কীভাবে নতুন ফায়ারফক্সকে পুরাতন ফায়ারফক্সের মত চেহারা দেয়া যায়

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

ফায়ারফক্সের অনেকগুলো চমৎকার বৈশিষ্টের মধ্যে একটি হল এটিকে নানাভাবে কাস্টোমাইজ করা যায় ।আদতে , আপনি চাইলে এটিকে পুরাতন ফায়ারফক্সের মতও করতে পারবেন । আপনি কি অ্যাড-অন বার , নিচে থাকা আইকন অথবা ট্যাবগুলোকে মিস করছেন ? কোন সমস্যা নেই । আমরা আপনাকে বলে দিবো , কীভাবে সেগুলোকে ফিরিয়ে আনতে হবে ।

নোট: এটি আপনার সর্বশেষ সংস্করণের ফায়ারফক্স Release এর জন্য প্রযোজ্য যা mozilla.org/firefox থেকে ডাউনলোড করা যাবে।

ক্লাসিক থিম রিস্টোরার অ্যাড-অনটি ইনস্টল করুন

দ্রষ্টব্য: মোজিলা , এই অ্যাড-অন বারটির ব্যবস্থাপনা করে না ।

  1. ক্লাসিক থিম রিস্টোরার অ্যাড-অন পেইজ এ যান ।
  2. ইনস্টল করার জন্য সবুজ রঙের Add to Firefox বাটনে ক্লিক করুন ।
  1. ফায়ারফক্স অ্যাড-অনটি ডাউনলোড করবে এবং আপনি এটিকে ইন্সটল করতে চান কি না তা নিশ্চিত করতে বলবে ।
  2. ইনস্টলেশন শেষ করতে Restart Now ক্লিক করুন । আপনার ট্যাবসমূহ সংরক্ষিত থাকবে এবং রিস্টার্টের পরে আবার ট্যাবগুলো ফিরে আসবে ।

ডিফল্ট ভাবে , উপরের বাম দিকের কোণায় আপনি কমলা রঙের ফায়ারফক্স মেনু এবং চারকোণা ট্যাব ফিরে পাবেন।

কাস্টোমাইজ স্ক্রিন ব্যবহার করুন বিভিন্ন জিনিস ড্র্যাগ করতে , অতিরিক্ত টুলবার যোগ করা এবং ছোট আইকন ব্যবহার করতে

ক্লাসিক থিম রিস্টোরার আপনাকে কাস্টোমাইজ স্ক্রিনে অনেক বেশি অপশন দেয় ।

  1. মেনু বাটন "new fx menu" ছবি বিদ্যমান নয়। এ ক্লিক করুন এবং Customize নির্বাচন করুন।
    মেনু চালু করতে ট্যাব স্ট্রিপের উপর রাইট ক্লিক করুন এবং Customize নির্বাচন করুন
    • একটি বিশেষ ট্যাব চালু হবে যা আপনাকে মেনু এবং টুলবারের ভেতরে এবং বাইরে বিভিন্ন আইটেম ড্র্যাগ এবং ড্রপ করতে দিবে ।
      CTR Options
      • বাটন: ক্লাসিক ছোট টুলবার বাটন পেতে চাইলে "small" নির্বাচন করুন ।
      • Show/Hide Toolbars: এখান থেকে আপনি চাইলে অ্যাড-অন বারকে আবার সক্রিয় করতে পারেন অথবা একটি খালি টুলবার যোগ করতে পারেন যেটিকে আপনি পরে কাস্টোমাইজ করতে পারবেন।
      • মোড: টুলবার বাটনের নিচে টেক্সট লেবেল হিসাবে দেখাবে না কি শুধু টেক্সট বাটন (আইকন ছাড়া) থাকবে , তা আপনি এখানে নির্বাচন করতে পারবেন ।
      • কাস্টোমাইজ মোড অনেক বেশি শক্তিশালি । আপনি চাইলে মেনু অথবা অ্যাড্রেস বারের জায়গা পরিবর্তন করাতে পারেন এমনকি মুছে ও ফেলতে পারেন ।
    আপনি যদি মেনু বাটন অথবা মেনু বারটি দেখতে না পারেন ,মেনু বের করতে ট্যাব স্ট্রিপে রাইট ক্লিক করুন এবং Customize নির্বাচন করুন ।
  2. আপনার কাজ হয়ে গেলে , সবুজ রঙের Exit Customize বাটনটি ক্লিক করুন ।

ফায়ারফক্সকে আরো কীভাবে কাস্টোমাইজ করা যায় , তা জানতে ফায়ারফক্স কন্ট্রোল, বাটন এবং টুলবার কাস্টমাইজ করুন দেখুন ।

নিচে থাকা ট্যাব এবং অন্যান্য অপশন রিস্টোর করুন

ক্লাসিক থিম রিস্টোরারের সেটিংস প্যানেল ওপেন করুন ।

  1. মেনু বাটনে Fx57menuNew Fx Menu ক্লিক করুন এবং Add-onsFx57Addons-icon Add-ons পছন্দ করুন। অ্যাড-অন ব্যবস্থাপনা ট্যাব খুলবে।

  2. অ্যাড-অন ম্যানেজার ট্যাবে Extensions প্যানেলটি নির্বাচন করুন।
  3. {noteআপনি যদি মেনু বাটন অথবা মেনু বারটি দেখতে না পারেন ,অ্যাড্রেস বারে about:addons টাইপ করুন । </div>
  4. ক্লাসিক থিম রিস্টোরার লেখাটি খুজে বের করুন এবং এটির পরেরOptions বাটন্টিতে ক্লিক করুন ।
  5. ক্লাসিক থিম রিস্টোরের অপশন উইন্ডোতে , আপনি প্রথম (প্রধান) ট্যাবে থাকা Tabs not on top নির্বাচন করতে পারেন ।
    Tabs on top option
  6. আপনার কাজ হয়ে গেলে , উইন্ডোটি বন্ধ করতে এবং আপনার পরিবর্তন সংরক্ষণ করতে OK ক্লিক করুন।আপনার কাজ হয়ে গেলে, আপনার পরিবর্তন সংরক্ষণ করতে উইন্ডোটি বন্ধ করুন।

আপনার কি সাহায্য প্রয়োজন?

  • এই অ্যাড-অনটির জন্য সাহায্য পেতে এখানে ফোরাম যেতে পারেন ।

 

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন