Firefox for Android
Firefox for Android
নির্মিত:
79% of users voted this helpful
ফায়ারফক্সের বৈশিষ্ট্য বৃদ্ধির জন্য চমৎকার কিছু অ্যাড-অন রয়েছে। কি করে অ্যান্ড্রয়েডের জন্য ফায়ারফক্সে অ্যাড-অন খুজে, ইন্সটল করে পরিচালনা করা যায় তা এই নিবন্ধনটি থেকে দেখুন।
এই নিবন্ধটি Firefox for Android এর সর্বশেষ সংস্করণের জন্য প্রযোজ্য। এই সুবিধাগুলো উপভোগ করার জন্য অনুগ্রহ করে Firefox for Android এর সর্বশেষ সংস্করণে হালনাগাদ করুন।
সূচীপত্র
অ্যাড-অন কিভাবে খুঁজে ইন্সটল করা যায়?
অ্যান্ড্রয়েডের জন্য অ্যাড-অন সমূহ খুব সহজে অ্যান্ড্রয়েডের জন্য ফায়ারফক্সের ভিতরে পাওয়া যায় :
- মেনু বাটনটিতে চাপ দিন। (হয় পর্দার একদম নিচের প্রান্তে আর নয়তোবা উপরের-ডান দিকের কোনায়)
- মেনু আইটেমে এ ট্যাপ করুন। (আপনাকে প্রথমে হয়তো স্পর্শ করতে হবে) ।
- মেনু আইটেমে এ ট্যাপ করুন।
- এ ট্যাপ করুন।
- আপনার কোন পছন্দের অ্যাড-অন থাকলে অনুসন্ধান বক্স থেকে তা খুঁজুন। অ্যাড-অনের সংগ্রহশালা থেকে আপনি নতুন অ্যাড-অন খুঁজে পাবেন।
- যে অ্যাড-অন টি ইনস্টল দিতে চান সেটি ট্যাপ করুন তারপর
- ইনস্টলেশনের নির্দেশাবলী পড়ুন। প্রয়োজন অনুসারে কোন কোন অ্যাড অন আপনাকে সঙ্গে সঙ্গে ব্রাউজার পুনরায় চালু করতে বলবে। আপনার নতুন অ্যাড-অন টি উপভোগ করুন!
আমি কি করে অ্যাড-অন হালনাগাদ করব, অপশন পরিবর্তন করব কিংবা মুছে ফেলবো?
অ্যাড-অন হালনাগাদ করা: যখন আপনি অ্যান্ড্রয়েডের জন্য ফায়ারফক্সকে হালনাগাদ করবেন তখন আপনার সকল অ্যাড-অন সমূহ ফায়ারফক্সের সেই সংস্করনের জন্য স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ হয়ে যাবে। তবে এই ক্ষেত্রে অ্যাড-অন সমূহের নতুন সংস্করণ সহজলভ্য থাকতে হবে।
অ্যাড-অন সমূহ সাময়িক ভাবে অকার্যকর করা কিংবা সম্পূর্ণরূপে মুছে ফেলা
- মেনু বাটনে ট্যাপ করে অ্যাড-অন স্ক্রিনে চলে যান, তারপর (আপনাকে প্রথমে হয়তো স্পর্শ করতে হবে) , এবং সবশেষে ।
- , এবং আনতে ইনস্টল করা একটি অ্যাড-অন ট্যাপ করুন।
- আপনার অ্যাড-অন কনফিগার করার জন্য এ ট্যাপ করুন, সাময়িক ভাবে অকার্যকর করার জন্য বোতামে ট্যাপ করুন কিংবা অ্যাড-অন টা মুছে ফেলার জন্য তে ট্যাপ করুন।
- যদি চাওয়া হয় তবে আপনার ব্রাউজারটি পুনরায় চালু করুন।