Firefox
Firefox
শেষ আপডেট:
94% of users voted this helpful
ফায়ারফক্সে আপনি খুব সহজেই গুগল ক্রোমের সকল বুকমার্ক ও অন্যন্যা ডাটা নিয়ে আসতে পারবেন। ফায়ারফক্স আপনাকে এই সুবিধাটি দেয়। সে সম্পর্কে এই নিবন্ধটি থেকে আপনি ধাপে ধাপে নির্দেশাবলী পেয়ে যাবেন।
এখানে লাইব্রেরি বাটনে ক্লিক করুন, তারপর ক্লিক করুন। স্ক্রল করে নিচে যান এবং ক্লিক করুন। বুকমার্ক বাটনে ক্লিক করুন এবং লাইব্রেরী উইন্ডো ওপেন করতে সিলেক্ট করুন।
- লাইব্রেরি উইন্ডোর টুলবার থেকে ক্লিক করুন
- দ্রষ্টব্য: আপনি যদি ব্যক্তিগত ব্রাউজিং মোডে থেকে থাকেন তাহলে Private Browsing মেন্যুটি বন্ধ করে দিয়ে আবার চেষ্টা করুন।মেন্যুটি কাজ করবে না ( ধূসর রঙ হয়ে থাকবে) । সেই ক্ষেত্রে
এবং নির্বাচিত করুন
- সকল বুকমার্ক নিয়ে আসার জন্য যে উইজার্ড উইন্ডোটি খোলা আছে সেখানে Chrome সিলেক্ট করুন তারপর ক্লিক করুন
- আপনি কোন সেটিংস এবং তথ্য নিয়ে আসতে পারবেন তার একটি তালিকা ফায়ারফক্স আপনাকে দেখাবে। যা আপনি নিয়ে আসতে চান সেগুলি নির্বাচিত করুন , তারপর ক্লিক করুন
- কুকি: কুকি হল ছোট্ট সাইজের তথ্য সমূহ যা কিছু ওয়েবসাইট আপনার কম্পিউটারে সংরক্ষণ করে থাকে। সংরক্ষন করার মূল উদ্দেশ্য ওয়েবসাইটটিতে আপনাকে লগ ইন করে রাখা, কোন অপশন বহাল রাখা কিংবা অন্য যে কোন কাজের জন্য।
- ব্রাউজিং ইতিহাস: ব্রাউজিং ইতিহাস হল আপনি কোন কোন ওয়েবসাইট পরিদর্শন করেছেন তার সংরক্ষিত তালিকা।
- বুকমার্ক: বুকমার্ক হল যে ওয়েবপেজ গুলো আপনি আপনার কম্পিউটার এ সংরক্ষণ করেছেন।
.
- ক্লিক করুন
- যেহেতু পূর্বনির্ধারিত ভাবে ক্রোম তার সংরক্ষিত সকল বুকমার্ক, বুকমার্ক টুলবারে রাখে। সেজন্য আপনি যেসকল বুকমার্ক ক্রোম থেকে নিয়ে এসেছেন সেগুলি ফায়ারফক্সের Bookmarks Toolbar এ From Google Chrome নামের ফোল্ডারের মধ্যে পাবেন । ফায়ারফক্সের বুকমার্ক ব্যবহারের আরো তথ্যের জন্য এই নিবন্ধনটি দেখতে পারেন আপনার পছন্দের ওয়েবসাইট সংরক্ষন করে রাখতে ও ব্যবহারের জন্যে বুকমার্ক এর ব্যবহার
। যা আপনি নির্বাচিত করেছিলেন সেগুলো চলে এসেছে।
- যেহেতু পূর্বনির্ধারিত ভাবে ক্রোম তার সংরক্ষিত সকল বুকমার্ক, বুকমার্ক টুলবারে রাখে। সেজন্য আপনি যেসকল বুকমার্ক ক্রোম থেকে নিয়ে এসেছেন সেগুলি ফায়ারফক্সের Bookmarks Toolbar এ From Google Chrome নামের ফোল্ডারের মধ্যে পাবেন । ফায়ারফক্সের বুকমার্ক ব্যবহারের আরো তথ্যের জন্য এই নিবন্ধনটি দেখতে পারেন আপনার পছন্দের ওয়েবসাইট সংরক্ষন করে রাখতে ও ব্যবহারের জন্যে বুকমার্ক এর ব্যবহার