Multimedia সম্বলিত content দেখাতে কিছু ওয়েবসাইট মাইক্রোসফটের Silverlight প্লাগইনটি ব্যবহার করে। Silverlight প্লাগইনটি আপনার কাছে ইন্সটল করা আছে কি না তা কীভাবে দেখতে হয় সেটি এই নিবন্ধ থেকে আপনি জানতে পারবেন। এমনকি ইন্সটল না করা থাকলে কীভাবে করতে হবে তার উপায়ও এখানেই পাবেন।
সূচীপত্র
Silverlight ইন্সটল করা আছে কি না দেখার উপায়
Silverlight প্লাগইনটি ইন্সটল করা আছে কি না তা নিশ্চিত হতে মাইক্রোসফটের Silverlight installation pageটি দেখুন।
ইন্সটল যদি করা থাকে তাহলে সেটির সংস্করণসহ একটি বার্তা পাবেন।
Silverlight ইন্সটলের পদ্ধতি
Silverlight যদি ইন্সটল করা না থাকে তাহলে Microsoft এর Silverlight Detailed Installation Instructions পৃষ্ঠায় উল্লেখিত ধাপগুলো অনুসরণ করুন।
Silverlight যদি ইন্সটল করা না থাকে তাহলে Go-Mono.com-এর Moonlight installation page পৃষ্ঠায় উল্লেখিত ধাপগুলো অনুসরণ করুন। Unix-এর মত সিস্টেমের জন্য Microsoft এর Silverlight-এর ওপেন সোর্স implementation হচ্ছে Moonlight।
Silverlight আনইন্সটলের পদ্ধতি
Silverlight আনইন্সটল করতে Microsoft এর Silverlight Uninstall পৃষ্ঠায় উল্লেখিত ধাপগুলো অনুসরণ করুন।
কোন প্লাগইন আনইন্সটল করতে Manually uninstalling a plugin দেখুন।
Silverlight ইন্সটল করা আছে কিন্তু কাজ করছে না
Mozilla Silverlight-এর পুরনো সংস্করণকে আটকে দেয়। এতে Netflix-এর মত সাইটগুলো Silverlight ইন্সটল করতে বলে বার্তা দেখায়। এই সমস্যার সমাধান করতে অনুগ্রহ করে মাইক্রোসফটের Silverlight installation page-এর সাহায্যে সর্বশেষ সংস্করণে আপনার Silverlight হালনাগাদ করুন।
কিছু কিছু ক্ষেত্রে এভাবে সমস্যার সমাধান নাও হতে পারে। তখন প্লাগইনটি আপনাকে নিজের হাতেই চালু করতে হবে:
মেনু বাটনে ক্লিক করুন এবং পছন্দ করুন। অ্যাড-অন ব্যবস্থাপনা ট্যাব খুলবে।
- অ্যাড-অন ম্যানেজার ট্যাবে প্যানেলটি নির্বাচন করুন।
- প্লাগইনের তালিকায় Silverlightকে খুঁজে বের করে সেটির বাটনটিতে ক্লিক করুন।
কিছু কিছু ক্ষেত্রে এভাবে সমস্যার সমাধান নাও হতে পারে। তখন প্লাগইনটি আপনাকে নিজের হাতেই চালু করতে হবে:
মেনু বাটনে ক্লিক করুন এবং পছন্দ করুন। অ্যাড-অন ব্যবস্থাপনা ট্যাব খুলবে।
- অ্যাড-অন ম্যানেজার ট্যাবে প্যানেলটি নির্বাচন করুন।
- প্লাগইনের তালিকায় Silverlightকে খুঁজে বের করে সেটির drop-down মেনুতে বাটনটি নির্বাচন করুন।