Firefox
Firefox
শেষ আপডেট:
92% of users voted this helpful
"পূর্ণ স্ক্রীণ" সুবিধাটি ব্যাবহারের মাধ্যমে ফায়ারফক্স আপনার পূর্ণ স্ক্রিন ভড়ে খুলতে পারে। নেট বুক এর ছোটো স্ক্রীন এর জন্য এটি উত্তম, আপনার HD TV এর পূর্ণ ব্যাবহার অথবা আপনি এটাকে ব্যাবহার করতে চান! এই নিবন্ধ আপনাকে সব কিছুর ধারনা দিবে।
ফুল স্ক্রীন চালু করা
যত বড় তত ভালো! আপনার পুরো স্ক্রীন জুড়ে ফায়ারফক্স ব্যবহার করুন।
- বাটনে ক্লিক করুন।
- এ ক্লিক করুন।
যদি মেনুবার দেখায় (Windows XP তে ডিফল্টভাবে দেখায়),
ক্লিক করুন এবং তারপর এ ক্লিক করুন।- মেনুবারে এর উপর ক্লিক করুন।
- মেনুতে থাকা এর উপর ক্লিক করুন।
- ফায়ারফক্স উইন্ডোর উপরে ডান দিকে ফুল স্ক্রীন আইকনে ক্লিক করুন।
টুলবারের ডানদেকে থাকা "new FX menu" ছবি বিদ্যমান নয়। মেনু বাটনটির উপর ক্লিক করুন এবং
নির্বাচন করুন।ফুল স্ক্রীন বন্ধ করা
আমি আমার আগের সেটিংসে ফিরে যেতে চাই! ফায়ারফক্সকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনুন
- মাউস পয়েন্টারকে স্ক্রীনের উপরের দিকে নিয়ে যান।
- ফুলস্ক্রীন আইকনে ক্লিক করুন।
- মাউস পয়েন্টার স্ক্রীনের উপরের দিকে নিয়ে যান।
- ট্যাবের লাইনের যেকোনো খালি জায়গায় রাইট-ক্লিক করুন।
- ক্লিক করুন।
- টুলবারটিকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসার জন্য মাউসের পয়েন্টারটিকে স্ক্রীনের উপরের দিকে নিয়ে যান।
- টুলবারের দান দিকে থাকা "new FX menu" ছবি বিদ্যমান নয়। বাটনটি ক্লিক করুন এবং নির্বাচন করুন।
- টুলবারের দান দিকে থাকা "new FX menu" ছবি বিদ্যমান নয়। বাটনটি ক্লিক করুন এবং নির্বাচন করুন।
কিবোর্ড শর্টকাট
যাদের স্মৃতিশক্তি ভাল, কিবোর্ডের সাহায্যে ফুলস্ক্রীন ব্যবহার করতে পারেন।
- ফুলস্ক্রীন চালু করতেঃ কীবোর্ড এর F11 কী চাপুন। লক্ষ্য করুনঃ যেসব কম্পিউটারে সংক্ষিপ্ত ধরনের (compact) কীবোর্ড থাকে, যেমন- নেটবুক বা ল্যাপটপ এর ক্ষেত্রে fn + F11 ব্যাবহার করতে হতে পারে।
- ফুলস্ক্রীন চালু করতেঃ command + Shift + F