পূর্ববর্তী সেশন পুনরূদ্ধার করুন - যখন ফায়ারফক্স Firefox সাম্প্রতিক সময়ে ব্যবহার করা ট্যাবগুলো এবং উইন্ডোগুলো দেখাচ্ছে

Firefox Firefox শেষ আপডেট: 63% of users voted this helpful

সর্বেশষ বার ব্যবহারের সময় কিংবা অনিচ্ছাকৃত ভাবে Firefox বন্ধ করে দেবার সময় যে সকল ট্যাব এবং উইন্ডো খোলা ছিল, Firefox সেসকল উইন্ডো এবং ট্যাব পুনরায় স্থাপন করতে পারে। কোন পরিস্থিতিতে এমনটি ঘটতে পারে আর আপনি কি করে তা কনফিগার করবেন সে সমন্ধে এই নিবন্ধনটিতে বলা হয়েছে।

দ্রষ্টব্যঃ Firefox বন্ধ করার সময় আপনি যে সকল সাইটে লগ-ইন করা অবস্থায় ছিলেন, সেশন পুনরায় স্থাপন ব্যবস্থাটি আপনাকে সে সকল সাইটে লগ-ইন করা অবস্থায় রাখতে পারে। আরো তথ্যের জন্য, এই প্রাইভেসি ইস্যুনিবন্ধনটি দেখুন।

কখন সেশন পুনরায় স্থাপন হয়

কখন আপনি পূর্বনির্ধারিত হোমপেজ থেকে পূর্ববর্তী সেশন পুনরায় স্থাপন অপশনটি নির্বাচিত করবেন

শেষবার Firefox বন্ধ করার সময় আপনার যে সকল ট্যাব আর উইন্ডো খোলা ছিল, সেগুলো ফিরে পেতে পূর্বনির্ধারিত হোমপেজে একটা Restore Previous Sessionবাটন আছে। সেই বাটনটিতে ক্লিক করুন।
Session Restore - Home - WinSession Restore - Home - MacSession Restore - Home - LinRestore1 29 - WinRestore1 29 - MacRestore1 29 - Lin

দ্রষ্টব্যঃ আপনি যদি পুর্বনির্ধারিত Firefox হোমপেজের পরিবর্তে অন্য কোন হোমপেজ দিয়ে থাকেন, আপনি পূর্বনির্ধারিত হোমপেজ পুনরায় স্থাপন করতে পারেন।

যখন সেশন পুনরুদ্ধার হয়

আপনি যখন History মেনু থেকে Restore Previous Session নির্বাচন করেন

আপনি যদি পূর্ব নির্ধারিত Firefox হোম পেজ ব্যবহার না করে থাকেন তাহলে কিভাবে পূর্ববর্তী সেশন থেকে কিভাবে ট্যাব এবং উইন্ডো পুনরুদ্ধার করা যায় তা এখানে বর্ণনা করা হয়েছে:

  • বাটন ক্লিক করুন, History মেনুতে যান এবং Restore Previous Session নির্বাচন করুন।,মেনু বারে, History মেনু ক্লিক করুন এবং Restore Previous Session নির্বাচন করুন। মেনু ক্লিক করুন Restore Previous Session মেনু নির্বাচন করুন।Restore Previous Session - Win2
  • আপনার টুলবারের ডান দিকে থাকা মেনু বাটন "new fx menu" ছবি বিদ্যমান নয়। এ ক্লিক করুন। History মেনুতে ক্লিক করে ড্রপ-ডাউন তালিকা বড় করুন এবং Restore Previous Session নির্বাচন করুন।
    Restore2 29 - WinRestore2 29 - MacRestore2 29 - Lin

অ্যাড-অন ইনস্টল করার পর

যখন কোন নতুন এক্সটেনশন এবং থিম ইনস্টল করা হয়, আপনাকে অবশ্যই Firefox পুনরায় চালু করে অ্যাড-অন সচল করতে হবে। পুনরায় চালু করতে, Restart Now বাটন ক্লিক করুন। Firefox পুনরায় চালু হবার সাথে সাথে সকল উইন্ডো এবং ট্যাব পুনরায় খুলবে এবং অ্যাড-অন ইনস্টল করা হবে।

Restore Previous Session - Win3Session1 29 - WinSession1 29 - MacSession1 29 - Lin

কোন সফটওয়্যার হালনাগাদ করার পর

কোন নতুন ডাউনলোডকৃত এপ্লিকেশন Firefox হালনাগাদ করতে, আপনাকে Firefox অবশ্যই পুনরায় চালু করতে হবে। পুনরায় চালু করতে, Restart to UpdateRestart Firefox to Update বাটন এ ক্লিক করুন।

Update Win2 Fx14Update Mac2Update Lin2Update Win2 Fx34

অ্যাড-অন নিষ্ক্রিয় করে ফায়ারফক্স পুনরায় চালু করে

আপনি যখন Firefox এর সমস্যার সমাধান করতে অ্যাড-অন নিষ্ক্রিয় করে Firefox পুনরায় চালু করবেন, আপনার ট্যাব এবং উইন্ডো পুনরায় খুলবে।

ক্রাশ করার পর

কোন অপ্রত্যাশিত কারনে যেমন ওয়েব সাইটে সমস্যা, সফটওয়্যারে ত্রুটি, দুর্ঘটনা বসত , Firefox অপ্রত্যাশিতভাবে বন্ধ হয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে, Firefox পুনরায় চালু হবার সময় আপনি যে সকল পেজ ব্রাউজ করছিলেন তা পুনরায় খুলবে। ক্রাশ করার পর যখন এটি আপনি প্রথমবার খুলবেন, Firefox নিজেই পূর্ববর্তী সেশন পুনরুদ্ধার করবে।

Firefox যদি আবার ক্রাশ করে (i.e. "এটিই আসলেই হতাশজনক"), সেশন পুনরুদ্ধার আবার Firefox চালু হবার সময় আসবে।

FxCrash-RestoreSession

  • আপনার পূর্ববর্তী সেশন পুনরুদ্ধার করতে, আপনি যেসকল উইন্ডো অথবা ট্যাব পুনরুদ্ধার করতে চান তা নির্বাচন করুন এবং Restore ক্লিক করুন।
  • উইন্ডো এবং ট্যাব পুনরায় খোলার সময় যদি Firefox আবার ত্রুটির সম্মুখীন হয়, তাহলে আপনি এগুলো পুনরায় না খুলে ফায়ারফক্স চালু করতে পারে। Start New Session ক্লিক করুন।

পূর্ববর্তী সময়ের উইন্ডো এবং ট্যাব দেখানোর জন্য ফায়ারফক্স কে নির্ধারন করে দিলে

Firefox চালু হবার সময় পূর্ববর্তী ট্যাব এবং উইন্ডো দেখাবে এটি আপনি নির্ধারন করে দিতে পারেন। আপনার Firefox এর স্টার্টআপ সেটিং পরিবর্তন করতে, নিচে, সেশন পুনরুদ্ধার কনফিগার করা দেখুন।

সেশন পুনরুদ্ধার কনফিগার করা

পূর্ব নির্ধারিতভাবে, Firefox যখন চালু হয়, একটি উইন্ডো খোলে, আপনার নির্দিষ্ট হোম পেজ খুলে। আপনি যদি চান, আপনি Firefox কে পূর্ববর্তী সকল উইন্ডো এবং ট্যাব খোলার জন্য কনফিগার করতে পারেন:

Session2 29 - WinSession2 29 - MacSession2 29 - Lin
  1. মেনু বাটনে New Fx MenuFx57Menu ক্লিক করে OptionsPreferences নির্বাচন করুন। .
  2. General প্যানেল নির্বাচন করুন।
  3. When Firefox starts ড্রপ-ডাউন তালিকা থেকে, Show my windows and tabs from last time নির্বাচন করুন।
  4. 'about:preferences পাতাটি বন্ধ করুন। যে কোন পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে। .

গোপনীয়তার সমস্যা

আপনি Firefox বন্ধের আগে যেসব সাইটে লগড-ইন অবস্থায় ছিলেন , সেশন রিস্টোরের কারনে আপনি সেসব সাইটে লগড-ইন অবস্থায় থেকে যেতে পারেন ।যদি অন্য কেউ আপনার পরে আপনার কম্পিউটার ব্যবহার করে , তাহলে ওইসব সাইটে আপনার অ্যাকাউন্টে তারা প্রবেশ করতে পারে ।যদি এটি আপনার নিকট চিন্তার কোন বিষয় হয় , তাহলে আপনার উচিত , আপনার পূর্বের সেশন থেকে যাতে সকল উইন্ডো এবং ট্যাব চালু হয় , সেভাবে Firefox কে কনফিগার না করা ।

আপনি চাইলে সেশন রিস্টোর ক্র্যাশ রিকোভারি সুবিধাটি যা ডিফল্টভাবে সক্রিয় থাকে , সেটিকে নিষ্ক্রিয় করে দিতে পারেন । দুর্ঘটনাবশত বন্ধ হওয়া অথবা সফটওয়্যার ক্র্যাশের কারনে বন্ধ হওয়ার পর চালু হওয়া Firefox যাতে পূর্বের সেশন চালু না করে , সেটিকে এটি বাধা দেয় ।

  1. address bar এ, টাইপ করুন about:config এবং প্রেস করুন EnterReturn

    • এই about:config এ "This might void your warranty!" এই সতর্ক বার্তা প্রদর্শিত হতে পারে। about:config page এর সাথে থাকতে ক্লিক করুন I accept the risk!
  2. সার্চ বক্সে লিখুন browser.sessionstore.resume_from_crash.
  3. ফলাফলের তালিকায় থাকা browser.sessionstore.resume_from_crash তে দুবার ক্লিক করে false এ ঠিক করুন ।

সমস্যার সমাধান করা

পূর্বের সেশন ঠিকভাবে বন্ধ করা হয়নি

আপনার পূর্বের সেশনের ট্যাব এবং উইন্ডো ফেরত পেতে , আপনার উচিত Firefox কে মেনু থেকে বন্ধ করা , এর জন্য

মেনু New Fx Menuবাটনে ক্লিক করুন এবং তারপর ExitQuitClose 29 এ ক্লিক করুন।

Firefox মেনুতে Fx57Menu ক্লিক করুন, তারপর Exit এ ক্লিক করুন। স্ক্রিনের উপর Firefox মেনুতে ক্লিক করুন, তারপর Quit Firefox এ ক্লিক করুন। Firefox মেনুতে Fx57Menu ক্লিক করুন, তারপর Quitক্লিক করুন।

যদি আপনি প্রত্যেকটি উইন্ডো অথবা ট্যাব বন্ধ করেন , তবে শুধু সর্বশেষ বন্ধ করা উইন্ডোতে থাকা ট্যাবগুলোই Firefox রিস্টার্টের পর আপনার কাছে সহজলভ্য হবে ।

সেটিংস মনে হয় ঠিক নেই

সেশন রিস্টোরের অন্যান্য সমস্যার জন্য , আপনাকে আপনার Firefox এর সেটিংসের সংশোধন করা লাগতে পারে :

  1. মেনু বাটনে New Fx MenuFx57Menu ক্লিক করে OptionsPreferences নির্বাচন করুন। .
  2. Privacy প্যানেল নির্বাচন করুন এবং নিশ্চিত করুন যে Firefox will: হয় Remember history অথবা Use custom settings for history তে সেট করা আছে ।
    • যদি Firefox will: অপশনটি Use custom settings for history তে সেট করা থাকে , তাহলে নিশ্চিত করুন যাতে Permanent Private Browsing mode নির্বাচন করা না থাকে ।
    • যদি Firefox will: অপশনটিতে Use custom settings for history এবং Clear history when Firefox closes নির্বাচন করা থাকে, তাহলে Settings বাটন ক্লিক করুন এবং নিশ্চিত করুন যাতে Browsing History নির্বাচন করা না থাকে ।
  1. 'about:preferences পাতাটি বন্ধ করুন। যে কোন পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে।



সেশন রিস্টোর (মোজিলাজাইন নলেজবেস) এর তথ্য অনুসারে রচিত ।

এই প্রবন্ধটি কি সহায়তাকারী?

দয়া করে অপেক্ষা করুন...

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন