এই নিবন্ধটি ফায়ারফক্স এর দেরি করে খোলার কিছু কারন এবং তা ঠিক করার জন্য করণীয় পদক্ষেপ গুলো বর্ণনা করে।
- যদি ফায়ারফক্স চালু হয় কিন্তু ঠিকমত কাজ না করে , তাহলে Firefox হ্যাং করেছে অথবা কাজ করছে না - কিভাবে ঠিক করবেন নিবন্ধটি দেখুন।
- যদি ফায়ারফক্স একেবারেই চালু না হয়, তাহলে Firefox চালু হচ্ছে না - সমাধান খুঁজুন নিবন্ধটি দেখুন।
সূচীপত্র
হোমপেজ পরিবর্তন করুন
আপনার হোমপেজ এর ওয়েবসাইটে সমস্যা থাকার ফলে ফায়ারফক্স কখনো কখনো চালু হতে বেশি সময় নিতে পারে। এজন্য ফায়ারফক্স এর হোমপেজ পরিবর্তন বা একটি খালি পেজকে হোমপেজ হিসেবে ব্যাবহার করতে পারেন। নিয়মাবলীর জন্য কিভাবে হোম পেজ নির্ধারন করা যায় নিবন্ধটি দেখতে পারেন।
কিভাবে ট্যাব বা উইন্ডো গুলো চালু হবে তা পরিবর্তন করুন
যদি আপনি ফায়ারফক্স এর সর্বশেষ ব্যাবহারকৃত উইন্ডো এবং ট্যাব গুলো দেখার জন্য Session Restore ফিচারটি ব্যাবহার করে থাকেন অথবা যদি আপনি সর্বশেষবার প্রচুর ওয়েবসাইট ফায়ারফক্স এর মাধ্যমে খুলে রাখেন তাহলে ফায়ারফক্স চালু হতে দীর্ঘ সময় নিতে পারে। OptionsPreferences উইন্ডোর General panel of the থেকে Don't load tabs until selected অপশনটি চেক করুন বা চালু করুন, যাতে শেষবার ব্যাবহার করা ট্যাবটাই যেন ফায়ারফক্স এর সাথে চালু হয়।
যদি আপনি ফায়ারফক্স এর সর্বশেষ ব্যাবহারকৃত উইন্ডো এবং ট্যাব গুলো দেখার জন্য Session Restore ফিচারটি ব্যাবহার করে থাকেন অথবা যদি আপনি সর্বশেষবার প্রচুর ওয়েবসাইট ফায়ারফক্স এর মাধ্যমে খুলে রাখেন তাহলে ফায়ারফক্স চালু হতে দীর্ঘ সময় নিতে পারে। OptionsPreferences উইন্ডোর General panel of the থেকে Don't load tabs until selected অপশনটি চেক করুন বা চালু করুন, যাতে শেষবার ব্যাবহার করা ট্যাবটাই যেন ফায়ারফক্স এর সাথে চালু হয় (এটাই সম্ভবত ডিফল্ট সেটিং)।
যদি আপনি ফায়ারফক্স এর সর্বশেষ ব্যাবহারকৃত উইন্ডো এবং ট্যাব গুলো দেখার জন্য Session Restore ফিচারটি ব্যাবহার করে থাকেন অথবা যদি আপনি সর্বশেষবার প্রচুর ওয়েবসাইট ফায়ারফক্স এর মাধ্যমে খুলে রাখেন তাহলে ফায়ারফক্স চালু হতে দীর্ঘ সময় নিতে পারে। OptionsPreferences উইন্ডোর Tabs panel of the থেকে Don't load tabs until selected অপশনটি চেক করুন বা চালু করুন, যাতে সর্বশেষবার ব্যাবহার করা ট্যাবটাই যেন ফায়ারফক্স এর সাথে চালু হয় (এটাই সম্ভবত ডিফল্ট সেটিং)।
আপনার এন্টিভাইরাস সফটওয়্যারটি পরীক্ষা করে দেখুন
সাধারণত ফায়ারফক্স চালু হওয়ার সময় অনেকগুলি ফাইল ব্যাবহার করে থাকে। কিছু এন্টিভাইরাস সফটওয়্যার এইসব ফাইলগুলি চালু হওয়ার সময় ফাইলগুলিকে ভাইরাসের জন্য পরীক্ষা বা স্ক্যান করে থাকে এবং এই স্ক্যান শেষ না হওয়া পর্যন্ত ফালিগুলি কে ব্যাবহার করতে দেয় না। যদি আপনার এন্টিভাইরাস সফটওয়্যার এর ইনস্টল, আপডেট বা কনফিগারেশন পরিবর্তনের পর থেকে ফায়ারফক্স-এ এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আপনি এন্টিভাইরাস প্রদানকারী সংস্থা বা কোম্পানির সাথে সাহায্যের জন যোগাযোগ করুন।
এক্সটেনশন ও থিমগুলোকে ট্রাবলশুট করুন
ফায়ারফক্স চালু হওয়ার সময় এক্সটেনশনগুলোও চালু করে এবং অনেক এক্সটেনশন ফায়ারফক্স এর চালু হওয়ার সময় এবং কাজগুলোকে বাড়িয়ে দেয়। এই ধরনের সমস্যার জন্যে যেসকল এক্সটেনশন এই সমস্যা সৃষ্টি করছে সেগুলোকে খুজে বের করতে এক্সটেনশন, থিম এবং হার্ডওয়্যার এক্সিলারেশন সম্পর্কিত সমস্যার সমাধান এই নিবন্ধটি দেখুন।
আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেমকে অপটিমাইজ করুন
আপনার কম্পিউটার এর কর্মক্ষমতা বাড়াতে আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেমকে আরও গতিশীল করুন। Optimize Windows 7 for better performance এই নিবন্ধটি দেখুন। এখানে অবশ্য অন্যান্য উইন্ডোজ ভার্সনের জন্যে কিছুটা পরিবর্তন হতে পারে।
অন্যান্য পদক্ষেপ
যদি এই পদক্ষেপগুলোতে আপনার সমস্যা ঠিক না হয়ে থাকে, তাহলে এই সমস্যার সমাধানের জন্যে Firefox এর সমস্যার সমাধান এবং পর্যালোচনা করুন এই নিবন্ধটি পড়ে দেখতে পারেন।