ফায়ারফক্স স্বয়ংক্রিয় ভাবে আপনার বুকমার্কের ব্যাকআপ রাখে এবং নিরাপত্তার জন্য শেষ দশটি ব্যাকআপ সংরক্ষন করে রাখে। এই নিবন্ধে কীভাবে ফায়ারফক্সের স্বয়ংক্রিয় ব্যাকআপ থেকে আপনার বুকমার্ক পুনরুদ্ধার করবেন, কীভাবে নিজেই নিজের বুকমার্কের ব্যাকআপ ফাইল সংরক্ষণ ও পুনরুদ্ধার করবেন এবং কীভাবে আপনার কম্পিউটারের বুকমার্ক অন্য কম্পিউটারে স্থানান্তর করবেন তা জানতে পারবেন।
- যদি হঠাৎ করে আপনার বুকমার্কগুলো দেখতে না পান তাহলে, সমাধানের জন্যহারিয়ে যাওয়া বুকমার্ক পুনরুদ্ধার করুন দেখুন।
- বুকমার্ক ব্যবহার সম্বন্ধে আরও জানতে, আপনার পছন্দের ওয়েবসাইট সংরক্ষন করে রাখতে ও ব্যবহারের জন্যে বুকমার্ক এর ব্যবহার দোখুন।
সূচীপত্র
ব্যাকআপ এবং পুনরুদ্ধার
ম্যানুয়াল ব্যাকআপ
এখানে লাইব্রেরি বাটনে ক্লিক করুন, তারপর ক্লিক করুন। স্ক্রল করে নিচে যান এবং ক্লিক করুন। বুকমার্ক বাটনে ক্লিক করুন এবং লাইব্রেরী উইন্ডো ওপেন করতে সিলেক্ট করুন।
- লাইব্রেরি উইন্ডোতে,
বাটনে ক্লিক করুন এবং নির্বাচন করুন। - বুকমার্ক ব্যাকআপ নামক যে উইন্ডো খুলবে, সেখানে একটি জায়গা দেখিয়ে দিন যেখানে ফাইলটি সংরক্ষিত হবে , যার নাম প্রাথমিক অবস্থায় bookmarks-"date".json থাকবে। ডেক্সটপই সাধারণত ভালো জায়গা। তবে সহজে মনে রাখার মত যেকোনো স্থানে রাখতে পারেন।
- বুকমার্ক json ফাইলটি সংরক্ষন করুন। বুকমার্ক ব্যাকআপ উইন্ডো বন্ধ হয়ে যাবে এবং আপনিও লাইব্রেরি উইন্ডো বন্ধ করতে পারেন।
ব্যাকআপ থেকে পুনরুদ্ধার
এখানে লাইব্রেরি বাটনে ক্লিক করুন, তারপর ক্লিক করুন। স্ক্রল করে নিচে যান এবং ক্লিক করুন। বুকমার্ক বাটনে ক্লিক করুন এবং লাইব্রেরী উইন্ডো ওপেন করতে সিলেক্ট করুন।
- লাইব্রেরি উইন্ডোতে,
বাটনে ক্লিক করুন এবং নির্বাচন করুন। - যে ব্যাকআপ থেকে পুনরুদ্ধার করতে চান, সেটি নির্বাচন করুনঃ
- তারিখ দেওয়াগুলি স্বয়ংক্রিয় ব্যাকআপ।
- এটি আপনাকে ম্যানুয়ালি ব্যাকআপ করতে দেয় (উপরে দেখুন)।
- একটি ব্যাকআপ নির্বাচন করার পরে, আপনার বুকমার্কগুলো পুনরুদ্ধার হয়ে যাবে। লাইব্রেরি উইন্ডো বন্ধ করে দিন।
বুকমার্কসমূহ অন্য কম্পিউটারে সরান
ফায়ারফক্স Sync ব্যবহার করে
আপনি ফায়ারফক্স Sync ব্যবহার করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বুকমার্ক সরাতে পারেন।
ফায়ারফক্স Sync আপনার ব্যবহার করা সকল ডিভাইসের মধ্যে আপনার বুকমার্ক (এবং অন্যান্য প্রোফাইলের তথ্য) সিঙ্ক রাখার জন্য সর্বউত্তম পদ্ধতি। আরও তথ্যের জন্য কিভাবে ফায়ারফক্স সিঙ্ক সেটাপ করব? দেখুন এবং এটি সেট করার জন্য কিভাবে ফায়ারফক্স সিঙ্ক সেটাপ করব? নির্দেশাবলী দেখুন।
একটি বুকমার্ক ব্যাকআপ ফাইল ব্যবহার করে
আপনি এক কম্পিউটার এর ব্যাকআপ ফাইল চাইলে অন্য কম্পিউটারেও ব্যবহার করতে পারেন। যখন আপনি কোনো কারনে দুটি কম্পিউটারের মধ্যে সিঙ্ক করতে পারছেন না তখন এটা খুবই উপকারী।
বুকমার্ক ব্যাকআপ ফাইল হতে পারে ম্যানুয়াল ব্যাকআপ (উপরে দেখুন) অথবা কোন একটি স্বয়ংক্রিয় তারিখওয়ালা ব্যাকআপ ফাইল যার অবস্থান Firefox profile folder bookmarkbackups ফোল্ডারে । ব্যাকআপ ফাইলটিকে স্থানান্তর করা যায় এমন কোন মাধ্যমে রাখুন (যেমনঃ ফ্ল্যাশ ড্রাইভ) এবং অন্য কম্পিউটার এর ডেস্কটপে (অথবা যেকোনো জায়গায়) কপি করুন। এরপরে আপনি চাইলে ফায়ারফক্স লাইব্রেরি উইন্ডোর অপশন ব্যবহার করে ব্যাকআপ ফাইল পুনরুদ্ধার করতে পারেন, যেভাবে ব্যাকআপ থেকে পুনরুদ্ধার উপরে বলা আছে।