ফন্ট, ভাষা, পপ-আপ, ছবি এবং জাভাস্ক্রীপ্ট এর সেটিং

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

Firefox এর OptionsPreferences উইন্ডোর কন্ট্রোল প্যানেলে অবস্থিত সেটিংগুলো এই নিবন্ধটি বিস্তারিত বর্ননা করে। যেকোন ওয়েবসাইটের কন্টেন্টসমূহ কিভাবে প্রদর্শিত হবে তা এই সেটিংগুলোর উপর নির্ভর করে।

দ্রষ্টব্য: আপনি যেভাবে Firefox এর পূর্বের সংস্করণগুলোতে জাভাস্ক্রিপ্ট বা ছবি বন্ধ করতে পারতেন সেভাবে যদি আপনার জাভাস্ক্রিপ্ট বা ছবি বন্ধ করার প্রয়োজন পরে তাহলে জাভাস্ক্রিপ্ট বন্ধ করার জন্য NoScript এক্সটেনশনটি ব্যাবহার করতে পারেন এবং ছবি বন্ধ করার জন্য Image Block এক্সটেনশনটি ব্যাবহার করতে পারেন। (জাভাস্ক্রিপ্ট সম্বন্ধে আরও তথ্যের জন্য ইন্টারেক্টিভ ওয়েবপেজ এর জন্য জাভাস্ক্রিপ্ট এর সেটিংস) নিবন্ধটি দেখুন।

কন্টেন্ট সেটিং

Options - Content - Win Fx23Content Mac Fx 23Content Linux Fx 23

Fx38Win7OptionsContent
Fx38prefMac-Content

DRM Content

  • Play DRM Content: সয়ংক্রিয়ভাবেই Firefox আপনাকে Digital Rights Management (DRM) এর মাধম্যে HTML5 অডিও ভিডিও কনটেন্ট প্লেব্যাক করার সুযোগ দিবে। ফিচারটি বন্ধ করতে অপশনটি আনচেক করুন। অারো জানতে নিবন্ধটি Firefox এর জন্য DRM কন্টেন্ট দেখুন দেখুন।

Pop-ups

  • Block Pop-up Windows: সয়ংক্রিয়ভাবেই Firefox অজানা বিরক্তিকর পপ-আপ উইন্ডোকে বন্ধ করে রাখে। এই optionpreference হতে টিক চিহ্ন উঠিয়ে দিলে পপ-আপ ব্লক বন্ধ হয়ে যাবে।
    কিছু ওয়েবসাইট পপ-আপ উইন্ডোর গুরুত্বপূর্ণ ও উপকারী ব্যাবহার করে থাকে। সেজন্যে আপনি সে সকল সাইটকে যেকোনোভাবেই পপ-আপ খুলার অনুমতি দিতে পারেন। এটি করতে চাইলে, Exceptions… বাটনটি ক্লিক করুন এরপর সাইটটির নাম লিখুন এবং Allow বাটনে ক্লিক করুন। এই তালিকা হতে কোন সাইটকে বাদ দিতে, সেই সাইটটিকে নির্বাচন করুন এবং এরপর Remove Site বাটনে ক্লিক করুন। তালিকাটি সম্পুর্নভাবে মুছে ফেলতে Remove All Sites বাটনটিতে ক্লিক করুন। আরও তথ্যের জন্য পপ-আপ ব্লকের সেটিং, ব্যাতিক্রমসমূহ এবং সমস্যাকালীন সমাধান নিবন্ধটি দেখুন।

ফন্ট এবং রঙ

Default font and Size: এই অপশনে উল্লেখ করা ফন্টের আকার এবং ফন্টেই ওয়েব পেজসমূহ দেখানো হয়ে থাকে। আপনি যদি কোন নির্দিষ্ট ফন্ট বা আকার নির্দিষ্ট করে না দেন তাহলে কিছু কিছু ওয়েব পেজ আপনার এই ইচ্ছা না মেনে তার নিজের ইচ্ছার ফন্ট দেখাতে পারে। ফন্ট অপশন প্রেফারেন্স পরিবর্তন করার জন্য ফন্টের ডায়লগ অপশনটি পেতে Advanced… বাটনটি ক্লিক করুন।

ফন্টের ডায়লগ

  1. Fonts for এর নিচে থাকা তালিকা হতে একটি ভাষা দল/স্ক্রীপ্ট নির্বাচন করুন। উদাহনসরূপ, West European এর ভাষা/স্ক্রিপ্ট এর জন্য WesternLatin নির্বাচন করুন। এই তালিকায় না থাকা ভাষা/স্ক্রিপ্ট এর ক্ষেত্রে Other LanguagesOther Writing Systems.' নির্বাচন করুন।
  2. প্রপর্ষনাল লেখাগুলো serif (like "Times New Roman") নাকি sans-serif ( "Arial" এর মত) এ দেখাবে তা নির্বাচন করুন। তারপর আপনি প্রপর্ষনাল লেখাগুলো যে আকারে দেখতে চান তা নির্ধারন করে দিন।
  3. Serif, Sans-serif এবং Monospace ফন্ট এর জন্য আলাদা আলাদা ফন্ট নির্ধারন করুন। আপনি Monospace ফন্টের আকারও পরিবর্তন করতে পারবেন।

কোন ওয়েব পেজের সর্বনিম্ন ফন্টের আকারও আপনি নির্ধারন করে দিতে পারেন। কিছু কিছু ওয়েবসাইট অতিরিক্ত ছোট ফন্ট দেখিয়ে থাকে যেগুলো পড়া অতি কষ্টকর হয়ে পরে, এইসকল ওয়েবসাইটসমূহকে এই ছোট ফন্ট দেখানো হতে বিরত রাখার জন্য এই সুবিধাটি অত্যন্ত উপকারী।

  • Allow pages to choose their own fonts, instead of my selections above: পুর্বনির্ধারিতভাবে ওয়েব পেজের লেখক যেই ফন্ট নির্ধারন করে দিয়ে থাকে সেই ফন্টই Firefox সাধারণত দেখিয়ে থাকে। এই optionpreference বন্ধ করে দিলে সকল ওয়েবসাইট লেখকের ফন্ট অনুযায়ী না দেখিয়ে আপনার নির্ধারিত ফন্টেই দেখাবে।
  • Character EncodingCharacter Encoding for Legacy Content: যেসকল ওয়েবসাইট এর পেজ দেখানোর ক্ষেত্রে কোন ইঙ্কোডিং ব্যাবহার করা হবে তা নির্ধারন করে দেয় না, সেসকল ওয়েবসাইট দেখানোর ক্ষেত্রে এখানে নির্বাচন করা ক্যারেক্টর ইঙ্কোডিং ব্যাবহার করা হবে।

ডায়লগের রং

Text and Background: যেসকল ওয়েবসাইট লেখার রং বা লেখার ব্যাকগ্রাউন্ড নির্ধারন করে দেয় না সেসকল ওয়েবসাইটের লেখার রং বা লেখার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে আপনি এই সুবিধাটি ব্যাবহার করতে পারেন। রং নির্বাচন করতে "color samples" এ ক্লিক করুন।

  • Use system colors উপরে উল্লেখ করা রং ব্যাবহার না করে আপনার অপারেটিং সিস্টেমর সেটিং এ দেওয়া রং ব্যাবহার করার জন্য এই optionpreferenceটি ব্যাবহার করুন।

Link Colors: ওয়েব লিঙ্ক এর পূর্ব নির্ধারিত রং পরিবর্তন করতে আপনি এই optionpreferenceটি ব্যাবহার করতে পারেন। রং নির্বাচন করার জন্য "color samples" এ ক্লিক করুন।

  • Underline links: পূর্ব নির্ধারিতভাবেই ওয়েবপেজে থাকা লিঙ্কগুলোর নিচে দাগ দেওয়া থাকবে। এটি বন্ধ করতে এই optionpreferenceটির টিক চিহ্ন উঠিয়ে দিন। মনে রাখা উচিত যে, অনেক ওয়েবসাইট তাদের নিজস্ব স্টাইল নিয়ম নির্ধারন করে দেয় এবং সে সকল ওয়েবসাইট এর ক্ষেত্রে এই optionpreferenceটির কোন প্রভাব নেই।
  • Allow pages to choose their own colors, instead of my selections above: পূর্বনির্ধারিতভাবে ওয়েব পেজের লেখক যেই ফন্ট নির্ধারন করে দিয়ে থাকে সেই ফন্টই Firefox সাধারনত দেখিয়ে থাকে। এই optionpreference বন্ধ করে দিলে সকল ওয়েবসাইট লেখকের নির্ধারিত লেখার রং অনুযায়ী না দেখিয়ে আপনার নির্ধারিত রং এ দেখাবে।

ভাষাসমূহ

কিছু কিছু ওয়েবসাইট এর পৃষ্ঠা একের অধিক ভাষায় দেখানো হয়ে থাকে। শুধুমাত্র আপনার পছন্দ অনুযায়ী ভাষা বা ভাষাসমূহ দেখানোর জন্য Choose… বাটনটি ক্লিক করুন।

Languages Dialog: একটি ভাষা যোগ করতে, Select a language to add… এ ক্লিক করুন ,এরপর সেই ভাষাটি নির্বাচন করুন এবং Add বাটনটিতে ক্লিক করুন। একটি ভাষা বাদ দিতে হলে, সেটিকে সচল ভাষার তালিকা হতে নির্বাচন করুন এবং Remove বাটনটি ক্লিক করুন। যদি একটি ওয়েবপেজ একাধিক ভাষায় দেখিয়ে থাকে, তাহলে আপনার বেশি পছন্দের ওয়েবসাইট অনুযায়ী সাজাতে হলে আপনি Move Up এবং Move Down বাটনটি ব্যাবহার করতে পারেন।

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন