Firefox এখন আর Mac OS X 10.4 অথবা PowerPC প্রসেসরে কাজ করে না

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

দ্রষ্টব্য: এই নিবন্ধটি কেবল মাত্র Mac OS X এর জন্য প্রযোজ্য।

Firefox 3.6.28, Firefox এর শেষ সংস্করণ যেটি PowerPC প্রসেসরের Mac OS X 10.4 (Tiger) অথবা Mac OS X 10.5 (Leopard) চালিত কম্পিউটারে চলত। আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার জন্য আমরা আপনাকে পরামর্শ দেব, যদি সম্ভব হয় তাহলে নূন্যতম OS X Yosemite (10.10) চালাতে পারে এমন একটি কম্পিউটার ব্যবহার করার জন্য। অনলাইনে নিরাপদ থাকার জন্য আপনার হাতে কি কি উপায় আছে তা এই নিবন্ধে আলোচনা করা হয়েছে।

আপনার কম্পিউটারটি যদি Intel প্রসেসরের ও Mac OS X 10.5 চালিত হয়, তাহলে এই নিবন্ধটি দেখুন:

উপায় ১: একটি নতুন কম্পিউটার নেওয়া

Apple ২০০৭ সালে Mac OS X 10.4 (Tiger) এবং ২০০৯ সালে Mac OS X 10.5 (Leopard) এর জন্য সব ধরনের সহায়তা বন্ধ করে দিয়েছে। প্রায় সব সফটওয়্যার নির্মাতারাও পুরাতন সিস্টেমের জন্য সহায়তা বন্ধ করে দিয়েছে এবং দিচ্ছে। আপনার জন্য সব থেকে ভালো হবে OS X - Yosemite (10.10) এর সর্বশেষ সংস্করণ চালিত কোন কম্পিউটার কেনা। এটিই সব থেকে নিরাপদ উপায় এবং এতে আপনি সর্বশেষ ও সর্বোত্তম Firefox চালাতে পারবেন।

উপায় ২: পুরাতন Mac এ Firefox 3.6.28 চালানো

আপনি যদি নতুন কম্পিউটারে যেতে না পারেন, তাহলে PowerPC প্রসেসরের Mac OS X 10.4 অথবা Mac OS X 10.5 চালিত কম্পিউটারে Firefox 3.6.28 চালান। এরা একসাথে কাজ চালিয়ে নেবে। যদিও আপনি স্টাবিলিটি ও নিরাপত্তা সম্পর্কিত আর কোন আপডেট পাবেন না। পরবর্তী রিলিজ গুলোতে যে নিরাপত্তা দুর্বলতাগুলো ঠিক করা হয়েছে সেগুলো তালিকা Security Advisories for Firefox তে পাবেন।

সতর্কতা: Mac OS X 10.4 অথবা Mac OS X 10.5 ব্যবহার চালিয়ে যাওয়া Apple সমর্থিত নয় এবং এর ফলে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।

Firefox 3.6.28 পুনরায় ইনস্টল করার প্রয়োজন পড়লে আপনি এই লিঙ্ক থেকে এটি ডাউনলোড করে নিতে পারবেন:

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন