Do Not Track সুবিধাটি চালু করার পদ্ধতি

Firefox Firefox শেষ আপডেট: 100% of users voted this helpful

Firefox আপনাকে ওয়েবসাইট কে বলতে দেয় যে আপনি তাদেরকে আপনার ব্রাউজিং আচরণ ট্র্যাক করতে দিতে চান না। এই আর্টিকেলে ট্র্যাকিং কি এবং "DO Not Track" ফিচার কীভাবে অন করতে হয় তা বর্ণনা করা হয়েছে।

ট্র্যাকিং

বেশির ভাগ ওয়েবসাইট তাদের পরিদর্শককে ট্র্যাক বা অনুসরণ করে এবং এই সকল তথ্য অন্য প্রতিষ্ঠানের কাছে বিক্রি অথবা প্রদান করে। এই তথ্যটি বিজ্ঞাপন, পণ্য অথবা সেবা যা আপানকে লক্ষ্য করে বানানো হয়েছে তা দেখাতে ব্যবহার করা হতে পারে। Firefox এ Do-not-track নামক একটি সুবিধা আছে যা আপনি যত ওয়েব সাইট পরিদর্শন করবেন, তাদের বিজ্ঞাপনদাতা, এবং অন্যান্য বিষয় সরবারহকারীদের বলে যে আপনি চান না আপনার ব্রাউজিং আচরন ট্র্যাক করা হোক।

এই সেটিংটি মান্য করা ঐচ্ছিক - সকল ওয়েবসাইট এটি মানতে বাধ্য না। যে সকল ওয়েবসাইট এই সেটিংস মান্য করে তারা অবশ্যই স্বয়ংক্রিয়ভাবে আপনার ব্রাউজিং আচরন ট্রাক করা বন্ধ করে দিবে। এই সুবিধাটি চালু করলে আপনার ওয়েব সাইট লগিন এ কোন সমস্যা হবে না অথবা আপনার ব্যক্তিগত ব্রাউজিং বন্ধ হবে না, যেমন শপিং কার্টের কন্টেন্ট, লোকেশনের তথ্য অথবা লগিন তথ্য।

দ্রষ্টব্যঃ Do Not Track সেবা চালু থাকলে আপনি ওয়েব সাইটে তুলনামূলক কম বিজ্ঞাপন দেখতে পাবেন।

ব্যক্তিগত ব্রাউজিং ছাড়া অন্য সব ক্ষেত্রে Do Not Track ফিচারটি বন্ধ হয়ে যাবে। ব্যাক্তিগত ব্রাউজিং এর ক্ষেত্রে সবসময় চালু থাকবে। সর্বদা Do Not Track ব্যবহার করতে:

  1. "OptionsPreferences" টেম্পলেটটি হয় উপলব্ধ নয় না হয় কোনো অনুমোদিত সংস্করণ নেই।
  2. Privacy পছন্দ করুন।
  3. manage your Do Not Track settings এ ক্লিক করুন।
  4. Always apply Do Not Track এ ক্লিক করুন।
    Fx49Privacy-DoNotTrack
  5. OK তে ক্লিক করুন।
  6. "CloseOptionsPreferences" টেম্পলেটটি হয় উপলব্ধ নয় না হয় কোনো অনুমোদিত সংস্করণ নেই।
  1. "OptionsPreferences" টেম্পলেটটি হয় উপলব্ধ নয় না হয় কোনো অনুমোদিত সংস্করণ নেই।
  2. Privacy & Security পছন্দ করুন।
  3. Tracking Protection সেকশন খুঁজুন।
    Fx56Privacy&Security-DoNotTrackFx57DoNotTrackFx61TrackingProtection-DoNotTrack
  4. Send websites a "Do Not Track" signal that you don't want to be tracked নিচে Always সেটিংসটি পছন্দ করুন।
  5. "CloseOptionsPreferences" টেম্পলেটটি হয় উপলব্ধ নয় না হয় কোনো অনুমোদিত সংস্করণ নেই।
  1. "OptionsPreferences" টেম্পলেটটি হয় উপলব্ধ নয় না হয় কোনো অনুমোদিত সংস্করণ নেই।
  2. Privacy & Security পেনেলটি পছন্দ করুন।
    Fx63ContentBlocking-DoNotTrack
  3. Content BlockingSend websites a "Do Not Track" signal that you don't want to be tracked সেকসনের নিচের Always পছন্দ করুন।
  4. "CloseOptionsPreferences" টেম্পলেটটি হয় উপলব্ধ নয় না হয় কোনো অনুমোদিত সংস্করণ নেই।

এই প্রবন্ধটি কি সহায়তাকারী?

দয়া করে অপেক্ষা করুন...

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন