Firefox অনেক সময় প্রয়োজনের চেয়ে বেশি র্যাম ব্যবহার করে । এটি Firefoxকে ধীরগতির করে দেয় এবং কিছু চূড়ান্ত পর্যায়ে এটা Firefoxকে ক্র্যাশ করাতে পারে । কীভাবে Firefoxকে কম র্যাম ব্যবহার করাতে হবে , তা এই নিবন্ধটি বলে দিবে।
- আপনার অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে নির্দিষ্ট টুলসের মাধ্যমে আপনি আপনার কম্পিউটারের র্যামের ব্যবহার প্রদর্শন এবং পর্যালোচনা করতে পারবেন। Windows এ,Windows Task Manager এর Performance ট্যাব মেমোরির ব্যবহার প্রদর্শন করে ।
সূচীপত্র
সর্বশেষ সংস্করণে হালনাগাদ করা
Firefox এর প্রতিটি নতুন সংস্করণে র্যামের ব্যবহার উন্নত হয়। সর্বশেষ সংস্করণে হালনাগাদ করুন।
এক্সটেনশন এবং থিম
বেশি র্যাম ব্যবহার করে এমন এক্সটেনশন এবং থিম নিষ্ক্রিয় করা
এক্সটেনশন এবং থিম Firefoxকে সাধারণের চেয়ে বেশি র্যাম ব্যবহার করাতে পারে।
একটি এক্সটেনশন এবং থিম Firefoxকে বেশি র্যাম ব্যবহার করছে কিনা, তা বের করতে Firefox সেফ মোডে চালু করুন এবং এর মেমোরি ব্যবহার লক্ষ্য করুন । সেফ মোডে , এক্সটেনশন এবং থিম নিষ্ক্রিয় থাকে। তাই , যদি আপনি কোন উন্নতি দেখেন , তাহলে এক্সটেনশন বা থিম নিষ্ক্রিয় করে দেখতে পারেন ।
- সেফ মোডে Firefox চালুর আরো তথ্যের জন্য এবং কোন এক্সটেনশন বা থিম সমস্যা করছে তা বের করার জন্য, এক্সটেনশন, থিম এবং হার্ডওয়্যার এক্সিলারেশন সম্পর্কিত সমস্যার সমাধান দেখুন ।
অনধিকারমূলক বিষয় লুকানো
অনেক ওয়েব পেইজের এমন অনেক কনটেন্ট আছে যা আপনার কোন প্রয়োজন নেই (নিচের প্লাগইন অংশদেখুন )। কিছু এক্সটেনশন আপনাকে এগুলো বন্ধ করতে অনুমতি দেয়:
- Flashblock আপনাকে ওয়েবসাইটে ফ্লাশ কন্টেন্ট সক্রিয় এবং নিষ্ক্রিয় করা নির্বাচন করতে দেয় ।
- NoScript আপনাকে ওয়েবসাইটে চলমান সকল স্ক্রিপ্ট সক্রিয় এবং নিষ্ক্রিয় করা নির্বাচন করতে দেয় ।
প্লাগইনসমূহ
বিশেষ ধরনের বিষয়বস্তু প্রদর্শন করা প্লাগইনসমুহ অধিক পরিমাণ র্যাম ব্যবহার করতে পারে , বিশেষ করে পুর্ববর্তী সংস্করণগুলো।
প্লাগইন হালনাগাদ করা
আপনার সব প্লাগইনের সর্বশেষ সংস্করণ আছে কিনা , তা দেখতে Plugin Check page.
অধিক র্যাম ব্যবহার করা প্লাগইনসমূহ নিষ্ক্রিয় করা
কোন একটি প্লাগইন Firefoxকে বেশী র্যাম ব্যবহার করছে কিনা তা আপনি পর্যায়ক্রমে বেছে বেছে প্লাগইন সক্রিয় এবং নিষ্ক্রিয় করে পরীক্ষা করে দেখতে পারেন:
-
মেনু বাটনে ক্লিক করুন এবং পছন্দ করুন। অ্যাড-অন ব্যবস্থাপনা ট্যাব খুলবে।
- অ্যাড-অন ম্যানেজার ট্যাবে প্যানেলটি নির্বাচন করুন।
- তালিকায় থাকা একটি প্লাগইন নির্বাচন করুন, তারপর নিষ্ক্রিয় করতে চাপুন ।
- তালিকায় থাকা কিছু প্লাগইনের জন্য কাজটির পুনরাবৃত্তি করুন ।
-
মেনু বাটনে ক্লিক করুন এবং পছন্দ করুন। অ্যাড-অন ব্যবস্থাপনা ট্যাব খুলবে।
- অ্যাড-অন ম্যানেজার ট্যাবে প্যানেলটি নির্বাচন করুন।
- তালিকায় থাকা একটি প্লাগইন নির্বাচন করুন, তারপর নিষ্ক্রিয় করতে চাপুন ।
- তালিকায় থাকা কিছু প্লাগইনের জন্য পুনরাবৃত্তি করুন ।
আপনার কিছু প্লাগইন নিষ্ক্রিয় করার পর Firefox বন্ধ করুন এবং আবার চালু করুন এবং এটির মেমোরির ব্যবহার লক্ষ করুন । যদি আপনি কোনো উন্নতি না দেখেন , আপনি ওই প্লাগইনগুলো আবার চালু করতে পারেন এবং ভিন্ন কোন সেট দিয়ে আবার চেষ্টা করতে পারেন ।
কোন নির্দিষ্ট একটি প্লাগইন নিষ্ক্রিয় করার পর যদি আপনি Firefox এর মেমোরি ব্যবহারে কোন উন্নতি দেখেন , তবে আপনি সেটিকে নিষ্ক্রিয় করেই রাখতে পারেন । ইন্টারনেটে এটির ব্যাপক ব্যবহারের কারণে যদি আপনি এটি না পারেন , তবে আপনি একটি বিকল্প হালকা প্লাগইন খুজে বের করতে চেষ্টা করুন ।
- এডব রিডার থেকে হালকা পিডিএফ রিডার এর জন্য, ফায়ারফক্স এ পিডিএফ ফাইল দেখুন ডাউনলোড ছাড়াই দেখুন।
ফ্লাশ হার্ডওয়্যারের ত্বরণ পরীক্ষা করা
ফ্লাশের মত ভিডিও চালাতে পারা কিছু প্লাগইনের জন্য, ফুল স্ক্রিনে কন্টেন্ট রেন্ডারিং হার্ডওয়্যারের দ্বারা বেড়ে যেতে পারে ।
- ফ্ল্যাশ ভিডিও দেখায় এমন একটি পেইজে যান ।
- ভিডিও প্লেয়ারে রাইট ক্লিক করুনCtrl ধরে রাখুন । এডোবি ফ্ল্যাশ প্লেয়ারের সেটিংস চালু হবে । ক্লিক করুন কন্টেক্সট মেনুতে এবং ক্লিক করার সময়
- ডিসপ্লে প্যানেল চালু করতে , আডোবি ফ্ল্যাশ প্লেয়ারেরে সেটিংস উইন্ডোর নিচের-বাম পাশের আইকনে ক্লিক করুন ।
- Enable hardware acceleration নির্বাচন করা আছে কিনা পরীক্ষা করুন।
- এডোবি ফ্ল্যাশ প্লেয়ারের সেটিংস উইন্ডো বন্ধ করতে ক্লিক করুন ।
Firefox হার্ডওয়্যারের ত্বরণ পরীক্ষা করা
Firefox হার্ডওয়্যারের ত্বরণ ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডের ক্ষেত্রে মেমোরির ব্যবহার সহজ করে দেয় ।
- হার্ডওয়্যারের ত্বরণ চালু আছে কিনা দেখুন এবং আপনার গ্রাফিক্সের ড্রাইভার হালনাগাদ আছে কিনা দেখুন ।
Firefox পুনরায় চালু করে
Firefox অনেক সময় ধরে চালু থাকলে এটির র্যামের ব্যবহার বেড়ে যেতে পারে । এর জন্য পর্যায়ক্রমে Firefoxকে পুনরায় চালু করা প্রয়োজন । আপনি Firefox এর ট্যাব এবং উইন্ডো সংরক্ষণের জন্য Firefoxকে কনফিগার করতে পারেন যাতে করে যখন এটা আপনি আবার শুরু করবেন , এটা সেখান থেকেই শুরু হয় যেখানে আপনি রেখেছিলেন । বিস্তারিতর জন্য পূর্ববর্তী সেশন পুনরূদ্ধার করুন - যখন ফায়ারফক্স Firefox সাম্প্রতিক সময়ে ব্যবহার করা ট্যাবগুলো এবং উইন্ডোগুলো দেখাচ্ছে দেখুন।
ট্যাব কম ব্যবহার করা
প্রত্যেকটা ট্যাব Firefox এর মেমোরিতে একটা ওয়েব পেজ সংরক্ষণ করে। যদি আপনি মাঝে মাঝেই more than 100 tabs open চালু রাখেন , তাহলে যেসব পেইজের উপর নজর রাখতে হবে এবং যে সব জিনিষ করতে হবে তা করার জন্য সহজ কোন পদ্ধতি ব্যবহার করার জন্য বিবেচনা করা উচিত , যেমন :
সংকেত: "[[Use tabs to organize lots of websites in a single window#w_tab-tips|সকল ট্যাব বুকমার্ক ]" ট্যাবের একটি সেটকে বুকমার্ক করবে ।
র্যাম ব্যবহার করা অন্যান্য অ্যাপ্লিকেশনসমূহ
অনেকগুলো অ্যাপ্লিকেশন একসাথে পর্যায়ক্রমে চললে আপনার কম্পিউটার এবং কিছু অ্যাপ্লিকেশনকেও ধীরগতির করে দিবে। অপ্রয়োজনীয় কিছু অ্যাপ্লিকেশন বন্ধ করে দিলে র্যামের ব্যবহার কমে যাবে ।
র্যামের সমস্যা সমাধানের টুলসমুহ
- Firefox:
- about:memory পেইজটি র্যাম সংক্রান্ত নির্দিষ্ট সমস্যা সমাধানের অনুমতি দেয় (যেমন কোন ওয়েব সাইট, কোন এক্সটেনশন, কোন থিমের জন্য) এবং মাঝে মাঝে এটার https://developer.mozilla.org/docs/Mo.../about:memory দেখুন। বাটন আপনাকে র্যামের ব্যবহার কমাতে সাহায্য করবে। about:memory ব্যবহার নির্দেশিকা জন্য
- RAMBack Firefox এর ক্যাশ মেমেরি মুছে ফেলতে সাহায্য করে।
আপনি কখনো যদি C++ এর প্রোগ্রামার হয়ে না থাকেন তাহলে tools and tips Firefox developers use to debug leaks দেখুন।
- System:
- কি পরিমান র্যাম ব্যবহার হচ্ছে তা উইন্ডোজ টাস্ক ম্যানেজারের মাধ্যমে দেখুন । মাইক্রোসফটের সাপোর্ট সাইটHow to use and troubleshoot issues with Windows Task Manager পরিদর্শন করুন। যখন আপনি মাইক্রোসফটের এই নিবন্ধে যাবেন "How to monitor your computer's performance"। এটা performance ট্যাবের তথ্য এবং আরো অনেক কিছু বর্নণা করে ।
- System:
- কি পরিমান র্যাম ব্যবহার হচ্ছে তা Task Manager এর মাধ্যমে দেখুন । মাইক্রোসফটের সাপোর্ট সাইটHow to use and troubleshoot issues with Windows Task Manager পরিদর্শন করুন। যখন আপনি Microsoft এর এই নিবন্ধে যাবেন , "Get details on how much memory is being used" নির্দেশের নিচে ক্লিক করুন। এটা performance ট্যাবের তথ্য এবং আরো অনেক কিছু বর্নণা করে ।
- System:
- কি পরিমান মেমোরি ব্যবহৃত হচ্ছে তা Task Manager এর মাধ্যমে দেখুন ।
Microsoft এর সাপোর্ট সাইট Windows 8 Task Manager পরিদর্শন করুন।
কম্পিউটারে র্যাম সংযুক্ত করা
যদি আপনি আগের সব পরামর্শ ব্যবহার করে ক্লান্ত হন এবং আপনার মেমোরির ব্যবহার এখনো সর্বোচ্চের কাছাকাছি হয় , তাহলে আপনার কম্পিউটারে মেমোরি যোগ করার সময় এসে গেছে । র্যামের মূল্য কম এবং এটি কর্মক্ষমতায় অনেক বেশি সাহায্য প্রদান করবে ।
তথ্য নির্ভরতার সুত্র - Reducing memory usage - Firefox (mozillaZine KB)