Firefox এর সাথে আসা সার্চ ইঞ্জিন ব্যবহার করে সুবিধামত পছদের সার্চ ইঞ্জিন এ প্রবেশ করুন। সার্চ বার সহজেই পরিবর্তন করা যায়, তাই কিছু ক্লিক করার মধ্যমেই আপনি নতুন সার্চ ইঞ্জিন যুক্ত, অপসারন এবং পুনর্বিন্যাস করতে পারেন।
Firefox এর বিল্ড-ইন সার্চ ইঞ্জিন ব্যবহার করে সুবিধামত পছদের সার্চ ইঞ্জিন এ প্রবেশ করুন।
"উল্লেখ্য:যদি আপনি Firefox এর লোকালাইজড ভার্সন ব্যাবহার করেন, সার্চ বারটি এবং OptionsPreferences নীচে বর্ণিত আপনার ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। এই পরিবর্তনগুলো পাওয়া যাবে Firefox এর ভবিষ্যত সংস্করণে।"
সূচীপত্র
সার্চ বারের ব্যবহার
ব্রাউজারের উপরে সার্চ বারের মধ্যেঅথবা নতুন ট্যাব পৃষ্ঠাতে আপনি যা সার্চ কর্তে চান তা লিখুন। Firefox আপনাকে সার্চ ইঞ্জিনের নির্বাচিত অনুসন্ধান ফলাফলের পৃষ্ঠাতে নিয়ে যাবে।
সার্চ ইঞ্জিন পরিবর্তন করা
অনুসন্ধান বারের পাশে প্রদর্শন করা আইকনের মাধ্যমে আপনি বুঝতে পারবেন কোন সার্চ ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে। আপনি যেকোন সময় সার্চ ইঞ্জিন যেকোনো সময় পরিবর্তন করতে পারবেন।
- Tool বার থেকে: আইকনের পাশের তীর চিহ্নতে ক্লিক করুন এবং তালিকা থেকে আপনার পছন্দের সার্চ ইঞ্জিন নির্বাচন করুন:
- নতুন পেজ থেকে: সার্চ ইঞ্জিন লোগোতে ক্লিক করুন এবং তালিকা থেকে আপনার কাঙ্খিত সার্চ ইঞ্জিন নির্বাচন করুন:
Firefox এর সাথে এই সকল সার্চ ইঞ্জিন পূর্বনির্ধারিতভাবে আসে:
- Yahoo Yahoo মাধ্যমে অনুসন্ধান করার জন্য
- Google Google এর মাধ্যমে অনুসন্ধান করার জন্য। দ্রষ্টব্য:হ্যাকিং প্রতিরোধে ডিফল্ট Google সার্চ এনক্রিপ্ট করা থাকে।
- Bing Microsoft Bing এর মাধ্যমে অনুসন্ধান করার জন্য।
- Amazon.com Amazon.com ওয়েবসাইটে খুচরা পণ্যের অনুসন্ধান করার জন্য।
- DuckDuckGo এইটি সেসব ব্যবহারকারীদের যারা সার্চ করার সময় ট্র্যাক হতে চান না।
- eBay eBay এর আইটেম অনুসন্ধান করার জন্য।
- Twitter Twitter ইউজার অনুসন্ধান করার জন্য।
- Wikipedia (en) ইংরেজি Wikipedia অনলাইন বিশ্বকোষ অনুসন্ধান করার জন্য।
সার্চ বার এর ব্যাবহার
আপনার টুলবারে থাকা সার্চ বারে বা নতুন ট্যাব পৃষ্ঠাতে অনুসন্ধান বারের মধ্যে টাইপ করুন।
- যখনি আপনি টুলবার অনুসন্ধান এ টাইপ করবেন, আপনার ডিফল্ট প্রদানকারী সার্চ ইঞ্জিন আপনার অনুসন্ধান এর সুবিধার জন্য পরামর্শ দিবে। এই পরামর্শ জনপ্রিয় অনুসন্ধান বা আপনার পূর্ববর্তী অনুসন্ধানের উপর ভিত্তি করে হয় (যদি সচল করা থাকে)।
- আপনার ডিফল্ট প্রদানকারী ইঞ্জিন এ অনুসন্ধান করার জন্য returnEnter চাপুন,অথবা ইহার লোগোতে ক্লিক করে আরেকটি সার্চ ইঞ্জিন নির্বাচন করুন।
সহজলভ্য সার্চ ইঞ্জিন
Firefox এ পূর্বনির্ধারিত হিসেবে সার্চ ইঞ্জিনে আসে:
- Yahoo Yahoo মাধ্যমে অনুসন্ধান করার জন্য।
- Google Google এর মাধ্যমে অনুসন্ধান করার জন্য। দ্রষ্টব্য:হ্যাকিং প্রতিরোধে ডিফল্ট Google সার্চ এনক্রিপ্ট করা থাকে।
- Bing Microsoft Bing এর মাধ্যমে অনুসন্ধান করার জন্য।
- Amazon.com Amazon.com ওয়েবসাইটে খুচরা পণ্যের অনুসন্ধান করার জন্য।
- DuckDuckGo এইটি সেসব ব্যবহারকারীদের যারা সার্চ করার সময় ট্র্যাক হতে চান না।
- eBay eBay এর আইটেম অনুসন্ধান করার জন্য।
- Twitter Twitter ইউজার অনুসন্ধান করার জন্য।
- Wikipedia (en) ইংলিশ Wikipedia অনলাইন বিশ্বকোষ অনুসন্ধান করার জন্য।