বেশির ভাগ ওয়েবসাইট তাদের পরিদর্শককে ট্র্যাক বা অনুসরণ করে এবং এই সকল তথ্য অন্য প্রতিষ্ঠানের কাছে বিক্রি অথবা প্রদান করে। এই তথ্যটি বিজ্ঞাপন, পণ্য অথবা সেবা যা আপানকে লক্ষ্য করে বানানো হয়েছে তা দেখাতে ব্যবহার করা হতে পারে। Firefox এ Do-not-track নামক একটি সুবিধা আছে যা আপনি যত ওয়েব সাইট পরিদর্শন করবেন, তাদের বিজ্ঞাপনদাতা, এবং অন্যান্য বিষয় সরবারহকারীদের বলে যে আপনি চান না আপনার ব্রাউজিং আচরন ট্র্যাক করা হোক।
এই সেটিংটি মান্য করা ঐচ্ছিক - সকল ওয়েবসাইট এটি মানতে বাধ্য না। যে সকল ওয়েবসাইট এই সেটিংস মান্য করে তারা অবশ্যই স্বয়ংক্রিয়ভাবে আপনার ব্রাউজিং আচরন ট্রাক করা বন্ধ করে দিবে। এই সুবিধাটি চালু করলে আপনার ওয়েব সাইট লগিন এ কোন সমস্যা হবে না অথবা আপনার ব্যক্তিগত ব্রাউজিং বন্ধ হবে না, যেমন শপিং কার্টের কন্টেন্ট, লোকেশনের তথ্য অথবা লগিন তথ্য।
Do not track সুবিধাটি কিভাবে চালু করব?
Do not track সুবিধাটি পূর্বনির্ধারিত ভাবে বন্ধ থাকে। এটা কে চালু করার জন্য:
- স্ক্রল করুন এবং Settings অ্যাপ্লিকেশানটি খুঁজুন ।
- Do Not Track অপশনের পরের বৃত্ত টি ট্যাপ করুন। ওয়েবসাইট ও এপগুলোকে আদেশ দিন যে আপনি ট্র্যাক হতে চান না।