Firefox for Android
Firefox for Android
শেষ আপডেট:
75% of users voted this helpful
খুব কাছ থেকে দেখতে যেকোন ওয়েব পেজকেই আপনি জুম করতে পারেন। এই নিবন্ধে জুম করার নানা পদ্ধতি আলোচনা করা হয়েছে।
কিভাবে ডবল ট্যাপ কাজ করে?
ফায়ারফক্সে যেকোন ওয়েবসাইটের অংশ জুম ইন করতে সেটিতে দুইবার ট্যাপ করুন, এতে আপনি অংশটি বড় করে দেখতে পাবেন। জুম আউট করতে আবারো দুইবার ট্যাপ করুন।
কিভাবে পিঞ্ছ জুম কাজ করে ?
আপনি চাইলে পিঞ্চ জেসচার ব্যবহার করেও পেজকে জুম করতে পারেন।
যখন আপনি যখন পিঞ্চ ব্যবহার করে জুম করবেন তখন লেখাগুলোর পুনঃর্বিন্যাসিত হবে না।
জুম করতে:
- স্ক্রিনে আপনার আঙ্গুল দুটো রাখুন এবং একটি আঙ্গুলকে আরেকটি আঙ্গুল থেকে দূরে সরিয়ে নিন।
জুম বন্ধ করতে:
- পিঞ্চ গেষ্টচার ব্যবহার করুন (আঙ্গুলদুটিকে একে অপরের কাছে নিয়ে আসুন)।
পরামর্শ: আপনি যদি পিঞ্চ জেসচার দ্বারা জুম করে থাকেন , ডবল ট্যাপ , তারপর আপনার স্বাভাবিক ভিউ ফিরে পেতে আবার ডাবল ট্যাপ করুন ।
আপনার ডিভাইস কে একটা চিমটি কাটুন, সমস্যা নাই আমরা দেখছি না!