Google Calendar এবং Lightning এক সঙ্গে ব্যবহার প্রসঙ্গে এই নিবন্ধটিতে আলোচনা করা হয়েছে। আপনি দু'টি উপায়ে গুগল ক্যালেন্ডার ব্যবহার করতে পারেন। শুধু পড়ার জন্য আপনার পাবলিক প্রবেশাধিকার ক্যালেন্ডার থাকতে পারে অথবা আপনি দ্বিমুখী ক্যালেন্ডার ব্যবহার করতে পারেন, সাথে উভয়তেই লেখা এবং পড়ার প্রবেশাধিকার থাকবে।
পড়ার প্রবেশাধিকার
গুগল ক্যালেন্ডারে আপনার যদি শুধু পড়ার প্রবেশাধিকার দরকার হয় তাহলে গুগলের দেওয়া ICS ফাইলের লিঙ্ক ব্যবহার করতে পারেন। গুগলের এই সহায়ক নিবন্ধে এই সম্পর্কে বলা হয়েছে: View from other applications
পড়ার এবং লেখার প্রবেশাধিকার
গুগল ক্যালেন্ডারের জন্য প্রোভাইডার ডাউনলোড করা
ক্যালেন্ডারে আপনার যদি পড়া এবং লেখার উভয়ের প্রবেশাধিকার দরকার হয় তাহলে আপনাকে addons.mozilla.org থেকে গুগল ক্যালেন্ডারের জন্য প্রোভাইডার ইনস্টল করতে হবে।
- Provider for Google Calendar-এর add-on ওয়েবসাইটটিতে যান।
- ফাইল ডাউনলোড করতে Download now লিঙ্কে মাউসের ডান বাটন ক্লিক করে নির্বাচন করুন।
ইন্সটল করা এবং add-on configure করা
- অ্যাড-অন ইনস্টল করতে Thunderbird মেনুর নির্বাচন করে -এ ক্লিক করুন।
- Add-ons উইন্ডোর বাটন ক্লিক করে ডাউনলোড করা ফাইলটি নির্বাচন করুন। এবার বাটনে ক্লিক করে extensionটি ইন্সটল করুন।
ক্যালেন্ডারে XML লিঙ্ক যোগ করা
ক্যালেন্ডারের তথ্যে প্রবেশের জন্য Google Calendar UI থেকে আপনার বাক্তিগত XML URLটি যোগাড় করার প্রয়োজন হবে। এর জন্য নিচের নির্দেশগুলো অনুসরণ করুন:
- the Google calendar website-এ গিয়ে আপনার গুগল ক্যালেন্ডারে ঢুকুন।
- ওপর থেকে নির্বাচন করে নির্বাচন করুন।
- settings পাতার ওপর থেকে লিঙ্কটি নির্বাচন করুন। গুগল ক্যালেন্ডারের একটি তালিকা সামনে আসবে।
- যে ক্যালেন্ডারের সাথে Lightning ব্যবহার করতে চান সেটি নির্বাচন করুন।
- ক্যালেন্ডারের পাতায় স্ক্রল করে নেমে Calendar address এবং Private address বের করুন।
- যেকোন একটি অপশনের বাটনে মাউসের ডান বাটন ক্লিক করে নির্বাচন করুন।
খেয়াল করবেন যে, আপনার provider আপনার ব্যক্তিগত URLটি সরাসরি ব্যবহার করে না। নিজের ব্যক্তিগত URLটি reset করার পরও ক্যালেন্ডারে প্রবেশাধিকার থাকে। নতুন remote calendar wizard-এ অবস্থান হিসাবে এখন আপনি এই URLটি ব্যবহার করতে পারবেন।
বাক্তিগত লিঙ্কটি দেখতে অনেকটা এমন হবে:
http://www.google.com/calendar/feeds/username%40gmail.com/private-1ba218e6a25bfc32b25a4eb3f9ee6d96/basic
খেয়াল করবেন যেন আপনি XML লিঙ্কটি ব্যবহার করেন — ICS লিঙ্ক নয়!
Lightning-এ ক্যালেন্ডার import করা
Lightning-এ ক্যালেন্ডার import করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
- Thunderbird উইন্ডোর ওপরে মেনুতে গিয়ে নির্বাচন করুন। sub-menu থেকে নির্বাচন করুন ।
- উইজার্ডটি এলে অপশনগুলোর মধ্য থেকে নির্বাচন করে বাটনে ক্লিক করুন।
- আপনার পছন্দমত ক্যালেন্ডার নির্বাচন করে এতে URLটি পেস্ট করুন বা প্রবেশ করান। তারপর বাটনে ক্লিক করুন।
- এই প্যানে ক্যালেন্ডারটির জন্য নাম আর রং নির্বাচন করতে পারবেন। সামনে এগোতে বাটনে ক্লিক করুন।
- এখন একটি পপ-আপ প্রদর্শিত হবে, এতে আপনার জিমেইল ইউজারনেম (শেষের @gmail.com অংশটি লিখতেও পারেন, না-ও লিখতে পারেন) এবং পাসওয়ার্ড লিখতে হবে; আর Lightning আপনার পাসওয়ার্ড সংরক্ষণ করবে কি না তা নির্ধারণ করে দিতে হবে। বাটনে ক্লিক করামাত্র Lightning আপনার ক্যালেন্ডার তৈরি করবে — আর আপনি গুগল ক্যালেন্ডারে দ্বিমুখী প্রবেশাধিকার পাবেন।
গুগল ক্যালেন্ডার ব্যবহারে এখনও কিছু সীমাবদ্ধতা রয়ে গেছে, অনুগ্রহ করে GData provider page on wiki.mozilla.org দেখুন।