নেভিগেশন বাটন যেমন পূর্ববর্তী, হোম, বুকমার্ক এবং রিলোড প্রভৃতি পাওয়া যাচ্ছে না

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

নেভিগেশন টুলবারে স্থান বার ও অনুসন্ধান বারের সাথে পূর্ববর্তী, পরবর্তী প্রভৃতি নেভিগেশন বাটনগুলো থাকে। যদি এগুলা অথবা টুলবারের অন্য কোন উপাদান না পাওয়া যায়, তাহলে কিভাবে সেগুলা পুনরুদ্ধার করতে হয় এই নিবন্ধটি তা দেখাবে।

এই সমস্যাটি যেন না হয় তার উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে Firefox এর সর্বশেষ সংস্করণের উন্নয়ন করা হয়েছে। তাই অনুগ্রহ করে Firefox এর সর্বশেষ সংস্করণে হালনাগাদ করুন

পরবর্তী বাটন শুধুমাত্র যখন দরকার হবে তখন দেখানো হয়

Firefox এর পুরাতন সংস্করণে পরবর্তী বাটনটি সবসময় দৃশ্যমান থাকত। পরবর্তীতে যাওয়ার মত কোনো পাতা না থাকলে, বাটনটি ধূসর (অকার্যকর) হয়ে থাকত। কিন্তু বর্তমানে, পরবর্তী বাটন ক্লিক করলে যখন কোন কাজ হয় না অর্থাৎ পরবর্তীতে যাওয়ার মত কোন পাতা থাকে না, তখন ধূসর রঙে দেখানোর পরিবর্তে বাটনটি লুকায়িত থাকে।

Forward Button Win

নেভিগেশন টুলবার দৃশ্যমান করা

আপনার নেভিগেশন টুলবারটি লুকানো থাকতে পারে।

  1. ট্যাব স্ট্রিপের ফাঁকা অংশে মাউসের ডান বাটনে ক্লিক করুনক্লিক করার সময় Control চেপে ধরুন
  2. যদি Navigation Toolbar তে টিক দেওয়া না থাকে, তবে নেভিগেসন টুলবার দৃশ্যমান করার জন্য এটিতে টিক দিন।
    • নেভিগেশন টুলবার দৃশ্যমান করার পরও যদি আপনার হারিয়ে যাওয়া বাটনগুলো ফিরে না আসে তাহলে পরবর্তী অংশে চলে যান।
      Nav Toolbar 10 Win

      Toolbar items missing - Win1

পূর্বনির্ধারিত টুলবার সেট পুনরূদ্ধার করা

  1. ট্যাব স্ট্রিপের ফাঁকা অংশে মাউসের ডান বাটনে ক্লিক করুনক্লিক করার সময় Control চেপে ধরুন এবং Customize... নির্বাচন করে Customize Toolbar উইন্ডো খুলুন।
  2. Restore Default Set বাটনে ক্লিক করুন

    e85e05e3169b2a4329eca5d032f0621a-1259987618-13-1.png
  3. Customize Toolbars উইন্ডো থেকে বের হয়ে যেতে Done বাটনে ক্লিক করুন।

মেনু বাটনে Fx57Menu ক্লিক করুন, তারপর Customize এ ক্লিক করুন।

  1. Restore Defaults বাটনে ক্লিক করুন:

restore menu

পূর্বনির্ধারিত টুলবার বাটনগুলো এখন তাদের পূর্বনির্ধারিত স্থানে ফিরে আসার কথা। আপনি যদি আপনার টুলবারের উপাদানগুলো নিজের মত করে সাজাতে চান, তবে ফায়ারফক্স কন্ট্রোল, বাটন এবং টুলবার কাস্টমাইজ করুন নিবন্ধটি দেখুন। এতেও যদি আপনার হারানো বাটনগুলো ফিরে না পান তাহলে পরবর্তী অংশের ধাপগুলো অনুসরণ করুন।

কোন অ্যাড-অনের কারনে হচ্ছে কিনা খুঁজে দেখুন

কোন এক্সটেনশন অথবা থিম হয়ত টুলবারের উপাদানগুলোকে দৃশ্যমান হতে দিচ্ছে না। বাটনগুলো না দেখার কারন এটিই কিনা তা নিশ্চিত হওয়ার জন্য এক্সটেনশন, থিম এবং হার্ডওয়্যার এক্সিলারেশন সম্পর্কিত সমস্যার সমাধান নিবন্ধটি দেখুন।

Firefox রিসেট করুন

যদি উপরের সমাধানগুলোতেও আপনার কাজ না হয়, তবে আপনি চাইলে Firefox কে রিসেট করে এর সেটিংসগুলো একদম প্রথম অবস্থায় নিয়ে যেতে পারেন। Firefox রিসেট করলেও আপনার অত্যাবশকীয় তথ্যগুলো সংরক্ষিত থাকবে।

দ্রষ্টব্য: যখন রিফ্রেশ ফিচার ব্যবহার করবেন, আপনার বুকমার্ক, ব্রাউজিং ইতিহাস, খোলা ট্যাব , উইন্ডো, পাসওয়ার্ড, কুকি এবং ওয়েব ফর্মে স্বয়ংক্রিয় পূর্ণ হওয়া তথ্য সংরক্ষণ করা হবে। যদিও, আপনার এক্সটেনশন এবং থিম মুছে ফেলা হবে এবং আপনার পছন্দ রিসেট করা হবে। যদিও, আপনার এক্সটেনসন এবং থিম মুছে ফেলা হবে এবং আপনার পছন্দসমূহ রিসেট করা হবে।
  1. যদি আপনি Firefox এ এই পেজ দেখেন তাহলে সরাসরি Firefox রিফ্রেশ করুন বাটনে ক্লিক করুন।
    যদি আপনি অন্য ব্রাউজারে থাকেন অথবা মোবাইল ডিভাইসে থাকেন তাহলে এটা কাজ করবে না।
    • আপনি Firefox এর about:support Troubleshooting Information পাতার উপরের ডান কোণে Refresh টি বাটন পাবেন।
  2. চালিয়ে যেতে, কনফার্মেশন উইন্ডোর Refresh Firefox বাটনে ক্লিক করুন।
  3. Firefox বন্ধ হয়ে যাবে এবং রিফ্রেশ হবে। শেষ হওয়ার পর, একটি উইন্ডোতে নিয়ে আসা তথ্যগুলোর তালিকা দেখা যাবে। Finish বাটনে ক্লিক করুন। Firefox চালু হবে।

লক্ষ্য করুন: যদি স্বাভাবিকভাবে Firefox চালু করতে না পারেন, তবে Firefox Safe Mode উইন্ডোতেও Refresh Firefox বাটন রয়েছে।creating a new profile and transferring your important data to the new profile আপনি এটার সাহায্যে ম্যানুয়াল রিফ্রেশও করতে পারেন

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন