আপনি এই ব্লগ পোস্ট পড়ে থাকবেন অথবা Google Toolbar সাহায্য নিবন্ধ এ, Google Toolbar Firefox এর প্রযোজ্য নয়। এই নিবন্ধটি বিকল্প কিছুর পরামর্শ দেয়।
সূচীপত্র
কীভাবে Google বুকমার্কে প্রবেশ করবেন?
আপনার বর্তমান/চলমান Google Bookmarks প্রবেশের জন্য, এখানে যান www.google.com/bookmarks। সেখানে একবার যাওয়ার পর, আপনি আপনার Google বুকমার্ক পাঠাতে পারবেন এবং সেগুলো Firefox এ আনতে পারবেন যদি আপনি চানঃ
- পেজের বাঁদিকে থাকা Export bookmarks লিঙ্কে ক্লিক করুন এবং তা আপনার ডেস্কটপে সেভ করুন।
- এরপর তা Firefox এ পাওয়ার জন্য HTML ফাইল থেকে বুমার্ক নিয়ে আসুন এ থাকা নির্দেশনা অনুসরণ করুন।
পরামর্শ: যেকোন কম্পিউটার থেকে আপনি আপনার Firefox বুকমার্কে প্রবেশ করতে পারেন একটি Firefox Sync ব্যবহার করে। এটি কীভাবে সেট-আপ করতে হয় তা জানতে দেখুন কিভাবে ফায়ারফক্স সিঙ্ক সেটাপ করব?।
অন্যান্য Google টুলবার ফিচার কীভাবে Firefox এ যুক্ত করবেন?
আসলে, অনেক Google টুলবার ফিচার ইতোমধ্যে Firefox এ নির্মাণ করা হয়েছে। তার একটি তালিকা এখানে আছে অ্যাড-অনের পরামর্শসহ, অন্যগুলো প্রতিস্থাপন করার জন্যঃ
মন্তব্য: অ্যাড-অন ইনস্টলের ক্ষেত্রে প্রয়োজনে [[Customizing Firefox with add-ons] দেখুন।
- Search with popular suggestions - Search bar - add, change and manage search engines on Firefox যাতে আছে কীভাবে সার্চ বারে জনপ্রিয় অনুসন্ধান পরামর্শ ব্যবহার করা যায় (built-in)
- Access websites with a single click - বুকমার্ক টুলবার- Firefox উইন্ডোর উপরের অংশে আপনার পছন্দের ওয়েবসাইটে প্রদর্শন, লাইব্রেরী উইন্ডো অথবা বুকমার্ক সাইডবার, সেগুলো কীভাবে দেখানো হয়েছে তার ভিত্তিতে (built-in)
- Contribute to any webpage with Sidewiki - Google Sidewiki অপসারণের সিদ্ধান্ত নিয়েছে। ব্লগ পোস্ট দেখুন।
- Check your spelling - আমি কিভাবে Firefox-এ বানান পরীক্ষাকরন ব্যবহার করব (built-in)
- Translate websites into more than 40 languages - translation extension ব্যবহার করুন
- Complete forms with AutoFill - Firefox স্বয়ংক্রিয়ভাবে আপনার তথ্য ফর্মে পূরণ করবে কিনা তা নিয়ন্ত্রণ করুন (built-in)
- Customize your Toolbar - ফায়ারফক্স কন্ট্রোল, বাটন এবং টুলবার কাস্টমাইজ করুন (built-in)
- Save Toolbar settings to your Google Account - Firefox Sync account ব্যবহার করে কিভাবে ফায়ারফক্স সিঙ্ক সেটাপ করব? (built-in)
- 'Find in page - Ctrl + Fcommand + F চাপুন। বিস্তারিত জানতে দেখুন ওয়েব পেজ থেকে যেভাবে লেখা কিংবা লিঙ্কের মাধ্যমে বিষয়বস্তু খোঁজা যায়।
- Page sharing - ভিন্ন কিছু ব্যবহার করে দেখতে পারেন add-ons for sharing।
- Site thumbnails on a new tab - আরো অন্য কিছু দেখতে পারেন add-ons for generating tab preview।
- Gmail notifications - এখানে দেখুন Gmail add-ons।
অন্যান্য সমাধান এবং বিকল্প উপায়
- google.com আপনার হোমপেজ বানান। সকল Google সেবার লিঙ্ক এখানে আছে।
- কিছু Firefox ইউজার জানিয়েছেন Googlebar Lite Google টুলবারের একটি যথাযথ প্রতিস্থাপন।
- দ্রুত Google সেবায় প্রবেশের জন্য Google Shortcuts অ্যাড-অনের মাধ্যমে Firefox এ বাটন অ্যাড করতে পারেন।