ব্যক্তিগত ব্রাউজিং এ ট্র্যাকিং সুরক্ষা

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

দয়া করে সর্বশেষ সুবিধাগুলো উপভোগ করতে , এখনই Firefox এর সর্বশেষ সংস্করণকে হালনাগাদ করুন

সাধারনত ট্র্যাকিং বলতে একাধিক সাইটে ছড়িয়ে থাকা ব্যক্তিগত ব্রাউজিং তথ্যে সংগ্রহকে বুঝায়। ট্র্যাকিং সুরক্ষা সুবিধাটি ট্র্যাকার খুজতে এবং অবরুদ্ধ করতে Disconnect প্রদত্ত একটি তালিকা ব্যবহার করে।

আপনি এখান থেকে ট্র্যাকিং সম্পর্কে আরও জানতে পারবেন এবং Disconnect তালিকা তৈরি করতে যে আদর্শ মেনে চলে তা সম্পর্কে জানতে পারবেন। Firefox ট্র্যাকিং সুরক্ষার জন্য যে তালিকা ব্যবহার করে তা সম্পর্কে আরও জানতে এখানে দেখুন।

Firefox যখনই কোন ট্র্যাকিং ডোমেইনকে অবরুদ্ধ করবে এড্রেসবারে একটি ঢাল আইকন চলে আসবে।

tracking protection 42

কী অবরুদ্ধ করা হয়েছে তা দেখতে চাইলে,আপনি ওয়েব কনসোল খুলতে পারেন এবং Security ট্যাবে বার্তা পড়তে পারেন।

ট্র্যাকিং সুরক্ষা কিভাবে বন্ধ করা যায়

আপনি যখন ব্যক্তিগত ব্রাউজিং উইন্ডোতে থাকবেন ট্র্যাকিং সুরক্ষা পূর্বনির্ধারিতভাবে চালু করা থাকে। আপনি চাইলেই একটি নির্দিষ্ট সাইট অথবা সকল সাইটের জন্য ট্র্যাকিং সুরক্ষা বন্ধ করতে পারেন।

একটি নির্দিষ্ট সাইটের জন্য ট্র্যাকিং সুরক্ষা বন্ধ করা

  1. Firefox যখন কোন পেজে ট্র্যাকারকে অবরুদ্ধ করবে ঢাল আইকন দেখাবে। Control Center আনতে ঢাল আইকনে ক্লিক করুন।
  2. Control Center এ, Disable protection for this session বাটনে ক্লিক করুন।
    Disable tracking protection 42
  3. ট্র্যাকিং সুরক্ষা বন্ধ থাকলে, লাল অবচ্ছেদনসহ ঢাল আইকন tracking protection off fxos এড্রেসবারে দেখাবে।
ট্র্যাকিং সুবিধা আবার চালু করতে, ঢাল আইকনে আবার ক্লিক করুন এবং Enable Protection ক্লিক করুন।

যেহেতু ব্যক্তিগত ব্রাউজিং মোড আপনার ব্রাউজিং সেশনের কোন তথ্য সংরক্ষণ করে না, আপনি যখন কোন সাইটের জন্য ট্র্যাকিং সুরক্ষা বন্ধ করবেন, এটি শুধু সেই সেশনের জন্যই কাজ করবে। আপনি যখন নতুন ব্যক্তিগত ব্রাউজিং সেশন চালু করবেন, সকল সাইটের জন্য ট্র্যাকিং সুরক্ষা আবার চালু হয়ে যাবে।

সকল সাইটের জন্য ট্র্যাকিং সুরক্ষা বন্ধ করা

  1. মেনু বাটন "new fx menu" ছবি বিদ্যমান নয়। ক্লিক করুন, এরপর OptionsPreferences ক্লিক করুন।
  2. Privacy ক্লিক করুন, এরপর Use Tracking Protection in Private Windows থাকা বক্স থেকে টিক চিহ্ন উঠিয়ে দিন।
    privacy menu tp
  3. পরিবর্তন সংরক্ষণ করবে ট্যাব বন্ধ করুন।
দ্রষ্টব্য: আপনি ব্যক্তিগত ব্রাউজিং শুরুর পাতা থেকেও ট্র্যাকিং সুরক্ষা বন্ধ করতে পারেন:

Fx42PrivateBrowsingHomePage আপনি যদি ইতিমধ্যে একটি ব্যক্তিগত ব্রাউজিং উইন্ডোতে থাকেন, ব্যক্তিগত ব্রাউজিং শুরুর পাতায় যেতে এড্রেসবারে about:privatebrowsing লিখুন এবং Enter কী চাপুন।

Turn Tracking Protection Off লেখা লিংকে ক্লিক করুন। যদি ট্র্যাকিং সুরক্ষা বন্ধ করা থাকে, তাহলে আপনি ব্যক্তিগত ব্রাউজিং শুরুর পাতা থেকে আবার চালু করতে পারেন, এর জন্য Turn Tracking Protection Onলেখা লিংকে ক্লিক করুন।

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন