কিভাবে অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করবেন

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

Marketplace হল একটি স্টোর যেখানে আপনার ফায়ারফক্স ওএস এর জন্য তৈরী করা নানা ধরনের অ্যাপ রয়েছে। কিভাবে আপনার প্রয়োজনীয় অ্যাপ আপনি খুঁজে পাবেন এবং সেগুলোকে কিভাবে ইন্সটল করবেন তা এই নিবন্ধে বর্ণনা করা হয়েছে।

বিখ্যাত অ্যাপ খুঁজুন

আপনি যখন Marketplace খুলবেন তখন আপনি বিখ্যাত অ্যাপ এবং প্রচলিত অ্যাপের একটি তালিকা দেখতে পারবেন।

Marketplace Home
  • শীর্ষ জুড়ে লিঙ্ক আপনাকে নতুনত্ব, জনপ্রিয়তা, বা বিভাগ দ্বারা অ্যাপ্লিকেশান ব্রাউজ করতে সহায়তা করবে.
  • অবশ্যই, প্রত্যেকটি মার্কেটপ্লেস স্ক্রিনেই একটি অনুসন্ধান বাক্স রয়েছে যাতে করে আপনি অতি সহজেই আপনার পছন্দের অ্যাপটি খুঁজতে পারেন।
    new marketplace search
  • ব্রাউজ করার সময়, কোন অ্যাপ এর বিস্তারিত যেমন অ্যাপটির স্ক্রিনশট, বিস্তারিত বিবরণ ও ব্যাবহারকারীদের মূল্যায়ন দেখতে হলে সেই অ্যাপটির উপর ট্যাপ করুন।।
    App details

একটি অ্যাপ ইন্সটল করুন

অতি দ্রুত ও অতি সহজেই একটি অ্যাপ ইন্সটল করা সম্ভব

  1. আপনি যদি কোন অ্যাপ খুঁজে পেয়ে থাকেন যেটি আপনি ইন্সটল করতে চান, তাহলে নীল রঙের বাটনটিতে ক্লিক করুন। যদি অ্যাপটি বিনামূল্যের হয়ে থাকে, তাহলে সেই বাটনটিতে "Free" লেখা থাকবে। যদি অ্যাপটি অর্থ দিয়ে কিনতে হয় তাহলে সেই অ্যাপটির দাম নীল বাটনটিতে লেখা থাকবে।
    Free and paid apps
    দ্রষ্টব্য: একটি অ্যাপ কেনার উপায় সাধারণত দেশ এবং সেবাদাতা প্রতিষ্ঠানের উপর নির্ভর করে থাকে। শুধুমাত্র স্ক্রিনে থাকা সহজ নির্দেশাবলী অনুসরণ করুন।
  2. আপনি যদি অ্যাপটি ইন্সটল করতে চান তাহলে Install বাটনে ট্যাপ করে তা নিশ্চিত করুন।
    • আপনার অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে এবং হোম স্ক্রিনে একটি নতুন আইকন দেখা যাবে।
      Twitter installed

Marketplace এবং Adaptive Search এর মধ্যে পার্থক্য কি?

Marketplace এবং Adaptive Search উভয়ই অ্যাপ ডাউনলোড এর ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা প্রদান করে। Marketplace হল একটি স্টোর যেখানে আপনার ফায়ারফক্স ওএস এর জন্য তৈরী করা নানা ধরনের অ্যাপ রয়েছে। অপরদিকে Adaptive Search মোবাইলের ওয়েবসাইট খুঁজে বের করে যেগুলো অ্যাপ এর মত ইন্সটল ও ব্যাবহার করা যায়।

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন