আপনাকে অনলাইনে নিরাপদ রাখতে ফায়ারফক্সের ফিশিং এবং ম্যালওয়্যার সুরক্ষা থাকে। আপনি যখন এমন কোন সাইটে ঢুকবেন যার সম্পর্কে আগে থেকেই জালিয়াতির রিপোর্ট করা আছে (মাঝে মাঝে এদের ফিশিং পৃষ্ঠা বলে) অথবা এমন কোন সাইট যা আপনার কম্পিউটারে ক্ষতি করার জন্য বানানো হয়েছে (এদেরকে ম্যালওয়্যার বলে) তখন এইসকল সুবিধা আপনাকে সতর্ক করবে । আপনি যদি কোন ফাইল ডাউনলোড করেন ও সেটিতে যদি ম্যালওয়ার থাকে তাহলে এই সুবিধাটি আপনাকে সেই ফাইল ডাউনলোড করা হতে বিরত রাখতে আপনাকে সতর্ক করবে।
সূচীপত্র
- 1 একটি ওয়েব জালিয়াতি কী? ফিশিং কী?
- 2 একটি আক্রমণ সাইট কী? ম্যালওয়্যার কী?
- 3 কিভাবে ফিশিং এবং ম্যালওয়্যার সুরক্ষা ফায়ারফক্সে কাজ করে?
- 4 যখন ফিশিং এবং ম্যালওয়্যার এর সুরক্ষা স্বয়ংক্রিয় থাকে মজিলা বা এর সহযোগীদের তখন কী তথ্য পাঠানো হয় ?
- 5 আমি কিভাবে ফিশিং এবং ম্যালওয়্যার সুরক্ষা বৈশিষ্ট্য ব্যবহার করব?
- 6 আমি নিশ্চিত যে আমার সাইটটি নিরাপদ, কিভাবে আমি এটা তালিকা থেকে সরিয়ে ফেলা পেতে পারি?
একটি ওয়েব জালিয়াতি কী? ফিশিং কী?
ওয়েব জালিয়াতি (“ফিশিং” নামেও পরিচিত) ওয়েব জালিয়াতি ম্যালওয়্যার ওয়েব সাইট যেমন পাসওয়ার্ড, অ্যাকাউন্ট বিবরণ,বা ক্রেডিট কার্ড নম্বর হিসাবে সংবেদনশীল তথ্য দিয়ে তৈরি যেটির পরিচয় প্রতারণা একটি ফর্ম। ফিশিং আক্রমণ সাধারন ইমেইলের মাধ্যমে আসে যাতে সাধারণত ব্যক্তিগত তথ্য দেওয়ার জন্য একটি ভুয়া ওয়েব সাইট আসে, কিন্তু দেখতে আসল মনে হয়। ফিশিং সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে এন্টি ফিশিং ওয়ার্কিং গ্রুপ, এবং উইকিপিডিয়া ফিশিং পৃষ্ঠায় এ সম্পর্কে অনেক উদাহরণ ও তথ্য দেয়া আছে।
একটি আক্রমণ সাইট কী? ম্যালওয়্যার কী?
ম্যালওয়্যার একটি সফটওয়্যার যার সম্পর্কে আপনি জানেন না এবং এটি কম্পিউটারের ক্ষতি করে। ম্যালওয়্যার সাধারানত কোন ব্যক্তিগত তথ্য চুরি করা, জাঙ্ক ইমেইল পাঠাতে (spam), বা ম্যালওয়্যার আরও ছড়ানোর জন্য ব্যবহার করা হয়।
আপনি যখন আক্রমনক্রিত ওয়েব সাইট গুলতে যান তখন তারা আপনার কম্পিউটার কে আক্রমন করতে চায়। এই আক্রমণ খুজে বের করা খুব কঠিন হতে পারে; এমনকি আপনি যে সাইটগুলো নিরাপদ দেখছেন তারাও আপনাকে গোপনে আক্রমন করতে পারে। কোন কোন সময় ওয়েব সাইট এর মালিক ই জানেনা তার সাইটটি একটি আক্রমণ সাইট পরিণত হয়েছে ।
StopBadware এ আপনি ম্যালওয়্যার ও আক্রমনিত সাইট গুলো সম্পর্কে আরো জানতে পারবেন, ম্যালওয়্যার এবং অন্যান্য বিপজ্জনক সফ্টওয়্যার থেকে ব্যবহারকারীদের রক্ষা করার জন্য মোজিলা এমন একটি অলাভজনক সংস্থা যা অংশীদারদের সাথে কাজ করে ।
কিভাবে ফিশিং এবং ম্যালওয়্যার সুরক্ষা ফায়ারফক্সে কাজ করে?
ফিশিং এবং ম্যালওয়্যার সুরক্ষা এর কাজ হল আপনি যে সাইটগুলো ব্রাউজ করছেন তা ফিশিং এবং ম্যালওয়্যার এ তালিকাবধ্য আছে কিনা তা পরীক্ষা করা। ফিশিং এবং ম্যালওয়্যার এর কাজগুলো সক্রিয় করা থাকলে এই তালিকাটি সরাসরি সক্রিয়ভাবে ডাউনলোড এবং প্রতি ৩০ মিনিট পর পর আপডেট করা হয় । নিরাপদ ব্রাউজিং প্রোটোকল প্রযুক্তিগত বিবরণ এখানে পাবেন।
যখন আপনি কোন সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন জাতীয় ফাইল নামাবেন, ফায়ারফক্স সেই ফাইলটির সিগনেচার পর্যালোচনা করে দেখবে। যদি সেই ফাইলটিতে সিগনেচার থাকে, তাহলে ফায়ারফক্স কিছু বিখ্যাত বিশ্বস্ত সিগনেচার প্রকাশকের তালিকা হতে সেই সিগনেচারটি মিলিয়ে নেয়। কোন ফাইল যদি বিশ্বস্ত সিগনেচার প্রকাশকের তালিকায় "সুরক্ষিত" হিসেবে চিহ্নিত করা না থাকে বা সেখানে ম্যালওয়ার হিসেবে চিহ্নিত করা থাকে, তাহলে সেই ফাইলটি সুরক্ষিত কিনা তা জানতে ফায়ারফক্স গুগলের সুরক্ষিত ব্রাউজিং সার্ভিসকে সেই ফাইল সম্বন্ধে জিজ্ঞাসা থাকে। সুরক্ষিত কিনা তা জানতে ফায়ারফক্স গুগলের সুরক্ষিত ব্রাউজিং সার্ভিসকে ফাইলটির কিছু ডাউনলোড মেটাডাটা পাঠিয়ে থাকে।*
যখন ফিশিং এবং ম্যালওয়্যার এর সুরক্ষা স্বয়ংক্রিয় থাকে মজিলা বা এর সহযোগীদের তখন কী তথ্য পাঠানো হয় ?
ফিশিং এবং ম্যালওয়্যার সুরক্ষা ব্যবহার করার সময় ফায়ারফক্স মোজিলা এর অংশীদারদের সঙ্গে দুইবার যোগাযোগ করবে। প্রথমত ফিশিং এবং ম্যালওয়্যার সাইট প্রতিবেদনের তালিকা থেকে নিয়মিত আপডেট করার সময়। এই সময়ে আপনার সম্পর্কে অথবা আপনি যে সকল ওয়েবসাইট প্রদর্শন করছেন তা সম্পর্কে কোন তথ্য দেওয়া হয় না। দ্বিতীয় যখন আপনি একটি রিপোর্ট ফিশিং বা ম্যালওয়্যার সাইটের সম্মুখীন হন । সাইট ব্লক করার আগে, ফায়ারফক্স রিপোর্ট সাইটে আপনার সর্বশেষ পরিবর্তন টি তালিকা থেকে সরিয়ে ফেলা হয় নি তা নিশ্চিত করার জন্য দ্বিতীয়বার পরীক্ষা করার জন্য অনুরোধ করবে। উভয় ক্ষেত্রেই, google.com থেকে আপনি যে কুকিজ পেয়েছেন, আমাদের তালিকা প্রদানকারী পাঠানো হতে পারে।
মোজিলা গোপনিয়তার নীতিতে ফিশিং এবং ম্যালওয়্যার সুরক্ষা বৈশিষ্ট্য উন্নতি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে মোজিলা বা তার সহযোগীদের দ্বারা এই তথ্য সংগ্রহ করা স্পষ্টভাবে নিষিদ্ধ । গুগল ব্যবহারকারীর কুকি হ্যান্ডেলগুলি কিভাবে ব্যাখ্যা করে তা গুগল প্রাইভেসি পলিসিতে পাওয়া যাবে।
আমি কিভাবে ফিশিং এবং ম্যালওয়্যার সুরক্ষা বৈশিষ্ট্য ব্যবহার করব?
তাদের ব্যবহার ইতিমধ্যে সম্ভবত ডিফল্টরূপে চালু করা আছে , যতক্ষণ না আপনি এই বৈশিষ্ট্যগুলি আপনার নিরাপত্তা সেটিংস পরিবর্তন করছেন, যা আপনি ইতমধ্যেই এগুলো ব্যবহার করছেন। ফিশিং এবং ম্যালওয়্যার সুরক্ষা optionspreferences পাওয়া যাবে নিরাপত্তা প্যানেল:
- মেনু বাটনে ক্লিক করে নির্বাচন করুন।
- প্যানেল এ ক্লিক করুণ।
- নিচের সেটিংগুলো চালু করতে তাদের পাশে থাকা বাক্সে টিক চিহ্ন দিন।
- Block reported attack sites - এই সেটিংটি ম্যালওয়ার সাইট ও ফাইল হতে আপনাকে সুরক্ষা করে।
- Block reported web forgeries - এই সেটিংটি আপনাকে নানা ধরনের প্রতারক ওয়েবসাইট সম্বন্ধে সতর্ক করে তোলে। এই প্রতারক ওয়েবসাইটগুলো নানা কৌশলে আপনার কাছ হতে আপনার ব্যাক্তিগত ও অর্থিক তথ্য নিয়ে থাকে।
- আপনার সেটিং সংরক্ষণ করতে বাটনে ক্লিক করুণ।আপনার সেটিং সংরক্ষণ করতে শুধুমাত্র উইন্ডোটি বন্ধ করুণ।
এই সুবিধাটি বন্ধ করতে হলে, পুনরায় উপরের পদ্ধিতিতে
প্যানেলে যান এবং Block reported attack sites' ও Block reported web forgeries এর পাশে থাকা বাক্সের উপর থেকে টিক চিহ্ন উঠিয়ে দিন!কি হয় যখন একটি পেইজ বা ফাইল ব্লক করা হয়?
ফায়ারফক্স সেই পেইজটি লোড হওয়া বন্ধ করে দিবে এবং যদি সাইটটি ফিশিং সাইট হয়, তাহলে Reported Web Forgery নামের একটি সতর্কবার্তা দেখাবে আর যদি ম্যালওয়ার সাইট হয় তাহলে Reported Attack Page নামের একটি সতর্কবার্তা দেখাবে।
আপনি যদি কোন ম্যালওয়ার বা স্পাইওয়ার ডাউনলোড করেন তাহলে ফায়ারফক্স ডাউনলোড প্যানেলে একটি বার্তা দেখাবে।
আমি নিশ্চিত যে আমার সাইটটি নিরাপদ, কিভাবে আমি এটা তালিকা থেকে সরিয়ে ফেলা পেতে পারি?
যদি আপনার এমন একটি সাইট থাকে যা ত্রুটি ছিল তা আপনি টা ঠিক করেছন, বা যদি আপনি মনে করেন আপনার সাইট ভুল রিপোর্ট করা হয়েছে,আপনি তাহলে সেটা নিবন্ধন থেকে মুছেফেলতে অনুরধ করতে পারেন । আমরা যদিও, সাইট মালিকদের সঠিকভাবে সাইট পরীক্ষা করার জন্য উত্সাহিত করে থাকি যদিও; একটি সাইট প্রায়ই কোনো দৃশ্যমান পরিবর্তন ছাড়া আক্রমনের সাইটে পরিণত করা যায়।
- রিপোর্ট ম্যালওয়্যার সাইটের তালিকা থেকে অপসারণের অনুরোধ করতে, Google কর্তৃক সরবারহকৃত এই ফর্মটি ব্যবহার করুন।
- রিপোর্ট ম্যালওয়্যার সাইটের তালিকা থেকে অপসারণের অনুরোধ করতে, stopbadware.org দ্বারা সরবারহকৃত এই ফর্মটি ব্যবহার করুন।