নেভিগেশন টুলবারে স্থান বার ও অনুসন্ধান বারের সাথে পূর্ববর্তী, পরবর্তী প্রভৃতি নেভিগেশন বাটনগুলো থাকে। যদি এগুলা অথবা টুলবারের অন্য কোন উপাদান না পাওয়া যায়, তাহলে কিভাবে সেগুলা পুনরুদ্ধার করতে হয় এই নিবন্ধটি তা দেখাবে।
সূচীপত্র
পরবর্তী বাটন শুধুমাত্র যখন দরকার হবে তখন দেখানো হয়
Firefox এর পুরাতন সংস্করণে পরবর্তী বাটনটি সবসময় দৃশ্যমান থাকত। পরবর্তীতে যাওয়ার মত কোনো পাতা না থাকলে, বাটনটি ধূসর (অকার্যকর) হয়ে থাকত। কিন্তু বর্তমানে, পরবর্তী বাটন ক্লিক করলে যখন কোন কাজ হয় না অর্থাৎ পরবর্তীতে যাওয়ার মত কোন পাতা থাকে না, তখন ধূসর রঙে দেখানোর পরিবর্তে বাটনটি লুকায়িত থাকে।
নেভিগেশন টুলবার দৃশ্যমান করা
আপনার নেভিগেশন টুলবারটি লুকানো থাকতে পারে।
- ট্যাব স্ট্রিপের ফাঁকা অংশে মাউসের ডান বাটনে ক্লিক করুনক্লিক করার সময় Control চেপে ধরুন ।
- যদি
- নেভিগেশন টুলবার দৃশ্যমান করার পরও যদি আপনার হারিয়ে যাওয়া বাটনগুলো ফিরে না আসে তাহলে পরবর্তী অংশে চলে যান।
তে টিক দেওয়া না থাকে, তবে নেভিগেসন টুলবার দৃশ্যমান করার জন্য এটিতে টিক দিন।
- নেভিগেশন টুলবার দৃশ্যমান করার পরও যদি আপনার হারিয়ে যাওয়া বাটনগুলো ফিরে না আসে তাহলে পরবর্তী অংশে চলে যান।
পূর্বনির্ধারিত টুলবার সেট পুনরূদ্ধার করা
- ট্যাব স্ট্রিপের ফাঁকা অংশে মাউসের ডান বাটনে ক্লিক করুনক্লিক করার সময় Control চেপে ধরুন এবং নির্বাচন করে Customize Toolbar উইন্ডো খুলুন।
-
বাটনে ক্লিক করুন - Customize Toolbars উইন্ডো থেকে বের হয়ে যেতে বাটনে ক্লিক করুন।
মেনু বাটনে ক্লিক করুন, তারপর
এ ক্লিক করুন।- বাটনে ক্লিক করুন:
পূর্বনির্ধারিত টুলবার বাটনগুলো এখন তাদের পূর্বনির্ধারিত স্থানে ফিরে আসার কথা। আপনি যদি আপনার টুলবারের উপাদানগুলো নিজের মত করে সাজাতে চান, তবে ফায়ারফক্স কন্ট্রোল, বাটন এবং টুলবার কাস্টমাইজ করুন নিবন্ধটি দেখুন। এতেও যদি আপনার হারানো বাটনগুলো ফিরে না পান তাহলে পরবর্তী অংশের ধাপগুলো অনুসরণ করুন।
কোন অ্যাড-অনের কারনে হচ্ছে কিনা খুঁজে দেখুন
কোন এক্সটেনশন অথবা থিম হয়ত টুলবারের উপাদানগুলোকে দৃশ্যমান হতে দিচ্ছে না। বাটনগুলো না দেখার কারন এটিই কিনা তা নিশ্চিত হওয়ার জন্য এক্সটেনশন, থিম এবং হার্ডওয়্যার এক্সিলারেশন সম্পর্কিত সমস্যার সমাধান নিবন্ধটি দেখুন।
Firefox রিসেট করুন
যদি উপরের সমাধানগুলোতেও আপনার কাজ না হয়, তবে আপনি চাইলে Firefox কে রিসেট করে এর সেটিংসগুলো একদম প্রথম অবস্থায় নিয়ে যেতে পারেন। Firefox রিসেট করলেও আপনার অত্যাবশকীয় তথ্যগুলো সংরক্ষিত থাকবে।
- যদি আপনি Firefox এ এই পেজ দেখেন তাহলে সরাসরি Firefox রিফ্রেশ করুন বাটনে ক্লিক করুন।
যদি আপনি অন্য ব্রাউজারে থাকেন অথবা মোবাইল ডিভাইসে থাকেন তাহলে এটা কাজ করবে না।- আপনি Firefox এর about:support Troubleshooting Information পাতার উপরের ডান কোণে Refresh টি বাটন পাবেন।
- চালিয়ে যেতে, কনফার্মেশন উইন্ডোর বাটনে ক্লিক করুন।
- Firefox বন্ধ হয়ে যাবে এবং রিফ্রেশ হবে। শেষ হওয়ার পর, একটি উইন্ডোতে নিয়ে আসা তথ্যগুলোর তালিকা দেখা যাবে। বাটনে ক্লিক করুন। Firefox চালু হবে।