ট্যাব একটিমাত্র উইন্ডোতে একাধিক ওয়েবসাইট খুলতে ও ব্যবস্থাপনা করতে দেয়। এটি আপনার স্ক্রীনকে অগোছালো হওয়ার হাত থেকে বাঁচায় এবং সহজেই সাইটগুলোর মধ্যে আসা যাওয়া করতে দেয়। ট্যাবের সাধারণ কিছু ব্যবহার এই নিবন্ধে বর্ননা করা হয়েছে।
সূচীপত্র
কীভাবে আমি একটি নতুন ট্যাব তৈরি করতে পারি?
নতুন ট্যাব তৈরি করতে, সর্বশেষ ট্যাবের ডানপাশে New Tab বাটনে ক্লিক করুন। নতুন ট্যাব খুলতে, সর্বশেষ ট্যাবের ডানপাশে যোগ চিহ্নে ক্লিক করুন। আপনার অনুসন্ধান বা URL টাইপ করার জন্য অ্যাড্রেসবারে কার্সর চলে যাবে।
নতুন ট্যাবে লিঙ্ক খুলা
সাধারণত আপনি যখন একটি লিঙ্কে ক্লিক করেন তা বর্তমান ট্যাবেই খুলে। যদি আপনি লিঙ্ক নতুন একটি ট্যাবে খুলতে চান তবে লিঙ্কের উপর right-clickcontrol-click করুন এবং কনটেক্সট মেনু থেকে বাছাই করুন।
ট্যাব কীভাবে বন্ধ করবো?
ট্যাব বন্ধ করতে এই ট্যাবের
বাটনে ক্লিক করুন।- আপনি বর্তমান ট্যাব বন্ধ করতে কীবোর্ড শর্টকাট Ctrl + Wcommand + W ব্যবহার করতে পারেন।
বন্ধ করা ট্যাব ফিরিয়ে নিয়ে আসা
- দূর্ঘটনাবশত বন্ধ হয়ে যাওয়া ট্যাব পুনরায় ফিরিয়ে আনতে Firefox উইন্ডোর উপড়ে,মেনু বারে, মেনুতে ক্লিক করুন, এ যান এবং তারপর যে ট্যাবটি ফিরিয়ে আনতে চান তাতে ক্লিক করুন।
- দূর্ঘটনাবশত বন্ধ হয়ে যাওয়া ট্যাব পুনরায় ফিরিয়ে আনতে, মেনু বাটনে "new fx menu" ছবি বিদ্যমান নয়। ক্লিক করুন এবং তারপর তে ক্লিক করুন, সবশেষে .
- সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া ট্যাব ফিরে পেতে আপনি কীবোর্ড শর্টকাট Ctrl + Shift + Tcommand + Shift + T ব্যবহার করতে পারেন।
কি করে আমি ট্যাব সুশৃঙ্খল করতে পারি?
ট্যাবের ক্রম পরিবর্তন
ট্যাব স্ট্রিপের অন্য একটি পজিশনে ট্যাব সরানোর জন্য, শুধুমাত্র এটিকে মাউসের সাহায্যে ওই জায়গায় টেনে আনুন। ট্যাব টানার সময় একটি ছোট্ট নির্দেশক দেখাবে কোথায় আপনার ট্যাবটি স্থাপিত হবে।
নতুন উইন্ডোতে ট্যাব সরানো
ট্যাবকে তার নিজের উইন্ডোতে সরানোর জন্য ট্যাবে ক্লিক করুন এবং ট্যাব স্ট্রিপের নিচে টেনে আনুন। একটি নতুন উইন্ডো ওপেন হবে।
- যদি আপনি এক উইন্ডো থেকে অন্য উইন্ডোতে ট্যাব সরাতে চান, ট্যাব এ ক্লিক করুন এবং অন্য ফায়ারফক্স উইন্ডোর ট্যাবসট্রিপের টেনে আনুন।
আপনার সকল ট্যাব দেখুন
আপনি যদি ট্যাব স্ট্রিপের ধারণ ক্ষমতার চেয়ে বেশি ট্যাব খুলে ফেলেন তবে স্ট্রিপের উভয়পাশে ট্যাব স্ক্রল বাটন দেখাবে। এতে ক্লিক করলে ট্যাব স্ট্রিপ ডানে বা বামে স্ক্রল করবে।
তাছাড়া আপনি "List All Tabs" বাটিনে ক্লিক করে ড্রপ-ডাউন মেনু থেকে পছন্দের ট্যাবে যেতে পারবেন।
পিনড ট্যাব
আপনার প্রিয় ওয়েবসাইট খুলে রাখতে এবং হাতের কাছেই রাখতে পিনড ট্যাব সাহায্য করে। Firefox চালু করার সময় স্বয়ংক্রিয়ভাবে পিনড ট্যাব চালু হয়। পিনড ট্যাব সম্পর্কে আরো জানতে এখানে দেখুন পিনড ট্যাব - আপনার প্রিয় ওয়েবসাইটগুলো এক ক্লিকে খুলুন.
- ট্যাব পিন করতে এর উপর right-clickcontrol-click করুন এবং বাছাই করুন।
ট্যাব গ্রুপ তৈরি করা
ট্যাব গ্রুপ (যা প্যানোরামা নামেও পরিচিত) হচ্ছে এমন একটি সহজ মাধ্যম যাতে অনেক সংখ্যক ট্যাব একসাথে সাজিয়ে রাখা যায়। আপনি আপনার ট্যাবগুলি কোনো গ্রুপে রাখতে পারেন, গ্রুপগুলোর মধ্যে সুইচ করতে পারেন এবং দ্রুত খুলে রাখা ট্যাবগুলোতে অনুসন্ধান করতে পারেন। ট্যাব গ্রুপ তৈরি এবং ব্যবহার সম্পর্কে আরো জানতে দেখুন অনেকগুলো ট্যাব সামলাতে 'ট্যাব গ্রুপ' - এর ব্যবহার।
ট্যাব টিপস
- ট্যাব সেটিংস পরিবর্তন করতে, দেখুন PreferencesOptions window - Tabs panel.
- Firefox চালুর সময় যে ট্যাবগুলো দেখতে চান , তা করতে দেখুন কিভাবে হোম পেজ নির্ধারন করা যায়.
- সব ট্যাব একবারে বুকমার্ক করতে কীবোর্ড শর্টকাট Ctrl + Shift + Dcommand + Shift + D ব্যবহার করুন।
- বুকমার্ক সম্পর্কে আরো জানতে আপনার পছন্দের ওয়েবসাইট সংরক্ষন করে রাখতে ও ব্যবহারের জন্যে বুকমার্ক এর ব্যবহার দেখুন।
- আপনার ব্রাউজিংকে আরো ধ্রুততর করতে কীবোর্ড ও মাউস শর্টকাট, সম্পর্কে কি-বোর্ড শর্টকাট – Firefox এর সাধারণ কাজগুলো করুন আরও দ্রুত এবং Firefox এ সাধারণ কাজগুলো করতে মাউস শর্টকাট ব্যবহার করুন দেখুন।
- একটি নির্দিষ্ট ট্যাবের অডিও mute করতে উক্ত ট্যাবের অডিও বাটনটি চাপুন।
ট্যাব সম্পর্কিত সমস্যার সমাধান
ট্যাব সম্পর্কিত সমস্যার সমাধান করতে দেখুন: