ফায়ারফক্সে কি ধরণের তথ্য সিঙ্ক করবে তা কিভাবে নির্বাচন করব ?

এই প্রবন্ধটি হয়তো তারিখের বাইরের।

যার ওপরে এটি ভিত্তি করে আছে সেই ইংরাজী প্রবন্ধে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে। যতক্ষণ না এই পেজটি আপডেট হচ্ছে, ততক্ষণ আপনি হয়তো এটাকে সাহায্যকর পাবেন: How do I choose what information to sync on Firefox?

Firefox, Firefox for Android, Firefox for iOS,... Firefox, Firefox for Android, Firefox for iOS, Mozilla Account শেষ আপডেট:
গুরুত্বপূর্ণ: Sync এর জন্য সর্বশেষ ফায়ারফক্স সংস্করণ প্রয়োজন। নিশ্চিত করুন আপনার যে কোনো কম্পিউটারে অথবা এন্ড্রয়েডে ফায়ারফক্স আপডেটেড কিনা। তারপর, যদি প্রয়োজন হয়, সিঙ্ক হালনাগাদ করুন।
ফায়ারফক্স বুকমার্ক, অ্যাড-অন, ব্রাউজিং ইতিহাস এবং অন্যান্য সাইটের তথ্য সকল যন্ত্রে সিনক্রোনাইজ করতে দেয় । কিভাবে এই সেটিংস নির্বাচন করতে হবে তা এই নিবন্ধটি বলে দেবে । সিঙ্ক অ্যাকাউন্ট শুরু এবং এর ব্যবস্থাপনা সম্পর্কে আরো তথ্য জানতে, কিভাবে ফায়ারফক্স সিঙ্ক সেটাপ করব? দেখুন।

আমার ডিভাইস থেকে আমি কী ধরনের তথ্য শেয়ার করতে পারি ?

আপনি আপনার ডিভাইসে নিম্নোক্ত ধরনের তথ্য সিঙ্ক করতে নির্বাচন করতে পারেন :

  • ট্যাব: অন্য যন্ত্রে আপনার খোলা ট্যাবগুলো সংরক্ষিত হবে কম্পিউটারের History মেনুতে, এবং অ্যান্ড্রয়েডের সিঙ্ক ট্যাবে ।
  • বুকমার্ক: এটি আপনার সকল সিনক্রোনাইজ করা যন্ত্রে আপনার সকল প্রিয় সাইটে প্রবেশ করতে দেয়।
  • পাসওয়ার্ড: এটি আপনার লগইনের তথ্য সিনক্রোনাইজ করে। এটি নিষ্ক্রিয় থাকবে যদি আপনি [[Use a Master Password to protect stored logins and passwords|মাস্টার পাসওয়ার্ড]ব্যবহার করেন।
  • ইতিহাস:এটি আপনাকে , আপনার সকল যন্ত্রে , আপনার অতীতে প্রদর্শন করা সকল সাইটে প্রবেশ করতে দেয় ।
  • অ্যাড-অন: আপনি আপনার ডিভাইস থেকে আপনার অ্যাড-অন সমূহ সিনক্রোনাইজ করতে চাইলে বক্সে টিক দিন । ফায়ারফক্সের ডেস্কটপ ভার্সনের অ্যাড-অনের সাথে মোবাইল ভার্সনের অ্যাড-অন সিনক্রোনাইজ করা যাবে না।
  • পছন্দসমূহ: এটি আপনার যন্ত্রে ডাউনলোডের সিদ্ধান্ত এবং পপ-আপ ব্লকারের সেটিংসের মত সিদ্ধান্তের মাধ্যমে ফায়ারফক্সের ব্যবহার সিনক্রোনাইজ করে।

কম্পিউটারে সিঙ্ক তথ্য নিয়ন্ত্রন করুন

দ্রষ্টব্য: নিরাপত্তার কারনে, মাস্টার পাসয়ার্ড সিঙ্ক করা হয় না এমনকি যদিও পাসওয়ার্ড এবং পছন্দসমূহ নির্বাচন করা হয় ।
  1. মেনু বাটনে New Fx MenuFx57Menu ক্লিক করে OptionsPreferences নির্বাচন করুন।
  2. সিঙ্ক প্যানেলে, যে ধরনের তথ্য সিঙ্ক করতে হবে তা নির্বাচন করুন ।
    oldsyncprefsSync Pref 29 - WinSync Pref 29 - MacSync Pref 29 - Lin
  3. আপনার পরিবর্তন সংরক্ষণের জন্য OK ক্লিক করুন। আপনার কাজ শেষ হয়ে গেলে উইন্ডোটি বন্ধ করে দিন । আপনার পরিবর্তনগুলো স্বয়ংক্রিয়ভাবে আপনি বের হয়ে যাওয়ার সাথে সাথেই সংরক্ষিত হয়ে যাবে ।

আন্ড্রয়েড ডিভাইসে সিঙ্ক তথ্য ব্যবস্থাপনা

  1. Menu বাটন আলতো স্পর্শ করুন (হয় পর্দার একদম নিচের প্রান্তে আর নয়তোবা উপরের-ডান দিকের কোনায়) এবং Settings নির্বাচন করুন (আপনাকে প্রথমে হয়তো More স্পর্শ করতে হবে) .
  2. Syncআলতো স্পর্শ করুন এবং যেসব উপাদান সিনক্রোনাইজ করতে চান না , সেখান থেকে টিক চিহ্ন উঠিয়ে দিন । আপনার পরিবর্তনগুলো স্বয়ংক্রিয়ভাবে আপনি বের হয়ে যাওয়ার সাথে সাথেই সংরক্ষিত হয়ে যাবে ।

 

এই প্রবন্ধটি কি সহায়তাকারী?

দয়া করে অপেক্ষা করুন...

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন