Firefox নতুন সংস্করণে আপডেট করুন

Firefox Firefox শেষ আপডেট: 89% of users voted this helpful

Firefox সাধারণত স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ বা আপডেট হয় কিন্তু আপনি চাইলে যেকোন সময়ই নিজে হালনাগাদ বা আপডেট করতে পারবেন। ম্যানুয়াল হালনাগাদ Firefox ডাউনলোডকে হালনাগাদের ব্যাপারে জানাবে কিন্তু আপনি Firefox রিস্টার্ট না করলে ইন্সটল হবে না।

কিভাবে করতে হয় তা বর্ণনা করা হল:

দ্রষ্টব্য: আপনি যদি Linux এর সরবরাহকৃত Firefox এর প্যাকেজকৃত সংস্করণ ব্যবহার করেন, তাহলে প্যাকেজ রিপোজিটরিতে নতুন হালনাগাদ আসা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। আপনি নিজে ইনস্টল করতে চাইলে এই নিবন্ধ আপনার জন্য প্রযোজ্য।
  1. Firefox উইন্ডোর উপরের বাম কোনায় থাকা মেনুতে ক্লিক করুন New Fx MenuFx57Menu, ক্লিক করুন help Help-29Fx57HelpHelp এবং About Firefoxনির্বাচন করুন।মেনুবারেরFirefox মেনুতে ক্লিক করুন এবং About Firefoxনির্বাচন করুন।
  2. The About Mozilla FirefoxAbout Firefox উইন্ডো খুলবে, Firefox হালনাগাদ বা আপডেট খুঁজতে শুরু করবে এবং তা স্বয়ংক্রিয়ভাবেই ডাউনলোড করবে।
    AboutFx50DownloadingFx59AboutFirefox-downloadingWinabout-Fx59-downloading
  3. হালনাগাদ বা আপডেট যখন ইনস্টলের জন্য প্রস্তুত হবে তখন,Restart Firefox to UpdateRestart to update Firefox বাটনে ক্লিক করুন।
    AboutFx50RestartFx59AboutFirefox-RestartWinabout-Fx59-restartFx57RestartToUpdate-Mac
গুরুত্বপূর্ণ: হালনাগাদ বা আপডেট যদি শুরু না হয়, সম্পন্ন না হয় অথবা অন্য কোন সমস্যা থাকে, অনুগ্রহ করে আপনার সিস্টেম এবং ভাষা অনুযায়ী ফায়ারফক্স এর সর্বশেষ সংস্করনটি ডাউনলোড এবং ইন্সটল করতে Systems & Languages page এ যান। this download link ( নির্দেশনার জন্য দেখুন Windows এ Firefox ডাউনলোড এবং ইনস্টল করাLinux এ Firefox ইনস্টল করুনম্যাক -এ ফায়ারফক্স ইনস্টল করা)।

Stay safe: ম্যালওয়্যার এড়াতে শুধুমাত্র অফিশিয়াল মজিলা লিঙ্কগুলো থেকে ডাউনলোড করুন।

হালনাগাদ বা আপডেট এর সেটিং পরিবর্তন করতে, ব্রাউজিং, সিস্টেম ডিফল্ট, নেটওয়ার্ক, হালনাগাদ এবং এনক্রিপশন নিবন্ধটি দেখুন।

হালনাগাদ বা আপডেট এর সেটিং পরিবর্তন করতে, OptionsPreferences . মেনু বাটনে New Fx MenuFx57Menu ক্লিক করে OptionsPreferences নির্বাচন করুন। এই প্যানেলে General গিয়ে, নিচের দিকে ক্রল করে Firefox Updates সেকশেন দেখুন।

আর্টিকেলটি অন্য সকল Firefox support আর্টিকেল এর মত স্বেচ্ছাসেবীদের মাধ্যমে আপনাদের কাছে নিয়ে আসা হয়েছে যারা Mozilla কে স্বাধীন এবং উন্মুক্ত রাখে। অবাধে ব্রাউজ করুন!

এই প্রবন্ধটি কি সহায়তাকারী?

দয়া করে অপেক্ষা করুন...

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন