Browse

Explore how to navigate the web efficiently and effectively with Mozilla’s products.

কিভাবে হোম পেজ নির্ধারন করা যায়

এক ক্লিকে আপনার প্রিয় পৃষ্ঠা লোড করুন। আমরা আপনাকে দেখাব কিভাবে আপনার নীড় পাতা নির্ধারন করত হয় অথবা কিভাবে পূর্বনির্ধারিত পাতায় ফিরে যেতে হয়।

Firefox Firefox শেষ আপডেট:

ডেভেলপারের সহায়তার জন্য কোথায় যেতে হবে

ওয়েব উন্নয়ন নিয়ে প্রশ্ন আছে? Developer Edition এ সাহায্য লাগবে? Mozilla Developers Network এর কাছে একটি উন্নততর ওয়েব তৈরিতে আপনার প্রয়োজনীয় সকল সাহায্য রয়েছে।

Firefox, Firefox for Android Firefox, Firefox for Android শেষ আপডেট:

ওয়েব পেজ থেকে যেভাবে লেখা কিংবা লিঙ্কের মাধ্যমে বিষয়বস্তু খোঁজা যায়

যখন আপনি Firefox দিয়ে কোন সাইট পরিদর্শন করেন, আপনি শব্দ,বাক্যাংশ কিংবা লিঙ্ক দিয়ে সেই পৃষ্ঠা থেকে কোন কিছু খুঁজতে পারেন। কীভাবে করবেন তা এই নিবন্ধ বর্ননা করে।

Firefox Firefox নির্মিত:

Firefox এবং ওয়েবসাইটের পূর্ণ পর্দায় কিভাবে যেতে হয়

ফায়ারফক্সকে পূর্ণ স্ক্রীণ ভরে দেখতে হলে আপনি "পূর্ণ স্ক্রীণ সুবিধাটি ব্যাবহার করে তা করতে পারেন। এই নিবন্ধটি ব্যাখ্যা করে কিভাবে এটি চালু এবং বন্ধ করতে হয়।

Firefox Firefox শেষ আপডেট:

কি-বোর্ড শর্টকাট – Firefox এর সাধারণ কাজগুলো করুন আরও দ্রুত

এটা হল ফায়ারফক্স এর কিবোর্ড সর্টকাট সেগুলো কাজ করবে ট্যাব,বুকমার্ক,ওয়েবে সার্চ এর ক্ষেত্রে,মিডিয়া চালাতে এবং আরও বিভিন্ন ক্ষেত্রে।

Firefox Firefox শেষ আপডেট:

আপনার বুকমার্ক গুলোর ব্যাকআপ রাখতে বা তা স্থানান্তর করতে বুকমার্ক গুলো একটি HTML ফাইলে নেওয়া যায়

এই নিবন্ধটি বর্ননা করে কিভাবে আপনি আপনার বুকমার্কগুলো একটি HTML ফাইলে রপ্তানি করতে পারেন। এই ফাইলটি ব্যাবহার করে আপনি বুকমার্ক এর ব্যাকআপ রাখতে বা তা অন্য ওয়েব ব্রাউজারে স্থানান্তরিত করতে পারেন।

Firefox Firefox নির্মিত:

ব্যাকআপ থেকে বুকমার্কসগুলো পুনরুদ্ধার অথবা অন্য কম্পিউটারে স্থানান্তর

যেভাবে ফায়ারফক্স এর স্বয়ংক্রিয় ব্যাকআপ এবং নিজের ব্যাকআপ থেকে আপনার বুকমার্কগুলি পুনরুদ্ধার করুন এবং অন্য কম্পিউটারে বুকমার্ক সরাবেন টা জানতে নিবন্ধটি পড়ুন।

Firefox Firefox শেষ আপডেট:

Internet Explorer থেকে বুকমার্ক নিয়ে আসুন

Firefox আপনাকে Internet Explorer থেকে সকল সেটিংস,তথ্য ও বুকমার্ক আমদানি করার সুযোগ দেয়।এটা তারই প্রতিটি ধাপের নির্দেশাবলী।

Firefox Firefox শেষ আপডেট:

Firefox কে আপনার পূর্বনির্ধারিত ব্রাউজার বানান

আপনার কম্পিউটারে থাকা ওয়েবলিঙ্কসমূহ কে কীভাবে স্বয়ংক্রিয় ভাবে চালু করতে Firefox কে ডিফল্ট ব্রাউজার হিসাবে নির্ধারণ করবেন সেটা দেখানো হয়ছে এই নিবন্ধে।

Firefox Firefox শেষ আপডেট:

আপনার পছন্দের ওয়েবসাইট সংরক্ষন করে রাখতে ও ব্যবহারের জন্যে বুকমার্ক এর ব্যবহার

বুকমার্ক হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক। যা আপনাকে আপনার পছন্দের ওয়েবসাইটে সহজেই ঢুকতে সাহায্য করে। এই নিবন্ধটি বুকমার্ক তৈরি ও ব্যবস্থাপনা সম্পর্কে বর্ননা করে।

Firefox Firefox শেষ আপডেট:

পিনড ট্যাব - আপনার প্রিয় ওয়েবসাইটগুলো এক ক্লিকে খুলুন

পিনড ট্যাব (অথবা অ্যাপ ট্যাব) এর মাধ্যমে আপনি ফেসবুক কিংবা জিমেইলের মত আপনার পছন্দের ওয়েব অ্যাপগুলো এক ক্লিকে খুলতে পারবেন। কিভাবে পিনড ট্যাব ব্যবহার করবেন তা এই নিবন্ধে দেখানো হয়েছে।

Firefox Firefox নির্মিত:

ফায়ারফক্স এ পিডিএফ ফাইল দেখুন ডাউনলোড ছাড়াই

শিখুন কিভাবে ফায়ারফক্স উইন্ডোতে পিডিএফ ফাইল খুলতে হবে এবং ফাঁকা পৃষ্ঠার সাধারণ সমস্যা গুলো ঠিক করুন এবং ফাইল খোলা বদলে ফাইল ডাউনলোড করা।

Firefox Firefox নির্মিত:

Firefox এর সমস্যার সমাধান এবং পর্যালোচনা করুন

এই ট্রাবলশুটিং ধাপগুলো অনুসরণের মাধ্যমে ফায়ারফক্স সম্পর্কিত প্রায় সকল সমস্যার সমাধান করা যায়। প্রথম থেকে শুরু করুন এবং সমস্যা গুলো সমাধান না হওয়া পর্যন্ত চলতে থাকুন।

Firefox Firefox শেষ আপডেট:

Firefox এ আপনার যাত্রা শুরু করুন - প্রধান প্রধান বৈশিষ্টগুলোর বর্ণনা

এই নিবন্ধে Firefox এর মৌলিক বৈশিষ্ট্যসমূহ যেমন -বুকমার্ক, ট্যাব, অনুসন্ধান, অ্যাড-অন প্রভৃতি নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়া এতে এমন অনেক নিবন্ধের লিঙ্ক যোগ করা আছে যা হয়তো আপনি দেখতে চাইবেন।

Firefox Firefox শেষ আপডেট:

HTML ফাইল থেকে বুমার্ক নিয়ে আসুন

এই নিবন্ধটি বর্ণনা করে কিভাবে আপনি HTML ফাইল এ বুকমার্ক সংরক্ষণ করতে পারবেন এবং কিভাবে আপনার ফায়ারফক্স বুকমার্ক এ যোগ করবেন।

Firefox Firefox শেষ আপডেট:

Awesome Bar - এড্রেস বারে কোন কিছু লেখার সময় বুকমার্ক, ইতিহাস এবং ট্যাব থেকে এড্রেস খুজে দিবে

আপনি যখন এড্রেসবারে কোন কিছু লিখবেন, ফায়ারফক্স আপনার ব্রাউজকৃত, বুকমার্ক করা অথবা ট্যাগ করা ওয়েব সাইট আপনাকে দেখাবে। আরও জানুন এবং কিছু অক্ষর লিখেই আপনার প্রিয় ওয়েব সাইট ব্রাউজ করুন।

Firefox Firefox শেষ আপডেট:

গুগল ক্রোম হতে সকল বুকমার্ক ফায়ারফক্সে নিয়ে আসুন

ফায়ারফক্সে আপনি খুব সহজেই গুগল ক্রোমের সকল বুকমার্ক ও অন্যন্যা ডাটা নিয়ে আসতে পারবেন। ফায়ারফক্স আপনাকে এই সুবিধাটি দেয়। কি করে এটি করতে হয়, সে সম্পর্কে এই নিবন্ধন থেকে আপনি ধাপে ধাপে নির্দেশাবলী পেয়ে যাবেন।

Firefox Firefox শেষ আপডেট:

সম্ভাব্য অডিও ও ভিডিও সমস্যা সমাধান

অনেক অডিও এবং ভিডিও সমস্যার কারণ একটি অ্যাড অন এর সমস্যা। এই নিবন্ধটি আপনাকে এই সমস্যা খুঁজে বের করতে এবং সমাধান করতে সাহায্য করবে।

Firefox Firefox শেষ আপডেট:

সাফারি তে বুকমার্কস এক্সপোর্ট করুন

আপনি অন্য ব্রাউজার এ আপনার ফায়ারফক্স বুকমার্ক এক্সপোর্ট করতে পারেন। এই গাইড কিভাবে সাফারির মধ্যে আপনার ফায়ারফক্স বুকমার্ক এক্সপোর্ট এবং ইম্পোর্ট করবেন তা দেখায়।

Firefox Firefox শেষ আপডেট:

বিল্ট ইন পিডিএফ ভিউয়ার নিষ্ক্রিয় এবং অন্য ভিউয়ার কিভাবে ব্যবহার করবেন

Firefox একটি বিল্ট ইন পিডিএফ রিডার আছে। আমরা কিভাবে এটি নিষ্ক্রিয় করে এবং তার পরিবর্তে Adobe Reader এর মত অন্য PDF ভিউয়ার, কিভাবে ব্যবহার করে তা প্রদর্শন করব।

Firefox Firefox নির্মিত:

Firefox এ সাধারণ কাজগুলো করতে মাউস শর্টকাট ব্যবহার করুন

Firefox এ মাউসের শর্টকাটের তালিকা যা দিয়ে আপনি ওয়েব সাইট ন্যাভিগেট করতে পারবেন, ট্যাব নিয়ে কাজ করতে পারবেন, জুম ইন এবং আউট করতে পারবেন। এছাড়া করতে পারবেন আরো অনেক কিছু।

Firefox Firefox নির্মিত:

ছবি দেখতে না পাওয়ার সমস্যা সমাধান করুন

আপনি যদি এমন কোন সমস্যায় পড়েন যাতে ফায়ারফক্সে ছবি ডাউনলোড করতে অথবা দেখতে সমস্যা হচ্ছে, তাহলে এই নিবন্ধে সমস্যা সমাধানের নির্দেশনা অনুসরণ করুন।

Firefox Firefox শেষ আপডেট:

অসাম বার সাজেশন থেকে ওয়েবসাইট অপসারণ করুন

আপনি যখন অ্যাড্রেস বারে টাইপ করেন,ফায়ারফক্স প্রস্তাবিত সাইটের একটি ড্রপ-ডাউন তালিকা প্রদর্শন করে। শিখুন কিভাবে এইসব সাজেশন মুছে ফেলা যায়।

Firefox Firefox নির্মিত:

অন্য ব্রাউজার থেকে বুকমার্ক এবং ব্যক্তিগত তথ্য নিয়ে আসুন

আমরা আপনাকে দেখাব কিভাবে আপনার কম্পিউটার এ ইন্সটলরত অন্য ব্রাউজার থেকে ( যেমন: Internet Explorer অথবা Chrome)বুকমার্ক এবং অন্যান্য তথ্য Firefox এ নিয়ে আসুন।

Firefox Firefox নির্মিত:

কিভাবে ওয়েব পেজ সংরক্ষণ করবেন

Firefox এর মাধ্যমে আপনি একটি ওয়েব পেজ আপনার কম্পিউটারে সংরক্ষণ করে রাখতে পারবেন। যেন পরবর্তীতে ইন্টারনেটে সংযুক্ত না হয়েও সেটি পড়া সহ অন্যান্য কাজ করতে পারেন। চলুন দেখা যাক কিভাবে।

Firefox Firefox নির্মিত:

আমি কিভাবে Firefox-এ বানান পরীক্ষাকরন ব্যবহার করব

Firefox স্বয়ংক্রিয়ভাবে আপনি যা লিখেন তার বানান পরীক্ষা করে। অভিধান যুক্ত করা এবং দুর্ঘটনা বশত যোগকৃত একটি শব্দ মুছে ফেলার মত উপলব্ধ বিকল্প সমূহ সম্পর্কে জানুন।

Firefox Firefox নির্মিত:

একটি মাত্র উইন্ডোতে অনেক ওয়েবসাইট সাজানোর জন্য ট্যাব ব্যবহার করুন

একটি ওয়েবসাইট একটি ট্যাবে দেখানোর মাধ্যমে Firefox একটিমাত্র উইন্ডোতে একাধিক ওয়েবসাইট খুলতে দেয়। ট্যাবের সাধারণ কিছু ব্যবহার এই নিবন্ধে বর্ননা করা হয়েছে।

Firefox Firefox শেষ আপডেট:

Firefox এ HTML5 ভিডিও ও অডিও দেখা

কোন ধরনের প্লাগইন ছাড়াই আপনি ওয়েবপেজে কয়েক ধরনের ভিডিও ও অডিও চালাতে পারবেন। কোন কোন মিডিয়া ফরমেট চালাতে পারবেন এবং কিভাবে এগুলো চালু ও সংরক্ষণ করবেন তা এই নিবন্ধে বর্ণনা করা হয়েছে।

Firefox Firefox শেষ আপডেট:

বুকমার্ক ট্যাগ - সহজে খুঁজে বের করতে বুকমার্ক ভাগ করুন

আপনি বুকমার্কে "tags" ট্যাগ যুক্ত করতে পারবেন। ট্যাগ বুকমার্ককে বিভাগ অনুযায়ি সাজাতে সাহায্য করে যাতে সহজে খুজে পাওয়া যায়। কিভাবে কাজ করে শিখুন।

Firefox Firefox শেষ আপডেট:

Page info উইন্ডো - যে পেজে আছেন তার কারিগরী ডিটেলস দেখুন

পেজের তথ্য উইন্ডো আপনি যে পেজে আছেন তার বিস্তারিত তথ্য দেয় যেমনঃ নিরাপত্তা, সার্টিফিকেট, ব্যবহার করা মিডিয়া ফাইল, অনুমতি দেয়া এবং সংশ্লিষ্ট ওয়েব ফিড।

Firefox Firefox শেষ আপডেট:

ফায়ারফক্সে Web Push নোটিফিকেশন

ফায়ারফক্স যখন খোলা থাকে Web Push তখন ওয়েবসাইটকে ব্যবহারকারীদের নতুন বার্তা বা আপডেটেড কন্টেন্ট অবহিত করার অনুমতি দিয়ে থাকে ।

Firefox Firefox নির্মিত:

Firefox Safe Mode এর মধ্যে আটকে আছে

এই নিবন্ধটি বর্ণনা করে Firefox Safe Mode এর মধ্যে শুরু হতে পারে কেন যখন আপনি এটি সাধারণভাবে শুরু হওয়া আশা করেন এবং কিভাবে সমস্যাটি ঠিক করবেন।

Firefox Firefox নির্মিত:

Firefox চালু করার সময় ভুল হোম পেজ প্রর্দশিত হয় - কিভাবে ঠিক করা যায়

কিছু তৃতীয় পক্ষের সফটওয়্যার প্রদানকারীর Firefox এর শর্টকাট পরিবর্তন করতে পারে যাতে Firefox চালু হওয়ার সময় তাদের পেজ খোলে । শিখুন কিভাবে এটা আগের মত করতে হয় ।

Firefox Firefox নির্মিত:

Firefox খোলার সময় একাধিক ট্যাব খোলা থেকে বিরত রাখুন

ফায়ারফক্স যখন খোলে তখন হোম পেজের ঠিকানায় একটি পাইপ অক্ষর অপ্রত্যাশিত ফলাফল দিতে পারে। এই নিবন্ধটি সেই সমস্যার সমাধান ব্যাখ্যা করে।

Firefox Firefox শেষ আপডেট:

ইংরাজীতে

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন