শুরু, নীড় পাতা এবং ডাউনলোড সেটিং

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

এই নিবন্ধটি Firefox এর OptionsPreferences পাতার General প্যানেলে অবস্থিত সেটিংগুলো বর্ণনা করে।

এই General প্যানেলটি আপনাকে নিম্নোক্ত কাজ করতে দেয়:

  • শুরুতে Firefox আপনার পূর্বনির্ধারিত ব্রাউজার কিনা চেক করতে এবং Firefox কে পূর্বনির্ধারিত ব্রাউজার সেট করতে পারেন।
  • Firefox চালু করলে অথবা হোম আইকনটি ক্লিক করলে ব্রাউজার কোন পৃষ্ঠা(সমূহ) দেখাবে তা নির্ধারন করতে পারেন।
  • ফাইল ডাউনলোড করার সময় Firefox কী করবে তা সেট করতে পারেন।
  • ট্যাব সেটিংস নিয়ন্ত্রণ করতে পারেনঃ

এই General প্যানেলটি আপনাকে নিম্নোক্ত কাজ করতে দেয়:

  • Firefox চালুর সময় দেখায় এটি আপনার ডিফল্ট ব্রাউজার কিনা এবং তা ডিফল্ট ব্রাউজার হিসেবে ব্যবহার করুন।
  • Firefox চালু করলে অথবা হোম আইকনটি ক্লিক করলে ব্রাউজার কোন পৃষ্ঠা(সমূহ) দেখাবে তা নির্ধারন করুন।
  • ফাইল ডাউনলোড করার সময় Firefox কী করবে তা সেট করুন।

এই General প্যানেলটি আপনাকে নিম্নোক্ত কাজ করতে দেয়:

  • Firefox চালু করলে অথবা হোম আইকনটি ক্লিক করলে ব্রাউজার কোন পৃষ্ঠা(সমূহ) দেখাবে তা নির্ধারন করতে দেয়
  • ফাইল ডাউনলোড করার সময় Firefox কী করবে তা সেট করুন।

fx20 options - general Options General Win 20 Prefs General Mac 20 Prefs General Lin 20

Fx34OptionsGeneral-Win7 Fx34GeneralPanel-Mac Fx34GeneralPanel-Lin

Fx38OptionsGeneral

শুরু

  • সবসময় Firefox প্রারম্ভকালে পূর্বনির্ধারিত ব্রাউজার কিনা চেক করুন: যদি আপনি প্রারম্ভে পূর্বনির্ধারিত ব্রাউজার Firefox কিনা তা চেক করতে চান, তাহলে এই সেটিং নির্বাচন করুন। 'আপনার পূর্বনির্ধারিত ব্রাউজার Firefox' নিশ্চিত করবে Firefox আপনার পূর্বনির্ধারিত ব্রাউজার ব্যবহার করা হয়েছে, তখন একটি অ্যাপ্লিকেশন একটি ওয়েব পেজ প্রদর্শন করার চেষ্টা করে।

ডাউনলোডসমূহ

  • Show the Downloads window when downloading a file:
    আপনি যখন কোনো ফাইল ডাউনলোড করে থাকেন তখন Firefox ডাউনলোড উইন্ডো দেখাবে কিনা তা নিয়ন্ত্রণ করে থাকে। আরও তথ্যের জন্য দেখুন, ডাউনলোডকৃত ফাইল অনুসন্ধান এবং ব্যবস্থা.
  • Close it when all downloads are finished:
    আপনি যদি Show the Downloads window when downloading a file (উপরে) নির্বাচন করে থাকেন তাহলে আপনার ফাইলগুলো ডাউনলোড সম্পূর্ণ হবার পর Firefox ডাউনলোড উইন্ডোটি বন্ধ করবে কিনা তা এই সেটিং নিয়ন্ত্রণ করে থাকে।
  • Save files to:
    যদি নির্বাচন করা হয়ে থাকে, Firefox স্বয়ংক্রিয়ভাবে সকল ডাউনলোডসমূহ সুনির্দিষ্ট ফোল্ডারটিতে সংরক্ষণ করবে (যেমন ডেক্সটপ অথবা আপনার ডাউনলোড ফোল্ডার)। কোন ফোল্ডারটি ব্যাবহার করা হবে তা পরিবর্তন করতে, Browse…Choose… ক্লিক করুন।
  • Always ask me where to save files:
    যদি নির্বাচন করা হয়ে থাকে, Firefox আপনাকে প্রত্যেক ডাউনলোডের সময় জিজ্ঞাসা করবে কোন ফোল্ডারটিতে আপনি ডাউনলোডটি সংরক্ষণ করতে ইচ্ছুক।

ট্যাব

  • Open new windows in a new tab instead: যে সকল অ্যাপ্লিকেশন বা ওয়েব পেজ নির্দেশ করে যে, কোন নির্দিষ্ট লিংক একটি নতুন ট্যাব বা উইন্ডোতে খুলবে সেক্ষেত্রে সেসকল লিংক নতুন ট্যাব এ খুলবে নাকি উইন্ডোতে খুলবে তা এই পছন্দপছন্দে অগ্রাধিকার টি নিয়ন্ত্রণ করে।
    দ্রষ্টব্য: যদি আপনি নির্ধারন করে দেন, যাতে করে নতুন ট্যাব এ পৃষ্ঠাটি খুলে কিন্তু যদি সেই পেজের লেখক নির্ধারন করে দেয় যে লিংকটি একটি নতুন নির্দিষ্ট আকারের উইন্ডোতে খুলবে, সেক্ষেত্রে Firefox আপনার optionপছন্দ না মেনে লেখকের নির্ধারিত আকারেই নতুন উইন্ডো খুলবে। এর কারন হল কিছু কিছু পেজ শুধুমাত্র একটি নির্দিষ্ট আকারেই সঠিকভাবে দেখিয়ে থাকে।
  • Warn me when closing multiple tabs: আপনি যখন একাধিক ট্যাব থাকা কোন উইন্ডো বন্ধ করবেন, তখন Firefox আপনার ইচ্ছা সম্বন্ধে নিশ্চিত করতে পুনরায় জিজ্ঞাসা করবে। যদি আপনি ভুলক্রমে একটি ট্যব বন্ধ করতে যাওয়ার সময় পুরো উইন্ডো বন্ধ করে ফেলেন, এই সুবিধাটি আপনার উইন্ডোকে বন্ধ হওয়ার হাত থেকে রক্ষা করে। এই সতর্কবার্তার পছন্দপছন্দে অগ্রাধিকার হতে টিক চিহ্ন ঊঠিয়ে দিলে এটি সতর্কবার্তা দেখানো বন্ধ করে দিবে এবং যখনই আপনি একাধিক ট্যাব খোলা কোন উইন্ডো বন্ধ করবেন, তখন Firefox সতর্কবার্তা না দেখিয়ে স্বয়ংক্রিয়ভাবেই বন্ধ হয়ে যাবে।
    দ্রষ্টব্য: কোন উইন্ডোতে ট্যাব বন্ধ করার ক্ষেত্রে যে সতর্কবার্তা দেখানো হয়, তার সাথে এই সেটিং এর কোন সম্পর্ক নেই।
    আপনি যদি কোন ট্যাব বন্ধ করার সময় প্রদর্শিত সতর্কবার্তাটি বন্ধ করতে চান, তাহলে একটি ভুল পছন্দে অগ্রাধিকার যোগ করুন।
    1. address bar এ, টাইপ করুন about:config এবং প্রেস করুন EnterReturn

      • এই about:config এ "This might void your warranty!" এই সতর্ক বার্তা প্রদর্শিত হতে পারে। about:config page এর সাথে থাকতে ক্লিক করুন I accept the risk!
    2. উপরের Search ফিল্ড বক্সে, browser.tabs.warnOnCloseOtherTabs লিখুন।
    3. browser.tabs.warnOnCloseOtherTabs প্রেফারেন্সটির উপর ডাবল ক্লিক করুন এবং এর মান false করে দিন।
  • Warn me when opening multiple tabs might slow down Firefox: আপনি যখন অনেকগুলো ট্যাব একসাথে খুলেন তখন Firefox আপনার ইচ্ছা সম্বন্ধে নিশ্চিত হতে আপনাকে পুনরায় জিজ্ঞাসা করবে। আপনার পেজসমূহ লোড করার সময় যাতে ভুলবশত আপনার সিস্টেম ধীরগতির না হয়ে যায় তা হতে আপনাকে রক্ষা করতে এই সুবিধাটি কাজ করে। এই সতর্কবার্তাটি বন্ধ করতে এই পছন্দপছন্দে অগ্রাধিকার হতে টিক চিহ্ন উঠিয়ে দিন।
  • Don't load tabs until selected: Firefox যখন চালু হবে বা আপনার পূর্ববর্তী সেশন পুনরায় স্থাপন করবে, তখন এটি শুধুমাত্র চালু থাকা ট্যাবটি লোড করবে। আপনি যদি অনেক ট্যাব একসাথে পুনরায় স্থাপন করে থাকেন, তাহলে এই সুবিধাটি আপনার Firefox চালুকরন আরও দ্রুতগতির করে তুলতে পারে। আপনি যখনই অন্য ট্যাবগুলোতে ক্লিক করবেন, তখনই তারা লোড হওয়া শুরু করবে।
  • When I open a link in a new tab, switch to it immediately: আপনি যখন কোন ওয়েব লিঙ্ক এ মিডল ক্লিক করেন ( অথবা বাম পাশের মাউসের বাটন ক্লিক করার সাথে Ctrlcommand চাপেন ), তখন সেই ওয়েব পেজটি একটি নতুন ট্যাবে খুলবে। সেই পেজটি দেখাবে না এবং ব্যাকগ্রাউন্ড এর ট্যাবে লোড হবে। সেই পেজটিকে একটি নতুন ট্যাবে লোড করে দেখানোর জন্য এই পছন্দপছন্দে অগ্রাধিকার এ টিক চিহ্ন দিন।
  • Show tab previews in the Windows taskbar: Windows 7 এ আপনি যখন আপনার পয়েন্টার টাস্কবারের Firefoxএর আইকন এর উপর রাখেন তখন উইন্ডোজ আপনাকে Firefox উইন্ডোটির একটি প্রতিচ্ছবি দেখাবে। আপনি যদি এই Option এ টিক চিহ্ন বসিয়ে দান, তাহলে পরবর্তীতে Window আপনাকে প্রত্যেকটি আলাদা আলাদা ট্যাবের জন্য আলাদা আলাদা প্রতিচ্ছবি দেখাবে।

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন