অ্যান্ড্রয়েডের জন্য ফায়ারফক্সে অঙ্গভঙ্গির ব্যবহার

Firefox for Android Firefox for Android শেষ আপডেট: 100% of users voted this helpful

ইতোমধ্যে যেসব অঙ্গভঙ্গি আপনি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে ব্যবহার করেন, তার বেশিরভাগই ফায়ারফক্সে ব্যবহার করতে পারবেন ।


জুম ইন ও আউট

যে ওয়েবপেজটি দেখছেন, তাতে জুম ইন বা আউট করতে আপনি ডাবল ট্যাপ বা পিঞ্চিং (দুই আঙ্গুল দিয়ে চিমটির ন্যায়) করতে পারেন । জুম করার জন্য দেহভঙ্গিগুলো সম্পর্কে আরো জানতে ফায়ারফক্স মোবাইলে ওয়েবসাইট জুম ইন এবং জুম আউট করুন এ যান ।

আরো অপশনের জন্য অনেকক্ষণ ট্যাপ করে রাখা

অনেকক্ষণ ট্যাপ বা স্ক্রিন স্পর্শ করে ধরে রাখার মাধ্যমে ট্যাপ করে রাখা বস্তুর কনটেক্সট মেনু খোলা যায় ।

  • লিঙ্ক: নতুন ট্যাবে খোলা, কপি, শেয়ার করা, অথবা আপনার বুকমার্ক হিসেবে সংরক্ষন ।
  • ছবি: কপি, শেয়ার করা, অথবা ডিভাইসে ছবিটি সেভ করা ।
  • বুকমার্ক করা লিঙ্ক: নতুন ট্যাবে খোলা, শেয়ার করা, আপনার লিস্টে কীভাবে দেখবেন তা ঠিক করে দেয়া, মুছে ফেলা, অথবা হোমস্ক্রিনে যুক্ত করা ।
  • হিস্ট্রি থেকে লিঙ্ক: নতুন ট্যাবে খোলা, শেয়ার করা, মুছে ফেলা, অথবা হোমস্ক্রিনে যোগ করা ।
  • টেক্সট: অনেকক্ষণ ট্যাপ করে কোন শব্দ চিহ্নিত করা; এরপর আপনি কমলা নির্দেশকটি ব্যবহার করে উভয় দিকে আরো টেক্সট চিহ্নিত করতে পারবেন । চিহ্নিত করা টেক্সটে অনেকক্ষণ ট্যাপ করে কপি, শেয়ার করা, অথবা পেজের সমস্ত লেখা চিহ্নিত করা ।
  • ওয়েব ঠিকানা: শেয়ার, সাবস্ক্রাইব অথবা আপনার হোম স্ক্রিনে একটি পৃষ্ঠা যোগ করুন । যদি একটি সাইটের নিজস্ব সার্চ থাকে যা OpenSearch standardsঅনুসরণ করে , তাহলে আপনার কাছে ওই সাইটটি একটি সার্চ ইঞ্জিন হিসাবে যোগ কোরার অপশন রয়েছে । এটি আপনাকে আপনার সার্চ বার থেকে সরাসরি ওই সাইটের মধ্যে অনুসন্ধান করতে দিবে ।

অসাম স্ক্রীন পরিচালনা

অসাম স্ক্রীন আপনাকে সেরা সাইট, বুকমার্ক, এবং হিস্ট্রির জন্য ট্যাবগুলো একদম শুরুতে দেখায় । আপনি এগুলোতে ট্যাপ করে এদের প্রত্যেকটিতে যেতে পারবেন ।

অ্যান্ড্রয়েড ৪.১ জেলিবিন বা এর পরবর্তী সংস্করণের জন্য : আপনি অসাম স্ক্রিন এর উপর দিয়ে ডানে বা বামে সোয়াইপ করে (স্ক্রিন ট্যাপ করে ধরে রেখে আঙ্গুল চালিয়ে) ট্যাব তিনটিতে যাতায়াত করতে পারেন ।

 

এই প্রবন্ধটি কি সহায়তাকারী?

দয়া করে অপেক্ষা করুন...

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন