ম্যাক -এ ফায়ারফক্স ইনস্টল করা

Firefox Firefox শেষ আপডেট: 92% of users voted this helpful

এই নিবন্ধটি ম্যাক -এ ফায়ারফক্স ইন্সটল করা সম্পর্কে বর্ননা করে।

দ্রষ্টব্যঃ এই নিবন্ধটি শুধুমাত্র ম্যাক এর জন্যে প্রযোজ্য। উইন্ডোজ এ ফায়ারফক্স ইন্সটল করার উপায় জানতে হলে Windows এ Firefox ডাউনলোড এবং ইনস্টল করা নিবন্ধটি দেখুন।লিনাক্স এ ফায়ারফক্স ইন্সটল করার উপায় জানতে হলে, Linux এ Firefox ইনস্টল করুন নিবন্ধটি দেখুন।
ফায়ারফক্সের জন্যে ইন্টেল প্রসেসর এবং ম্যাক ওএস এক্স ১০.৫ বা পরবর্তী সংস্করন প্রয়োজন ফায়ারফক্স ১৬ পর্যন্ত চালানোর জন্যে এবং ম্যাক ওএস এক্স ১০.৬ বা পরবর্তী সংস্করন এর প্রয়োজন ফায়ারফক্স ১৭ থেকে পরবর্তী সংস্করনগুলো চালানোর জন্যে। সবগুলোর সিস্টেম রিকোয়্যারমেন্ট দেখুন। যদি আপনি ম্যাক এস এর পুরোনো সংস্করন ব্যাবহার করে থাকেন, তাহলে সাহায্যের জন্যে এই অথবা এই নিবন্ধটি দেখুন।

ম্যাক -এ ফায়ারফক্স ইন্সটল করা

  1. যেকোন ব্রাউজার (উদাহরনস্বরুপ - এ্যাপল সাফারি) থেকে http://mozilla.org/firefox -এ ভিজিট করুন। এটি সয়ংক্রিয়ভাবে আপনার প্লাটফর্ম এবং ভাষা নির্ধারন করবে এবং আপনার জন্যে সবচেয়ে ভালো ফায়ারফক্স এর সংস্করনটি বাছাই করবে।
  2. ফায়ারফক্স ডাউনলোড করার জন্যে সবুজ রঙের ডাউনলোড বাটনে ক্লিক করুন।
    Mac Install 1
  3. যখন ডাউনলোড শেষ হবে, তখন ফাইলটি (Firefox.dmg) নিজে নিজেই চালু হবে এবং ফায়ারফক্স এ্যাপ্লিকেশন সহ একটি ফাইন্ডার উইন্ডো খুলবে। ফায়ারফক্স এর আইকনটিকে এ্যাপ্লিকেশন ফোল্ডার এর উপর ড্র্যাগ করুন এবং এটাকে সেখানেই কপি করুন।
    Mac Install 2a
    দ্রষ্টব্যঃ যদি আপনি এই উইন্ডো-টি বা দেখতে পান তাহলে, Firefox.dmg তে ক্লিক করে তা খুলুন।
    Mac Install 2
  4. ফায়ারফক্স কে এপ্লিকেশন ফোল্ডারে ড্র্যাগ করার পর, control কী চেপে ধরুন এবং উইন্ডোতে ক্লিক করার সময় মেনু থেকে Eject "Firefox" বাছাই করুন।
    Mac Install 4
  5. আপনি সহজে ব্যাবহার করার জন্য ফায়ারফক্স কে আপনার ডক -এ রাখতে পারেন। এজন্যে এপ্লিকেশন ফোল্ডার খুলুন এবং ফায়ারফক্স কে ডক এ ড্র্যাগ করে আনুন।
    Add to Dock
    ফায়ারফক্স এখন ব্যবহার করার জন্যে তৈরি। ফায়ারফক্স চালু করার জন্যে ডক থেকে শুধু আইকনটিতে ক্লিক করলেই হবে।

প্রথমবার ফায়ারফক্স চালু করা

আপনি যখন প্রথমবার ফায়ারফক্স চালু করবেন, তখন আপনাকে ফায়ারফক্স ইন্টারনেট থেকে ডাউনলোড হয়েছে বলে সতর্কবার্তা দেখাতে পারে। কারন আপনি ফায়ারফক্স কে অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছেন। আপনি Open বাটনে ক্লিক করতে পারেন।

installingonmac-5-jpg60.jpg

দ্রষ্টব্যঃ যদি আপনি '"Firefox.app" can't be opened because the identity of the developer cannot be confirmed বার্তাটি দেখেন, তাহলে এই সমস্যাটি সমাধান করার জন্য Mac এ ফায়ারফক্স ইনস্টল করার পরেও খুলছে না - কিভাবে ঠিক করবেন নিবন্ধটি দেখুন।

অবশ্যই, ফায়ারফক্স আপনার ডিফল্ট ব্রাউজার নয় এবং এ সম্পর্কে আপনাকে জানানো হবে। তার মানে, আপনার ই-মেইল এপ্লিকেশন এর লিঙ্ক, ইন্টারনেট শর্টকাট বা HTML ডকুমেন্ট ফায়ারফক্স দিয়ে খুলবে না। যদি আপনি ফায়ারফক্স এ এই জিনিশগুলো চান, তাহলে Yes ক্লিক করে এটিকে ডিফল্ট ব্রাউজার হিসেবে সেট করুন। যদি তা না চান অথবা আপনি শুধু ফায়ারফক্স কে পরীক্ষা করছেন, তাহলে No বাটন ক্লিক করুন।

installingonmac-6-jpg60.jpg

এই প্রবন্ধটি কি সহায়তাকারী?

দয়া করে অপেক্ষা করুন...

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন