Firefox for iOS
Firefox for iOS
শেষ আপডেট:
100% of users voted this helpful
Firefox আপনাকে একটি ডিফল্ট সার্চ ইঞ্জিন সেট করতে দেয়, এর দ্রুত অনুসন্ধান সুবিধা আপনার পূর্বনির্ধারিত সার্চ ইঞ্জিন পরিবর্তন করার সুবিধা দেয়।
আপনার কোন সার্চ ইঞ্জিন না লাগলে তা বন্ধ করে দিন, অথবা লাগলে আবার চালু করুন। কিভাবে করবেন তা নিচে বর্ণনা করা হল:
পর্দার নিচের অংশে ট্যাব আইকন এ ক্লিক করুন
- মেনু প্যানেলে এ ক্লিক করুন।
- Firefox Settings এ ট্যাপ করুন।
- সার্চ ইঞ্জিন বন্ধ করতে অথবা চালু করতে সার্চ ইঞ্জিনের পাশে থাকা সুইচ ট্যাপ করুন।
আপনি যখন অনুসন্ধান করবেন তখন সার্চ ইঞ্জিন পর্দার নীচের অংশে প্রদর্শিত হবে।
আপনি কোন সার্চ ইঞ্জিন পছন্দ না করলে, Firefox পূর্বনির্ধারিত সার্চ ইঞ্জিন ব্যবহার করে অনুসন্ধান করবে।