Secure Sockets Layer(SSL) আপনাকে নিরাপদে কোন ওয়েবসাইট এ প্রবেশ করার সুযোগ দেয় । যেসকল ওয়েবসাইট SSL ব্যবহার করে, যেমন ব্যাঙ্কিং সাইট এবং অনলাইন স্টোর সমূহ ,তারা তাদের ওয়েব ঠিকানার শুরুতে "https" থাকে। যদি Firefox কোন সুরক্ষিত সাইট এ প্রবেশ করতে ব্যর্থ হয়, এটা একটি Error পেইজ প্রদর্শন করবে যাতে লেখা থাকবে:
আপনি যখন উপরোক্ত এরর বার্তাটি দেখবেন তখন কেমন করে Firefox এ SSL চালু করা যায় তা এই নিবন্ধটিতে বর্ণিত আছে।
- আপনি যদি এই অতিরিক্ত বার্তাটি পান ""Could not initialize the application's security component"",দেখুন "Could not initialize the application's security component" ত্রুটি বার্তা ত্রুটিমুক্ত করণ।
- অন্যান্য সমস্যার জন্য ,দেখুনওয়েবসাইট লোড হচ্ছে না - সমস্যা খুজে বের করা এবং ত্রুটি বার্তাগুলোর সমাধান করা।
সূচীপত্র
আপনার SSL সেটিংস পরীক্ষা করুন
- "opionspreferences" টেম্পলেটটি হয় উপলব্ধ নয় না হয় কোনো অনুমোদিত সংস্করণ নেই।.
- প্যানেল নির্বাচিত করুন।
- ট্যাব ক্লিক করুন।
- "'Use SSL 3.0 এবং Use TLS 1.0 চেকমার্ক করা আছে কিনা যাচাই করুন।
- *যদি উভয় বক্স চেকমার্ক করা থাকে, এই অংশটি প্রযোজ্য নয়। আপনি পরবর্তী অংশে যেতে পারেন।
- *যদি Use SSL 3.0 এবং Use TLS 1.0 বক্স দ্বয় চেকমার্ক না করা থাকে, উভয়কে চেকমার্ক করুন।
- 'about:preferences পাতাটি বন্ধ করুন। যে কোন পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে। .
-
address bar এ, টাইপ করুন about:config এবং প্রেস করুন EnterReturn।
- এই about:config এ "This might void your warranty!" এই সতর্ক বার্তা প্রদর্শিত হতে পারে। about:config page এর সাথে থাকতে ক্লিক করুন ।
- সার্চ এর জায়গায় "security.enable" লিখুন।
- যদি security.enable_ssl3 এবং security.enable_tls উভয় true এ সেট করা থাকে, পরবর্তী অংশে skip করুন।
- যদি security.enable_ssl3 এবং security.enable_tls উভয় false এ সেট করা থাকে, প্রত্যেকটিকে ডাবল ক্লিক true এ সেট করুন।
পুনরায় সুরক্ষিত সাইট এ প্রবেশ করার চেষ্টা করুন। যদি তাতেও কাজ না হয়, পরবর্তী অংশে যান।
আপনার প্রক্সি সেটিং চেক করুন
কিছু কম্পিউটার প্রক্সির মাধ্যমে ইন্টারনেট এ প্রবেশ করার জন্য কনফিগার করা থাকে।
- মেনু বাটনে ক্লিক করে নির্বাচন করুন। .
- প্যানেল নির্বাচন করুন।
- ট্যাব ক্লিক করুন।
-
- যদি Manual proxy configurationনির্বাচিত করা থাকে, আপনি ম্যানুয়ালি কনফিগার করা প্রক্সি সার্ভার ব্যবহার করছেন। ডায়লগ বক্সে উল্লিখিত সকল প্রটোকল আপনার প্রক্সি সার্ভার এর ঠিকানা তে নির্দেশ করছে কিনা তা যাচাই করুন। আপনি যদি ঠিকানাটি না জানেন তবে আপনার নেটওয়ার্ক প্রশাসকের সাথে যোগাযোগ করুন।
- যদি "Manual proxy configuration" নির্বাচিত করা থাকে, এই অংশটি আপনার জন্য প্রযোজ্য নয়। আপনি পরবর্তী অংশে skip করতে পারেন।
ক্লিক করুন।
- যেকোনো পরিবর্তন করুন,এবং ক্লিক করে সংযোগ সেটিং উইন্ডোটি বন্ধ করুন।
- 'about:preferences পাতাটি বন্ধ করুন। যে কোন পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে। .
একটি সুরক্ষিত সাইটে পুনরায় প্রবেশ করার চেষ্টা করুন। যদি এখনও সফল না হন, পরবর্তী অংশে যান।
নিরাপত্তা সফটওয়্যার
SSL প্রটোকল ব্যবহার করতে Firefox কে এর নিজের সাথে সংযোগ স্থাপন করতে হয়। কিছু নিরাপত্তা সফটওয়্যার এই সংযোগ ব্লক করতে পারে। Firefox কে এর প্রয়োজনীয় প্রবেশাধিকার দিতে কেমন করে নিরাপত্তা সফটওয়্যার কে কনফিগার করা যায় সেই সম্পর্কিত তথ্য পেতে দেখুন Firefox কে ইন্টারনেট প্রবেশের জন্য ফায়ারওয়ালগুলো কনফিগার করুন।
কোন নির্দিষ্ট সাইট এর ক্ষেত্রে সমস্যা
আপনি SSL কার্যকারিতার জন্যে ব্রাউজার পরীক্ষা করুন ঠিকানায় যেতে পারেন। যদি আপনার ব্রাউজার পরীক্ষাটিতে উত্তীর্ণ হয়,তাহলে আপনি যেই সাইটে প্রবেশ করার চেষ্টা করছেন তাতেই সমস্যা থাকতে পারে।
SSL is disabled (mozillaZine KB) হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে