Firefox for Android
Firefox for Android
নির্মিত:
90% of users voted this helpful
অ্যান্ড্রয়েডের জন্য ফায়ারফক্সের একটি সহজ বুকমার্কিং ব্যবস্থা আছে। এই নিবন্ধটি আপনাকে বুকমার্ক তৈরি ও তার ব্যবহার দেখাবে।
সূচীপত্র
বুকমার্ক যুক্ত করুন অথবা বাদ দিন
শুধুমাত্র তারকা চিহ্নে ট্যাপ করুন
- যেকোন সাইট বুকমার্ক করতে, মেনু বাটনে (হয় পর্দার একদম নিচের প্রান্তে আর নয়তোবা উপরের-ডান দিকের কোনায়)
ট্যাপ করুন এবং তারকা নির্বাচন করুন।
- বুকমার্ক বাদ দিতে তারকাতে আরেকবার ট্যাপ করুন।
আপনি বুকমার্কের তালিকা থেকেও বুকমার্ক বাদ দিতে পারেন:
- অ্যাড্রেস বারে ট্যাপ করুন এবং বুকমার্ক ট্যাব নির্বাচন করুনঅ্যাড্রেস বারে ট্যাপ করুন এবং বুকমার্ক নির্বাচন করুন।
- যে বুকমার্কটি বাদ দিতে চান তা ট্যাপ করে রাখুন।
- এরপর ট্যাপ করুন।
আপনার ডিভাইসে যেকোন বুকমার্ক দ্রুত খুঁজে বের করুন
চমৎকার স্ক্রিন যেকোন কিছু খুঁজে বের করা সহজ করে।
- অ্যাড্রেস বারে অথবা নতুন ট্যাব খুলুন ট্যাপ করুন এবং লেখা শুরু করুন। আপনি আপনার বুকমার্ক তালিকা দেখতে পারবেন (পাশে তারকা চিহ্ন যুক্ত) সেই সাথে আপনার ভিজিট করা সাইট এবং আপনি যেসকল ওয়েব অনুসন্ধান করতে পারেন তা দেখতে পারেন। আপনার যে বুকমার্কটি চাই সেটিতে ট্যাপ করুন, ব্যাস হয়ে গেলো!
অবশ্যই আপনি আপনার বুকমার্ক স্ক্রলও করতে পারেন।
- অ্যাড্রেস বারে অথবা নতুন ট্যাব খুলুন ট্যাপ করুন এবং লেখার পরিবর্তে বুকমার্ক ট্যাব নির্বাচন করুন।
- আপনার স্ক্রীনের উপরের দিকে বুকমার্ক নির্বাচন করুন অথবা একটি নতুন ট্যাব নির্বাচন করুন।
পরামর্শ ফায়ারফক্স সিঙ্ক সেট করে আপনি আপনার ডেস্কটপের বুকমার্ক, ইতিহাস এবং আরো অনেক কিছু খুঁজে পেতে পারেন আপনার অ্যানড্রয়েড ডিভাইসটি দিয়ে।
আপনার হোম স্ক্রীনে বুকমার্ক যুক্ত করুন
মাত্র একটি ট্যাপেই আপনার হোম স্ক্রিন থেকে আপনার পছন্দের ওয়েব সাইটে যান
- আপনি যে সাইটটি চান সেটিতে যান এবং অ্যাড্রেস বারটিতে ট্যাপ করে প্রায় ২ সেকেন্ড ধরে থাকুন।
- এরপর