
  4. যে extensionটি মুছতে চান Extensions বিভাগে সেটিকে খুঁজে বের করে তার ID স্তম্ভের স্ট্রিংটি খেয়াল করুন।
  5. মেনু New Fx Menuবাটনে ক্লিক করুন এবং তারপর ExitQuitClose 29 এ ক্লিক করুন।

    Firefox মেনুতে Fx57Menu ক্লিক করুন, তারপর Exit এ ক্লিক করুন। স্ক্রিনের উপর Firefox মেনুতে ক্লিক করুন, তারপর Quit Firefox এ ক্লিক করুন। Firefox মেনুতে Fx57Menu ক্লিক করুন, তারপর Quitক্লিক করুন।

  6. এই extension ID-র সাথে যে ফোল্ডার বা XPI ফাইল মেলে সেটি মুছে দিন।

Globally ইন্সটল করা extension

দুর্লভ হলেও কিছু ক্ষেত্রে Firefox-এর installation ফোল্ডারে কোন extension globally ইন্সটল করা থাকে। আরও জানতে এই Mozilla Developer Network নিবন্ধটি দেখুন। আর globally ইন্সটল করা extension মুছতে নিচের নির্দেশ অনুসরণ করুন:

  1. মেনু New Fx Menuবাটনে ক্লিক করুন এবং তারপর ExitQuitClose 29 এ ক্লিক করুন।

    Firefox মেনুতে Fx57Menu ক্লিক করুন, তারপর Exit এ ক্লিক করুন। স্ক্রিনের উপর Firefox মেনুতে ক্লিক করুন, তারপর Quit Firefox এ ক্লিক করুন। Firefox মেনুতে Fx57Menu ক্লিক করুন, তারপর Quitক্লিক করুন।

  2. Firefox-এর installation ফোল্ডারে যান।
  3. ফোল্ডারটির ভেতর browser/extensions ফোল্ডারে যান।
  4. ওপরে বর্ণিত পদ্ধতিতে ঠিক ফোল্ডার বা XPI ফাইল খুঁজে বের করে মুছে দিন।
  1. মেনু New Fx Menuবাটনে ক্লিক করুন এবং তারপর ExitQuitClose 29 এ ক্লিক করুন।

    Firefox মেনুতে Fx57Menu ক্লিক করুন, তারপর Exit এ ক্লিক করুন। স্ক্রিনের উপর Firefox মেনুতে ক্লিক করুন, তারপর Quit Firefox এ ক্লিক করুন। Firefox মেনুতে Fx57Menu ক্লিক করুন, তারপর Quitক্লিক করুন।

  2. Library/Application Support/Mozilla/-তে যান।
  3. Extensions/{ec8030f7-c20a-464f-9b0e-13a3a9e97384} ফোল্ডারটি খুলুন।
  4. ওপরে বর্ণিত পদ্ধতিতে ঠিক ফোল্ডার বা XPI ফাইল খুঁজে বের করে মুছে দিন।
  1. মেনু New Fx Menuবাটনে ক্লিক করুন এবং তারপর ExitQuitClose 29 এ ক্লিক করুন।

    Firefox মেনুতে Fx57Menu ক্লিক করুন, তারপর Exit এ ক্লিক করুন। স্ক্রিনের উপর Firefox মেনুতে ক্লিক করুন, তারপর Quit Firefox এ ক্লিক করুন। Firefox মেনুতে Fx57Menu ক্লিক করুন, তারপর Quitক্লিক করুন।

  2. নিচের ফোল্ডারগুলোতে যান:
    • /usr/lib/mozilla/extensions/{ec8030f7-c20a-464f-9b0e-13a3a9e97384}/
    • /usr/lib64/mozilla/extensions/{ec8030f7-c20a-464f-9b0e-13a3a9e97384}/
    • /usr/share/mozilla/extensions/{ec8030f7-c20a-464f-9b0e-13a3a9e97384}/
  3. ওপরে বর্ণিত পদ্ধতিতে ঠিক ফোল্ডার বা XPI ফাইল খুঁজে বের করে মুছে দিন।




Uninstalling add-ons (mozillaZine KB) থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে

এই প্রবন্ধটি কি সহায়তাকারী?

দয়া করে অপেক্ষা করুন...

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন