Google Toolbar Firefox এর প্রযোজ্য নয় - কিছু বিকল্প ব্যবস্থা

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

আপনি এই ব্লগ পোস্ট পড়ে থাকবেন অথবা Google Toolbar সাহায্য নিবন্ধ এ, Google Toolbar Firefox এর প্রযোজ্য নয়। এই নিবন্ধটি বিকল্প কিছুর পরামর্শ দেয়।

কীভাবে Google বুকমার্কে প্রবেশ করবেন?

আপনার বর্তমান/চলমান Google Bookmarks প্রবেশের জন্য, এখানে যান www.google.com/bookmarks। সেখানে একবার যাওয়ার পর, আপনি আপনার Google বুকমার্ক পাঠাতে পারবেন এবং সেগুলো Firefox এ আনতে পারবেন যদি আপনি চানঃ

  1. পেজের বাঁদিকে থাকা Export bookmarks লিঙ্কে ক্লিক করুন এবং তা আপনার ডেস্কটপে সেভ করুন।
  2. এরপর তা Firefox এ পাওয়ার জন্য HTML ফাইল থেকে বুমার্ক নিয়ে আসুন এ থাকা নির্দেশনা অনুসরণ করুন।
পরামর্শ: যেকোন কম্পিউটার থেকে আপনি আপনার Firefox বুকমার্কে প্রবেশ করতে পারেন একটি Firefox Sync ব্যবহার করে। এটি কীভাবে সেট-আপ করতে হয় তা জানতে দেখুন কিভাবে ফায়ারফক্স সিঙ্ক সেটাপ করব?


অন্যান্য Google টুলবার ফিচার কীভাবে Firefox এ যুক্ত করবেন?

আসলে, অনেক Google টুলবার ফিচার ইতোমধ্যে Firefox এ নির্মাণ করা হয়েছে। তার একটি তালিকা এখানে আছে অ্যাড-অনের পরামর্শসহ, অন্যগুলো প্রতিস্থাপন করার জন্যঃ

মন্তব্য: অ্যাড-অন ইনস্টলের ক্ষেত্রে প্রয়োজনে [[Customizing Firefox with add-ons] দেখুন।

অন্যান্য সমাধান এবং বিকল্প উপায়

  • google.com আপনার হোমপেজ বানান। সকল Google সেবার লিঙ্ক এখানে আছে।
  • কিছু Firefox ইউজার জানিয়েছেন Googlebar Lite Google টুলবারের একটি যথাযথ প্রতিস্থাপন।
  • দ্রুত Google সেবায় প্রবেশের জন্য Google Shortcuts অ্যাড-অনের মাধ্যমে Firefox এ বাটন অ্যাড করতে পারেন।

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন