iPhone বা iPod টাচ দিয়ে Firefox ব্যবহার করছেন? সহজে ছোট পর্দায় ট্যাব দেখতে, Firefox-এর ট্যাব তালিকায় থাকা ট্যাবের আকার পরিবর্তন করার সুযোগ আছে।
সংকুচিত বা Compact Tabs
আপনি যদি স্ক্রল করতে সাচ্ছন্দ্যবোধ না করেন, তাহলে Firefox কে Compact Tabs এ সেট করুন, ফলে আপনি একসাথে অনেক ট্যাব দেখতে পারবেন।
পর্দার নিচের অংশে ট্যাব আইকন এ ক্লিক করুন
- মেনু প্যানেলে এ ক্লিক করুন।
- Use Compact Tabs এর পাশে থাকা সুইচে ট্যাপ করে সুবিধাটি চালু করুন। :
Regular view
বড় করে কিন্তু অল্প ট্যাব দেখতে চাইলে, Compact Tabs বন্ধ করুন:
পর্দার নিচের অংশে ট্যাব আইকন এ ক্লিক করুন
- মেনু প্যানেলে এ ক্লিক করুন।
- সুবিধাটি বন্ধ করতে Use Compact Tabs এর পাশের বাটনে ট্যাপ করুন: