"Could not initialize the application's security component" ত্রুটি বার্তা ত্রুটিমুক্ত করণ

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

এই নিবন্ধটি "Could not initialize the application's security component." বার্তার কারণ সঙ্গে সম্পর্কিত। সম্ভবত কারণ হল আপনার আবেদন এর প্রোফাইল ডিরেক্টরির মধ্যে ফাইল গুলোর সঙ্গে সমস্যা। ডিরেক্টরির কোন পাঠ / লেখা বিধিনিষেধ আছে এবং আপনার হার্ড ডিস্ক পূর্ণ বা প্রায় পূর্ণ হয়ে আসছে কিনা তা পরীক্ষা করুন। আপনার জন্য সুপারিশ হল যে আপনি অ্যাপ্লিকেশান থেকে প্রস্থান করুন এবং সমস্যার সমাধান করুন। আপনি যদি এই সেশনের ব্যবহার চালিয়ে যান তাহলে নিরাপত্তা বৈশিষ্ট্য ব্যবহারের সময়, আপনি অ্যাপলিকেশনটির কিছু ভুল আচরণ দেখতে পারেন।

ওয়েবসাইট লোড করার সময় অন্যান্য বার্তা উপর বিস্তারিত তথ্য পেতে ওয়েবসাইট লোড হচ্ছে না - সমস্যা খুজে বের করা এবং ত্রুটি বার্তাগুলোর সমাধান করা দেখুন।

Note: Refresh Firefox ফিচার আপনার প্রয়োজনীয় তথ্য সংরক্ষিত রেখে Firefox কে প্রাথমিক অবস্থায় ফিরিয়ে নেওয়ার মাধ্যমে অনেক সমস্যার সমাধান করতে পারে। দীর্ঘ ও জটিল ট্রাবলশুটিং পদ্ধতি অবলম্বন করার আগে এটি চেষ্টা করে দেখতে পারেন।

হার্ড ড্রাইভের জায়গা

আপনার হার্ড ড্রাইভ এর খালি জায়গা পরিক্ষা করুন.

  1. From the Windows Start menu, click "Computer" or "My Computer".
  2. Local Disk (C:) তে রাইট ক্লিক করুন।
  3. Properties নির্বাচন করুন। একটি ডায়লগ আসবে।
  4. General ট্যাব এ যান।

এটায় যদি 1MB মুক্ত স্থান তুলনায় কম পাওয়া যায়, তাহলে আপনাকে আরো খালি জায়গা তৈরী করতে হবে।

ফাইল অনুমতি

আপনার Firefox প্রোফাইল ফোল্ডারে ফাইল অনুমতি পরীক্ষা করুন। {Filepath cert8.db} নামের ফাইলটি শুধুমাত্র পাঠযোগ্য যেন না হয়।

  1. আপনার প্রোফাইল ফোল্ডার খুলুন:

    Fx57menuমেনু বাটনে ক্লিক করে Help হেল্প-এ ক্লিক করুন এবং Troubleshooting Information নির্বাচন করুন। মেনু Help হতে, Troubleshooting Information নির্বাচন করুন। ট্রাবলশুটিং ইনফরমেশন ট্যাব খুলবে।

    • Application Basics এর নিচে Open FolderShow in FinderOpen Directory এ ক্লিক করুন। আপনার প্রোফাইলসহ একটি উইন্ডো খুলবে।আপনার প্রোফাইল ফোল্ডারটি খুলবে।
    দ্রষ্টব্যঃ আপনি যদি Firefox চালু বা ব্যবহার করতে না পারেন তবে Finding your profile without opening Firefox দেখুন।

  2. মেনু New Fx Menuবাটনে ক্লিক করুন এবং তারপর ExitQuitClose 29 এ ক্লিক করুন।

    Firefox মেনুতে Fx57Menu ক্লিক করুন, তারপর Exit এ ক্লিক করুন। স্ক্রিনের উপর Firefox মেনুতে ক্লিক করুন, তারপর Quit Firefox এ ক্লিক করুন। Firefox মেনুতে Fx57Menu ক্লিক করুন, তারপর Quitক্লিক করুন।

  3. cert8.db নামের ফাইল এ ডান ক্লিক করুন।
  4. Properties নির্বাচন করুন, একটি ডায়লগ আসবে।
  5. General ট্যাব এ যান।
  6. নিশ্চিত করুন যে Read-only checkbox টি checked নয়।
  7. OK চাপুন।

Firefox রিস্টার্ট করুন এবং সমস্যার সমাধান হয়তো হয়ে গেছে।

Corrupted file

আপনার প্রোফাইল ফোল্ডারের cert8.db ফাইলটি নষ্ট হয়ে গিয়ে থাকলে, Firefox বন্ধ থাকা অবস্থায় ফাইলটি মুছে ফেলুন।

  1. আপনার প্রোফাইল ফোল্ডার খুলুন:

    Fx57menuমেনু বাটনে ক্লিক করে Help হেল্প-এ ক্লিক করুন এবং Troubleshooting Information নির্বাচন করুন। মেনু Help হতে, Troubleshooting Information নির্বাচন করুন। ট্রাবলশুটিং ইনফরমেশন ট্যাব খুলবে।

    • Application Basics এর নিচে Open FolderShow in FinderOpen Directory এ ক্লিক করুন। আপনার প্রোফাইলসহ একটি উইন্ডো খুলবে।আপনার প্রোফাইল ফোল্ডারটি খুলবে।
    দ্রষ্টব্যঃ আপনি যদি Firefox চালু বা ব্যবহার করতে না পারেন তবে Finding your profile without opening Firefox দেখুন।

  2. মেনু New Fx Menuবাটনে ক্লিক করুন এবং তারপর ExitQuitClose 29 এ ক্লিক করুন।

    Firefox মেনুতে Fx57Menu ক্লিক করুন, তারপর Exit এ ক্লিক করুন। স্ক্রিনের উপর Firefox মেনুতে ক্লিক করুন, তারপর Quit Firefox এ ক্লিক করুন। Firefox মেনুতে Fx57Menu ক্লিক করুন, তারপর Quitক্লিক করুন।

  3. cert8.db এ ক্লিক করুন।
  4. command+Delete এ ক্লিক করুন।
  5. Firefox পুনরারম্ভ করুন।
Firefox আবার চালু হলে cert8.db পুনরায় নিরমান হবে। এটি স্বাভাবিক।

নতুন প্রোফাইল

আপনার সেটিংস্‌ সিস্টেমের পরিবর্তন অথবা হার্ড ড্রাইভ এ খালি জায়গার অভাবে নষ্ট হয়ে থাকতে পারে। Profile Manager এর সাহায্যে একটি নতুন প্রোফাইল তৈরি করুন। যদি সমস্যার সমাধান হয়ে তাকে তাহলে আপনি আপনার ফায়ারফক্স প্রোফাইলে তথ্য ব্যাকআপ ও পুনঃস্থাপন করুন। যদি সমস্যা থেকে যায় তাহলে আপনি আপনার পুরানা প্রোফাইল এ ফিরে যেতে পারেন।



Could not initialize the applications security component (mozillaZine KB) এর তথ্যের উপর ভিক্তি করে

 

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন