নির্মিত:
50% of users voted this helpful
শেখা শুরু করার একটা সহজ উপায় হচ্ছে Thimble হোমপেজ থেকে চলমান কোন প্রজেক্ট নিয়ে কাজ করা।
একটি চলমান প্রজেক্ট এ Remix বাটনে চাপ দিন। আপনি বিভিন্ন প্যান দেখতে পারবেন:
- বাম পাশের প্যানে প্রজেক্টের অন্তর্ভূক্ত ফাইল দেখতে পারবেন। উদাহরনস্বরূপ, আপনি HTML এর জন্য একটা ফাইল দেখতে পারবেন, CSS এর জন্য একটা এবং আরেকটা Javascript এর জন্য। আপনি যদি যেকোন একটাতে ক্লিক করেন তাহলে বাকি দুটাতেও পরিবর্তন আসবে।
- যে ফাইলটি নির্বাচিত করা হয়েছে তার কোড মাঝখানের প্যানের দেখাবে।
- পৃষ্ঠাটি ওয়েব ব্রাউজারে বা মোবাইলে কেমন লাগবে দেখতে তা ডানপাশের প্যানে দেখা যাবে।
ডান পাশের প্যানে টুগল করে প্রারম্ভকারীর প্রতিটি বানানো প্রজেক্টের টিউটোরিয়াল দেখা যাবে। একটা প্রজেক্ট রিমিক্সের ধাপে ধাপে নির্দেশনা দেখার জন্য প্রিভিউ প্যানের উপরে ধূসর বারে “Tutorial” লেখা শব্দটিতে ক্লিক করতে হবে।
ভুলে যাবেন না আপনি Thimble এ তৈরি করা যে কোন কিছু রিমিক্স করতে পারবেন, তাই আপনি যদি অন্যের বানানো কোন কিছু আবার বানাতে চান তাহলে Remix বাটনে চাপ দিন এবং দেখুন তারা কিভাবে কাজ করছে।