Firefox OS এ Do not track সুবিধাটি কিভাবে চালু করবেন

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

বেশির ভাগ ওয়েবসাইট তাদের পরিদর্শককে ট্র্যাক বা অনুসরণ করে এবং এই সকল তথ্য অন্য প্রতিষ্ঠানের কাছে বিক্রি অথবা প্রদান করে। এই তথ্যটি বিজ্ঞাপন, পণ্য অথবা সেবা যা আপানকে লক্ষ্য করে বানানো হয়েছে তা দেখাতে ব্যবহার করা হতে পারে। Firefox এ Do-not-track নামক একটি সুবিধা আছে যা আপনি যত ওয়েব সাইট পরিদর্শন করবেন, তাদের বিজ্ঞাপনদাতা, এবং অন্যান্য বিষয় সরবারহকারীদের বলে যে আপনি চান না আপনার ব্রাউজিং আচরন ট্র্যাক করা হোক।

এই সেটিংটি মান্য করা ঐচ্ছিক - সকল ওয়েবসাইট এটি মানতে বাধ্য না। যে সকল ওয়েবসাইট এই সেটিংস মান্য করে তারা অবশ্যই স্বয়ংক্রিয়ভাবে আপনার ব্রাউজিং আচরন ট্রাক করা বন্ধ করে দিবে। এই সুবিধাটি চালু করলে আপনার ওয়েব সাইট লগিন এ কোন সমস্যা হবে না অথবা আপনার ব্যক্তিগত ব্রাউজিং বন্ধ হবে না, যেমন শপিং কার্টের কন্টেন্ট, লোকেশনের তথ্য অথবা লগিন তথ্য।

দ্রষ্টব্যঃ Do Not Track সেবা চালু থাকলে আপনি ওয়েব সাইটে তুলনামূলক কম বিজ্ঞাপন দেখতে পাবেন।

Do not track সুবিধাটি কিভাবে চালু করব?

Do not track সুবিধাটি পূর্বনির্ধারিত ভাবে বন্ধ থাকে। এটা কে চালু করার জন্য:

  1. স্ক্রল করুন এবং Settings অ্যাপ্লিকেশানটি খুঁজুন Settings 1.3Settings 1.4Settings- 2.0 (small)
  2. Privacy & Security বিভাগের ভেতর Do Not Track মেনুটি খুঁজে বের করুন এবং ট্যাপ করুন।
    DNTFirefoxOS
    track category
  3. Do Not Track অপশনের পরের বৃত্ত টি ট্যাপ করুন। ওয়েবসাইট ও এপগুলোকে আদেশ দিন যে আপনি ট্র্যাক হতে চান না।
    DNTFirefoxOSOn
    track select

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন