Firefox for Android
Firefox for Android
নির্মিত:
66% of users voted this helpful
এই নিবন্ধটি Firefox for Android এর সর্বশেষ সংস্করণের জন্য প্রযোজ্য। এই সুবিধাগুলো উপভোগ করার জন্য অনুগ্রহ করে Firefox for Android এর সর্বশেষ সংস্করণে হালনাগাদ করুন।
Android এর জন্য Firefox আপনার ইউজারনেম এবং পাসওয়ার্ড সংরক্ষন করতে পারে, ফলে আপনার আপনাকে বারবার এটি দেওয়া লাগে না। আপনি আপনার সংরক্ষিত লগিন তথ্য দেখতে এবং পরিবর্তন করতে পারেন।
সংরক্ষিত লগিন তথ্য ব্যবস্থা করা
ইউজারনেম এবং পাসওয়ার্ড দেখতে, পরিবর্তন করতে অথবা মুছে ফেলতে, নিচের ধাপ অবলম্বন করুন:
- মেনু বাটন (হয় পর্দার একদম নিচের প্রান্তে আর নয়তোবা উপরের-ডান দিকের কোনায়) ট্যাপ করুন।
- নির্বাচন করুন।
- ট্যাপ করুন।
- সংরক্ষিত লগিন তথ্য দেখতে
- যে লগিন পরিবর্তন করতে চান তা ট্যাপ করুন।
- নিচের যেকোন একটি অপশন বেছে নিন:
- Show password: আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান এবং তা দেখতে চান, তাহলে এটি ট্যাপ করুন।
- Copy password, Copy username: আপনি যদি ক্লিপবোর্ডে পাসওয়ার্ড অথবা ইউজারনেম কপি করতে চান তাহলে এখানে ট্যাপ করুন।
- Edit login: এই অপশনটি একটি সাইটের লগিন তথ্য পরিবর্তন করতে দিবে। (উল্লেখ্য: আপনি যখন কোন সাইটে নতুন লগিন তথ্য দিয়ে লগিন করবেন, তখন Firefox আপনাকে এই সুবিধা দিবে।)
- Delete: আপনি যদি কোন সাইটের লগিন তথ্য মুছে ফেলতে চান, তাহলে এটি ট্যাপ করুন।
- আপনি যখন Privacy অপশন থেকে বের হয়ে আসবেন, আপনার পরিবর্তন সংরক্ষণ করা হবে।