অনুসন্ধান পরামর্শ আপনাকে সেসব সাধারণ বাক্যাংশ অনুসন্ধানে সাহায্য করে যা পূর্বে অন্যেরা ব্যবহার করেছেন। সার্চ ইঞ্জিন (যেমন Google, Yahoo, প্রভৃতি) এর মাধ্যমে অনুসন্ধান পরামর্শ পাওয়া যায়, Firefox এর মাধ্যমে নয়। Firefox সচরাচর সার্চ ইঞ্জিন থেকে অনুসন্ধান পরামর্শ নেয় এবং কোন অনুসন্ধান বাক্যাংশ যা ইতোপূর্বে বিশ্বের অন্য ব্যবহারকারী অনুসন্ধান করেছেন তা নির্বাচনের ক্ষেত্রে আপনার সাহায্যার্থে সেই তালিকা প্রদর্শন করে।
- Search Bar সম্পর্কিত আর তথ্যের জন্য, Search Bar দেখুন।
সূচীপত্র
অনুসন্ধান পরামর্শ সক্রিয় বা নিষ্ক্রিয় করা
Search Bar এর মাধ্যমে
Search Bar এর মাধ্যমে অনুসন্ধান পরামর্শ সক্রিয় না নিষ্ক্রিয় করা :
- Search Bar এ মাউসের ডান বাটনে ক্লিক করুনক্লিক করার সময় Control চেপে ধরুন ।
- মেনু উপাদান মনে রাখুন। অনুসন্ধান পরামর্শের চলমান অবস্থা তাদের পার্শ্ববর্তী চেক মার্কের মাধ্যমে দেখানো হয়। মেনু উপাদান যদি চেক হয়ে থাকে, তবে অনুসন্ধান পরামর্শ সক্রিয় হয়ে থাকবে।
- অনুসন্ধান পরামর্শের চলমান অবস্থা পরিবর্তনে মেনু উপাদানে ক্লিক করুন (changing it from enabled to disabled and vice versa).
Search Engines Manager এর মাধ্যমে
Search Engines Manager এর মাধ্যমে অনুসন্ধান পরামর্শ সক্রিয় বা নিষ্ক্রিয় করা:
- সার্চ ইঞ্জিন আইকনে ক্লিক করা।
- যে মেনু দেখা যাবে তাতে ক্লিক করুন।
- Search Bar এ অনুসন্ধান পরামর্শ সক্রিয় বা নিষ্ক্রিয় করতে অনুসন্ধান পরামর্শ দেখান ক্লিক করুন।
অনুসন্ধান পরামর্শ ব্যবহার করা
অনুসন্ধান পরামর্শ ব্যবহার করতে, Search Bar এ টাইপ করুন, এবং অনুসন্ধান পরামর্শ দৃশ্যমান হোয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করুন। Firefox আপনাকে মিলের নিম্নক্রম অনুসারে অনুসন্ধান পরামর্শের একটি তালিকা দেখাবে।
পরামর্শ থেকে কোন অনুসন্ধান বাক্যাংশ খুঁজতে, এতে ক্লিক করুন।
- অন্যথায়, তালিকার মধ্যে নেভিগেট করতে ঊর্ধ্বগামী এবং নিম্নগামী কী ব্যবহার করুন, এবং যখন আপনার পরামর্শ পেলে আকাঙ্ক্ষিত পরামর্শ পেলে EnterReturn চাপুন।
অনুসন্ধান পরামর্শ ও স্বতন্ত্র অনুসন্ধান পরামর্শের মধ্যে পার্থক্য করা
সার্চ ইঞ্জিনের মাধ্যমে অনুসন্ধান পরামর্শ পাওয়া যায়, অন্যদিকে স্বতন্ত্র অনুসন্ধান পরামর্শ Firefox এর মাধ্যমে পাওয়া যায় যা আগে অনুসন্ধান করা তথ্যের সাথে মিলিয়ে দেখানো হয়। Firefox এর ফিচার সম্পর্কে আরো জানতে Firefox স্বয়ংক্রিয়ভাবে আপনার তথ্য ফর্মে পূরণ করবে কিনা তা নিয়ন্ত্রণ করুন দেখুন।
আপনি অনুসন্ধান পরামর্শ দেখছেন না অনুসন্ধান ইতিহাস দেখছেন তা নির্ধারণ করতে অনুসন্ধান পরামর্শ তালিকাটি শীর্ষে ডান কোণে Suggestions শব্দ দ্বারা নির্দেশিত।
যে তালিকা প্রদর্শিত হয় তাতে যদি Suggestions শিরোনাম না থাকে, তবে তালিকাটিতে শুধুমাত্র অনুসন্ধান ইতিহাস রয়েছে।
যদি অনুসন্ধানকৃত বাক্যাংশ অনুসন্ধান ইতিহাসের কোন উপাদানের সাথে মিলে যায়, এবং অনুসন্ধান পরামর্শকে নির্দেশ করে, তবে একটি সম্মিলিত তালিকা দেখা যাবে। সম্মিলিত তালিকাটি আনুভূমিক একটি রেখা দ্বারা দুইটি অংশে ভাগ করা থাকে। আনুভূমিক তালিকার উপরে থাকা উপাদানসমূহ অনুসন্ধান ইতিহাস নির্দেশ করে, এবং আনুভূমিক তালিকার নিচে থাকা উপাদানসমূহ অনুসন্ধান পরামর্শ নির্দেশ করে। Firefox অনুসন্ধান পরামর্শ ফলাফল পরিশোধন করতে পারে যাতে তা আপনার অনুসন্ধান পরামর্শের বাইরে থাকে, যাতে করে প্রদর্শিত তালিকাতে ইতিহাস এবং পরামর্শ তালিকা থেকে একই রকমের প্রবেশ্য না আসে।
অনুসন্ধান পরামর্শ যেকারনে প্রদর্শিত না হতে পারে
কিছু কিছু ক্ষেত্রে, অনুসন্ধান পরামর্শ সক্রিয় করা সত্ত্বেও আপনি তা নাও দেখতে পেতে পারেন। কিছু কিছু কারণ এমন হতে পারে:
নির্বাচিত সার্চ ইঞ্জিনে অনুসন্ধান পরামর্শ নাও থাকতে পারে
সব সার্চ ইঞ্জিন অনুসন্ধান পরামর্শ দেখায় না। গঠনগতভাবে যেসব সার্চ ইঞ্জিন Firefox এ কাজ করে তার একটি তালিকা এখানে রয়েছে:
- Yahoo
- Answers.com
- Wikipedia
আপনার সংযোগকৃত অন্যান্য সার্চ ইঞ্জিন অনুসন্ধান পরামর্শ দিতেও পারে নাও দিতে পারে। খুঁজে বের করার সবচেয়ে সহজ উপায় হল আকাঙ্ক্ষিত সার্চ ইঞ্জিন নির্বাচন করা, এমন একটি বাক্যাংশ টাইপ করা যেটির ব্যাপারে আপনি নিশ্চিত যে সার্চ ইঞ্জিন would কোন পরামর্শ দিতে সক্ষম হবে এবং অনুসন্ধান পরামর্শ দৃশ্যমান হয় কিনা তার জন্য কিছুক্ষণ অপেক্ষা করুন।
প্রবেশকৃত বাক্যাংশটি যদি অত্যধিক নির্দিষ্ট থাকে
মাঝে মাঝে, যে বাক্যাংশটি আপনি প্রবেশ করেছেন তা অত্যধিক নির্দিষ্ট থাকে (e.g. "অনুসন্ধান পরামর্শ সম্পর্কিত firefox support নিবন্ধ") বা (e.g. "dsjkyfsdakjfdjsyfyf") চালু নাও থাকতে পারে। এ ক্ষেত্রে, সার্চ ইঞ্জিনটি প্রবেশকৃত বাক্যাংশ সম্পর্কিত কোন পরামর্শ নাও দিতে পারে।
আপনার ইন্টারনেট সংযোগে কোন সমস্যা আছে
সবকিছুর ঊর্ধ্বে, Firefox কে সার্চ ইঞ্জিনের ওয়েবসাইটের সাথে যুক্ত হতে হবে, এবং যখন আপনি কোন অনুসন্ধান বাক্যাংশ টাইপ করতে থাকেন, তখন একটি পরামর্শ তালিকার জন্য আবেদন জানাতে হবে। আপনার ইন্টারনেট সংযোগে যদি কোন সমস্যা থেকে থাকে, তবে Firefox এটি করতে পারবে না, তাই কোন অনুসন্ধান পরামর্শ দেখা যাবে না।
- কীভাবে চিহ্নিত করতে হয় এবং ইন্টারনেট সংযোগ troubleshoot করতে হয় সে সম্বন্ধে আরো জানতে, ওয়েবসাইট লোড হচ্ছে না - সমস্যা খুজে বের করা এবং ত্রুটি বার্তাগুলোর সমাধান করা দেখুন।