Firefox OS এর সর্বশেষ সংস্করণ ও অ্যাপ্লিকেশনের হালানাগাদ পেতে আপনি কি আগ্রহী? আপনার ডিভাইসটি যেন স্বয়ংক্রিয়ভাবে প্রতিদিন কিংবা প্রত্যেক সপ্তাহে হালনাগাদ খোঁজে তা আগে থেকেই নির্ধারন করে দেওয়া হয়েছে। কিন্তু তবুও আপনি যে কোন সময় হালনাগাদ খুঁজতে পারবেন। কিভাবে খুঁজবেন তা নিচে দেওয়া হলঃ
নোটঃ আপনার ডিভাইসের প্রস্তুতকারক এবং আপনার ডিভাইসের সেবাদাতা উভয়েই আপনার ফায়ারফক্স ওএস এর সিস্টেম আপডেট দেওয়ার জন্য দায়বদ্ধ।
- আপনার ডিভাইসের Settings অ্যাপে ট্যাপ করুন।
- নিচের দিকে থাকা Device অংশে যান এবং নির্বাচন করুন।
- Device information স্ক্রিনের কোন হালনাগাদ না থাকলে এই বাটনটি ধূসর হয়ে থাকবে।
- হালনাগাদ পাওয়া গেলে কিছুক্ষণের মধ্যেই স্ক্রিনের উপরের নোটিফিকেশন বারে একটি নোটিফিকেশন পাবেন। ডাউনলোড ও ইনস্টল শুরু করতে নোটিফিকেশনটির উপর ট্যাপ করুন।