ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড সেভ করা যাচ্ছে না

এই প্রবন্ধটি হয়তো তারিখের বাইরের।

যার ওপরে এটি ভিত্তি করে আছে সেই ইংরাজী প্রবন্ধে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে। যতক্ষণ না এই পেজটি আপডেট হচ্ছে, ততক্ষণ আপনি হয়তো এটাকে সাহায্যকর পাবেন: Usernames and passwords are not saved

Firefox Firefox শেষ আপডেট: 88% of users voted this helpful

Firefox এর Password Manager আছে যেটি আপনার ওয়েবসাইটে লগ ইন করা পাসওয়ার্ড সেভ করে রাখতে পারে।এই আর্টিকেল এ বর্ণনা করা হবে কেন আপনার পাসওয়ার্ড সেভ করা হয় না।

Password Manager সেটিং

Firefox পাসওয়ার্ড মনে রাখবে স্বয়ংক্রিয়ভাবে।আপনি হয়তোবা এ ফিচারটি বন্ধ করে রেখেছেন, বা Firefox কে বলেছেন কোন বিশেষ সাইটের ক্ষেত্রে পাসওয়ার্ড মনে করে না রাখতে।

  1. মেনু বাটনে New Fx MenuFx57Menu ক্লিক করে OptionsPreferences নির্বাচন করুন। .
  2. Security প্যানেল নির্বাচিত করুন।
  3. যদি এটি ইতিমধ্যে মার্ক করা না থাকে, চেক করুন Remember passwords for sites
  4. ওয়েবসাইটের জন্য Remember passwords এর ডানদিকে, ক্লিক করুন Exceptions… বাটন ।
  5. নিশ্চিত করুন যে আপনি যে সাইটে লগ ইন করতে যাচ্ছেন তা যাতে তালিকায় না থাকে।
    • যদি থাকে, এন্ট্রি সিলেক্ট করুন এবং ক্লিক করুন Remove
  6. Click CloseExpectations উইন্ডো বন্ধ করুন
  7. 'about:preferences পাতাটি বন্ধ করুন। যে কোন পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে। .

এখন আপনি Firefox কনফিগার করেছেন পাসওয়ার্ড মনে রাখার জন্য, আবার সাইটে লগ ইন করার চেষ্টা করুন।

Private Browsing

আপনি যদি Firefox এর সুবিধাটি ব্যবহার করে থাকেন, তাহলে কোন পাসওয়ার্ড স্বয়ংক্রিয় ভাবে Private Browsing সেশনে Private Browsing উইন্ডোতে সংরক্ষিত হবে না অথবা স্থায়ী Private Browsing মুডে কোন পাসওয়ার্ড সংরক্ষিত হবে না। আপনি Private Browsing সেশন উইন্ডোতে আছেন কিনা দেখুন:

  • নিশ্চিত করুন Firefox উইন্ডোর উপরে (Private Browsing) লেখা নেই। যদি থাকে, Tools মেনু ক্লিক করুন এবং Stop Private Browsing নির্বাচিত করে Private Browsing সেশন বন্ধ করুন Private Browsing উইন্ডো বন্ধ করে দিন
  • Firefox বাটন বেগুনি কিনা দেখুন। যদি হয়, Tools মেনু ক্লিক করুন এবং Stop Private Browsing নির্বাচিত করে Private Browsing সেশন বন্ধ করুন Private Browsing উইন্ডো বন্ধ করে দিন
  • এটির উপর একটি বেগুনি মুখোশের চিহ্ন আছে কিনা। যদি থাকে, তবে ব্যক্তিগত ব্রাউজিং উইন্ডো বন্ধ করে দিন।

আপনি স্থায়ী Private Browsing এ থাকতে পারেন:

  1. মেনু বাটনে New Fx MenuFx57Menu ক্লিক করে OptionsPreferences নির্বাচন করুন। ।
  2. Privacy প্যানেল নির্বাচিত করুন।
  3. যদি Firefox will: সেট হয় Use custom settings for history, নিশ্চিত করুন Always use private browsing mode নির্বাচিত না।
    • যদি হয়, uncheck করুন এবং Firefox restart করুন।
  4. 'about:preferences পাতাটি বন্ধ করুন। যে কোন পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে।

পাসওয়ার্ড স্বয়ংক্রিয় ভাবে অপসারিত হয়

Firefox কে এমনভাবে সেট করা যায় যাতে বন্ধ অবস্থায় এটি সংরক্ষিত পাসওয়ার্ড মুছে দিতে পারে।এই সেটিং বদলাতে:

  1. মেনু বাটনে New Fx MenuFx57Menu ক্লিক করে OptionsPreferences নির্বাচন করুন। ।
  2. Privacy প্যানেল নির্বাচিত করুন।
  3. যদি Firefox will: সেট হয় Use custom settings for history and Clear history when Firefox closes নির্বাচিত হয়, ক্লিক করুন Settings… বাটন।
  4. নিশ্চিত করুন যে Saved Passwords নির্বাচিত না।
  5. 'about:preferences পাতাটি বন্ধ করুন। যে কোন পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে।

বন্ধ করার সময় আপনার পাসওয়ার্ড অপসারিত না হয় সেভাবে Firefox সাজানো হয়েছে।

পাসওয়ার্ড ম্যানেজার সফটওয়্যার

আপনার পাসওয়ার্ড ম্যানেজার সফটওয়্যার থাকতে পারে ,Security সফটওয়্যার এর সুবিধা হিসেবে এটা অন্তর্ভূক্ত থাকতে পারে,যেটি Firefox কে পাসওয়ার্ড সংরক্ষণ করতে প্রতিরোধ করতে পারে। আপনার পাসওয়ার্ড ম্যানেজার সেটিংস চেক করুন। অধিক তথ্যের জন্য,দেখুন আমার লগইন কোথায় সংরক্ষণ করা হয়?

Remember Password চিত্রটি দেখালো না

কিছু গ্রাফিক্স ড্রাইভারের সংস্করণে ডিসপ্লেতে সমস্যা থাকতে পারে। এটা আপনার ক্ষেত্রে নিশ্চিত করতে, দিকগুলো অনুসরণ করুন এক্সটেনশন, থিম এবং হার্ডওয়্যার এক্সিলারেশন সম্পর্কিত সমস্যার সমাধান

Websites পাসওয়ার্ড সংরক্ষণ করতে দেয় না

কিছু ওয়েবসাইট নিরাপত্তার জন্য পাসওয়ার্ড সংরক্ষণ করতে দেয় না। আপনি যদি উপরের দিকগুলো অনুসরণ করেন,কিন্তু তবুও কোন ওয়েবসাইটে লগ ইন করার সময় পাসওয়ার্ড সংরক্ষণ করতে না পারেন, তাহলে সাইটটি পাসওয়ার্ড সংরক্ষণ বন্ধ করে রেখেছে।



User name and password not remembered (mozillaZine KB) হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে।

এই প্রবন্ধটি কি সহায়তাকারী?

দয়া করে অপেক্ষা করুন...

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন