আপনি যখন একটি অনিরাপদ লগিন পেইজে চলে আসবেন তখন Firefox আপনার এড্রেস বারে এই চিহ্নটি দেখাবে। জেনে রাখা ভালো যে যদি আপনি এখানে পাসওয়ার্ড প্রবেশ করান, তাহলে এটি হ্যাকারের মাধ্যমে চুরি হতে পারে।
আপনি যখন লগিন বক্সের ভিতের ইউজারনেম ও পাসওয়ার্ড লিখতে যাবেন তখন Firefox সংস্করণ ৫২ তে, আপনি একটি সতর্কবার্তা দেখতে পাবেন।
নোটঃ যখন লগিন ফর্মে আপনার তথ্য দেওয়া শুরু করবেন তখন পাসওয়ার্ড পূরণ বক্স আপনাকে একটি সতর্কবার্তা দিবে। এই সতর্কবার্তা অপসারিত করার জন্য আপনার ইউজারনেম টাইপ করার পরে আপনি EnterReturn বাটন চাপতে পারেন অথবা পাসওয়ার্ড বক্সের বাহিরে ক্লিক করুন।
লগিন পেইজ অনিরাপদ হলে আমি কি করতে পারি?
আপনার পছন্দের কোনো ওয়েবসাইট যদি অনিরাপদ হয় তাহলে আপনি এর নিরাপদ সংস্করণ খুঁজে দেখতে দেখতে পারেন। এর জন্য আপনাকে এ্ড্রেসবারে URL এর আগে https:// লিখতে হবে। তাছাড় আপনি ওয়েবসাইটির পরিচালকের সাথে যোগাযোগ করে জেনে নিতে পারেন সাইটটির কোনো নিরাপদ সংস্ককরণ রয়েছে কিনা।
অনিরাপদ পেইজ সম্পর্কে
একটি ওয়েবপেজে অনেক ধরণের গোপন তথ্য থাকতে পারে যেমন ক্রেডিট কার্ড, ব্যক্তিগত তথ্য ও পাসওয়ার্ড। এই ধরণের তথ্য গুলোকে হ্যাকারের কাছ থেকে সুরক্ষিত রাখতে চাইলে নিরাপদ সংযোগ ব্যবহার করতে হবে। (টিপস: একটি নিরাপদ সংযোগের - এড্রেস বারে "HTTPS" থাকে, এবং পাশে সবুজ রংয়ের তালা'র মতো চিহ্ন থাকে.)
যেসকল পেজগুলো এনক্রিপ্ট করা নয় অর্থাৎ HTTP এই ধরণের সাইটে ব্যক্তিগত তথ্য দেওয়া ঠিক নয়। এ্ড্রেসবারে "HTTP" দেখায় এমন ওয়েবপেজে ব্যক্তিগত তথ্য যেমন পাসওয়ার্ড না দেওয়ার পরামর্শ রইলো। অনিরাপদ সংযোগ সম্বলিত ওয়েবসাইটে আপনার দেওয়া তথ্য চুরি হতে পারে।
ডেভেলাপদের উদ্দেশ্যে
যারা ডেভেলাপার রয়েছেন এবং এই সর্তকবার্তা সম্পর্কে আরো কিছু জানতে চান তারা এটি দেখতে পারেন। এখানে সবকিছুর ব্যাখ্যা দেওয়া হয়েছে Firefox কেনো এরকম সর্তকবার্তা দেখায় এবং কিভাবে এটি ঠিক করতে হবে। যদি আরো কিছু জানতে চান তাহলে এই ব্লগটি পড়ে দেখতে পারেন এবং এর সাথে এই Site Compatibility ডকুমেন্ট টি পড়ে দেখতে পারেন।