যেভাবে শেষ বার ব্যবহার করা ট্যাব ফিরিয়ে আনা যায়

Firefox Firefox নির্মিত: 100% of users voted this helpful

আপনি শেষবার Firefox ব্যবহারের সময় খোলা পৃষ্ঠা আবার পরিদর্শন করতে চান? এখানে কি কিছু সহজ উপায় আছে আপনার জন্য।

পূর্বনির্ধারিত হোমপেজ থেকে পূর্ববর্তী সেশন পুনরায় ফিরিয়ে আনা

শেষবার Firefox বন্ধ করার সময় যদি আপনি ট্যাব এবং উইন্ডো খোলা রাখেন, তাহলে চালু হওয়ার সময় Firefox এর ডিফল্ট হোমপেজে এই Restore Previous Session বাটনটি পাবেন। আপনার ট্যাব এবং উইন্ডো ফিরে পেতে, বাটনটিতে ক্লিক করুন।
Session Restore - Home - WinSession Restore - Home - MacSession Restore - Home - LinRestore1 29 - WinRestore1 29 - MacRestore1 29 - Lin

দ্রষ্টব্য: যদি আপনি আপনার হোমপেজ ডিফল্ট Firefox এর থেকে আলাদা কিছু করে থাকেন, তাহলে আপনি চাইলে এটা দেখতে পারেন: কিভাবে হোম পেজ নির্ধারন করা যায়

হিস্টোরি মেন্যু থেকে পূর্ববর্তী সেশন পুনরায় ফিরিয়ে আনা

যদি আপনি Firefox এর ডিফল্ট হোমপেজ ব্যবহার না করেন, তাহলে এখানে দেখুন কীভাবে আপনি আপনার পূর্ববর্তী সেশনের ট্যাব এবং উইন্ডো ফিরিয়ে আনবেন:

  • Firefox উইন্ডোর একদম উপরে থাকা Firefox বাটনে ক্লিক করুন, এরপরে History তে যান এবং Restore Previous Session নির্বাচন করুন। মেনুবার থেকে History মেনুতে ক্লিক করুন এবং Restore Previous Session নির্বাচন করুন। Firefox উইন্ডোর একদম উপরে থাকা History তে ক্লিক করুন এবং Restore Previous Session নির্বাচন করুন।Restore Previous Session - Win2
  • টুলবারের ডান পাশে থাকা "new fx menu" ছবি বিদ্যমান নয়। মেন্যু বাটনে ক্লিক করুন। তারপরে History নির্বাচন করে ড্রপডাউন লিস্ট প্রসারিত করুন এবং Restore Previous Session নির্বাচন করুন।
    Restore2 29 - WinRestore2 29 - MacRestore2 29 - Lin

প্রতিবার Firefox চালু করলেই পূর্ববর্তী সেশন পুনরায় ফিরে আসবে

এখানে দেখুন: পূর্ববর্তী সেশন পুনরুদ্ধার করুন। কিছু নির্দেশাবলী আছে যেন আপনি আপনার Firefox কে এমন ভাবে নির্ধারণ করতে পারেন যাতে প্রতিবার চালু হওয়ার সময় এটি আপনাকে শেষবারের ট্যাব এবং উইন্ডো দেখাবে।

এই প্রবন্ধটি কি সহায়তাকারী?

দয়া করে অপেক্ষা করুন...

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন